ETV Bharat / state

অনুপ্রবেশ রুখতে এরাজ্যে NRC আগে প্রয়োজন : দিলীপ - in West Bengal NRC required first

রাজ্যে NRC-র প্রয়োজন কতটা রয়েছে ? BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বক্তব্য, এরাজ্যে অনুপ্রবেশকারীর সংখ্যা, আতঙ্কবাদী কার্যকলাপ সবচেয়ে বেশি ৷ বোমা-বন্দুকের লড়াই চলছে ৷ হিংসা চলছে ৷ তাই এখানে আগে NRC-র প্রয়োজন রয়েছে ৷

দিলীপ ঘোষ
author img

By

Published : Aug 9, 2019, 9:00 AM IST

বেলদা, 9 অগাস্ট : দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সারাদেশে NRC (ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজ়েন অফ ইন্ডিয়া ) অর্থাৎ নাগরিকপঞ্জি তালিকা প্রস্তুত করা হবে ৷ রাজ্যে NRC-র প্রয়োজন কতটা রয়েছে? BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতে, পশ্চিমবঙ্গে হিংসার ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে৷ সন্ত্রাসমূলক কার্যকলাপ চলছে৷ অনুপ্রবেশকারীর সংখ্যা বেশি ৷ সেকারণে এখানে আগে NRC-র প্রয়োজন ৷

গতকাল পশ্চিম মেদিনীপুরের বেলদায় দলের জনসংযোগ অনুষ্ঠানে যোগ দেন দিলীপবাবু ৷ শোনেন সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা ৷ 370 ধারা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে তেমন কোনও মন্তব্য করা হয়নি ৷ এবিষয়ে দিলীপবাবু বলেন, "সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও ওরা কোনও মন্তব্য করতে পারেনি ৷ এরকম স্ট্রাইক হতেই থাকবে ৷ আর ওদের বলাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে ৷ " তিন তালাক বিল নিয়েও মুখ্যমন্ত্রী তেমন কোনও মন্তব্য করেননি ৷ এবিষয়ে দিলীপবাবু বলেন, "মুখ্যমন্ত্রী এখন নিজের ঘর বাঁচাতে ব্যস্ত ৷ তাঁকে যে প্রেসক্রিপশন করেছেন PK (প্রশান্ত কিশোর) সেটাই তিনি মেনে চলার চেষ্টা করছেন ৷ আজ শুনলাম মণ্ডল প্রেসিডেন্টদের নিয়ে 5 দিনের ট্রেনিং চলছে ৷ এধরনের ট্রেনিং তো আমাদের হয় ৷ ওদের আবার ট্রেনিং কী ? ওদের তো কাটমানির ট্রেনিং ৷ তৃণমূলকে BJP করার চেষ্টা করছে ৷ কাটমানির ধাক্কায় ওদের টলমল অবস্থা ৷ উনি (মমতা ব্যানার্জি) নেতাদের বলছেন বাড়ি বাড়ি যাও ৷ কিন্তু যাবে কোন মুখে ৷ গেলেই তো লোকে ধরবে ৷ তাই যেতেও পারছে না ৷ তৃণমূলের এখন গাছের ফাঁকে লেজ আটকে যাওয়ার মতো অবস্থা ৷"

তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে আরও আক্রমণ করে বলেন, "এই সরকার গণতন্ত্রকে শেষ করেছে ৷ মানুষের অধিকারকে শেষ করেছে ৷ এত ভয় পেয়েছে যে ভাবছে BJP-র কোনও কর্মসূচি হলেই সব পালটে যাবে ৷ তাই আন্দোলন শুরুর আগে লাঠিচার্জ করা হচ্ছে, জলকামান চালানো হচ্ছে ৷ কোনও প্রোগ্রামে গেলেই কেস দিয়ে দিচ্ছে ৷ কারণ এই সরকারের আর কোনও ক্ষমতা নেই ৷ পুলিশ গুন্ডা লাগিয়ে আমাদের আটকানোর চেষ্টা করছে ৷ "

বেলদা, 9 অগাস্ট : দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, সারাদেশে NRC (ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজ়েন অফ ইন্ডিয়া ) অর্থাৎ নাগরিকপঞ্জি তালিকা প্রস্তুত করা হবে ৷ রাজ্যে NRC-র প্রয়োজন কতটা রয়েছে? BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতে, পশ্চিমবঙ্গে হিংসার ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে৷ সন্ত্রাসমূলক কার্যকলাপ চলছে৷ অনুপ্রবেশকারীর সংখ্যা বেশি ৷ সেকারণে এখানে আগে NRC-র প্রয়োজন ৷

গতকাল পশ্চিম মেদিনীপুরের বেলদায় দলের জনসংযোগ অনুষ্ঠানে যোগ দেন দিলীপবাবু ৷ শোনেন সাধারণ মানুষের অভাব-অভিযোগের কথা ৷ 370 ধারা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে তেমন কোনও মন্তব্য করা হয়নি ৷ এবিষয়ে দিলীপবাবু বলেন, "সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও ওরা কোনও মন্তব্য করতে পারেনি ৷ এরকম স্ট্রাইক হতেই থাকবে ৷ আর ওদের বলাও আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে ৷ " তিন তালাক বিল নিয়েও মুখ্যমন্ত্রী তেমন কোনও মন্তব্য করেননি ৷ এবিষয়ে দিলীপবাবু বলেন, "মুখ্যমন্ত্রী এখন নিজের ঘর বাঁচাতে ব্যস্ত ৷ তাঁকে যে প্রেসক্রিপশন করেছেন PK (প্রশান্ত কিশোর) সেটাই তিনি মেনে চলার চেষ্টা করছেন ৷ আজ শুনলাম মণ্ডল প্রেসিডেন্টদের নিয়ে 5 দিনের ট্রেনিং চলছে ৷ এধরনের ট্রেনিং তো আমাদের হয় ৷ ওদের আবার ট্রেনিং কী ? ওদের তো কাটমানির ট্রেনিং ৷ তৃণমূলকে BJP করার চেষ্টা করছে ৷ কাটমানির ধাক্কায় ওদের টলমল অবস্থা ৷ উনি (মমতা ব্যানার্জি) নেতাদের বলছেন বাড়ি বাড়ি যাও ৷ কিন্তু যাবে কোন মুখে ৷ গেলেই তো লোকে ধরবে ৷ তাই যেতেও পারছে না ৷ তৃণমূলের এখন গাছের ফাঁকে লেজ আটকে যাওয়ার মতো অবস্থা ৷"

তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে আরও আক্রমণ করে বলেন, "এই সরকার গণতন্ত্রকে শেষ করেছে ৷ মানুষের অধিকারকে শেষ করেছে ৷ এত ভয় পেয়েছে যে ভাবছে BJP-র কোনও কর্মসূচি হলেই সব পালটে যাবে ৷ তাই আন্দোলন শুরুর আগে লাঠিচার্জ করা হচ্ছে, জলকামান চালানো হচ্ছে ৷ কোনও প্রোগ্রামে গেলেই কেস দিয়ে দিচ্ছে ৷ কারণ এই সরকারের আর কোনও ক্ষমতা নেই ৷ পুলিশ গুন্ডা লাগিয়ে আমাদের আটকানোর চেষ্টা করছে ৷ "

Intro:টিএমসিকে বিজেপি করার চেষ্টা চলছে " বক্তা দিলীপ ঘোষ ,বেলদাতে জনতার দরবার অনুষ্ঠানে এসে শুনলেন শতাধিক অভাব অভিযোগ ,বললেন এই রাজ্যে সবচেয়ে আতঙ্ক বাদী আছে, তাই সবচেয়ে আগে NRC এই খানে প্রয়োজন l Body:"টিএমসিকে বিজেপি করার চেষ্টা চলছে " বক্তা দিলীপ ঘোষ ,বেলদাতে জনতার দরবার অনুষ্ঠানে এসে শুনলেন শতাধিক অভাব অভিযোগ ,বললেন এই রাজ্যে সবচেয়ে আতঙ্ক বাদী আছে, তাই সবচেয়ে আগে NRC এই খানে প্রয়োজন l

লোকসভা নির্বাচনে প্রচারে এসে সাধারণের জন্য কিছু করে দেখাবেন এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ,আর ভোটের মানুষের অভাব অভিযোগ শুনতে পশ্চিম মেদিনীপুরের বেলদা তে জনপ্রতিবিধান শিবির করল বিজেপি l উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জয়ী বিজেপি সাংসদ দিলীপ ঘোষ l বৃহস্পতিবার বিকালে বেলদার একটি গেস্ট হাউস এ আয়োজন করা হয় এই প্রতিবিধান শিবিরের ,প্রায় পাঁচ শতাধিক সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের অভাব অভিযোগ জানায় সাংসদ দিলীপ ঘোষের কাছে। l এই দিনের এই জন প্রতিবিধান শিবিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে 370 ধারা ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কে তোপ দাগেন রাজ্য সভাপতি দিলিপ ঘোষ l তিনি বলেন-"সার্জিক্যাল স্ট্রাইক নিয়েও মুখ্যমন্ত্রী কে কোন কথা বলতে শোনা যায়নি ,এই ধরনের স্ট্রাইক হতে থাকবে এবং পর পর তাদের মন্তব্য করা বন্ধ হয়ে যাবে lবললেন এই রাজ্যে সবচেয়ে আতঙ্ক বাদী আছে, তাই সবচেয়ে আগে NRC এই খানে প্রয়োজন l "তিন তালাক বিল নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নিয়েছেন দিলিপ ঘোষ l তিনি বলেন-"মুখ্যমন্ত্রী এখন নিজের ঘর বাঁচাতে ব্যস্ত ,তাকে যে প্রেসক্রিপশন করেছেন পি.কে. সেটাই এখন তিনি মেনে চলার চেষ্টা করছেন l আজ শুনলাম তৃণমূলের মন্ডল প্রেসিডেন্টের নিয়ে ৫ দিনের ট্রেনিং চলছে ,এই ট্রেনিং তো আমাদের হয় ওদের কি? ওদের তো কাটমানির ট্রেনিং ,আসলে টিএমসি কে বিজেপি করার চেষ্টা চলছে l তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কাট মানি প্রসঙ্গ তোলার পরে দিকে দিকে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি ,কাটমানি ফেরতের দাবি জানিয়ে বিক্ষোভ হয়েছে বিভিন্ন জায়গায় l এখন আবার প্রশান্ত কিশোরের কথা মতোই সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে জনপ্রতিনিধিদের l এই প্রসঙ্গে ও সুর চড়িয়েছেন মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ l তিনি বলেন দিদি নেতাদের বলছেন বাড়ি বাড়ি যাও কিন্তু নেতারা বাড়ি বাড়ি যাবে কোন মুখে!গেলেই তো লোক পয়সা চাইবে ,তৃণমূলের অভ্যন্তরে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে গাছের ফোকরে লেজ আটকে গেছে l
এই দিন আর এই জনতার দরবারে জন প্রতিবিধান শিবিরে এসে সাধারণ মানুষের সাড়া পেয়েছেন অনেক l রেলের ওভার ব্রিজ তৈরি থেকে বেলদা কে নতুন করে সাজানো সহ একাধিক বড় বড় ইস্যু নিয়ে অভিযোগ জমা পড়েছে বিজেপি সাংসদ দিলীপ ঘোষের কাছে l Conclusion:টিএমসিকে বিজেপি করার চেষ্টা চলছে " বক্তা দিলীপ ঘোষ ,বেলদাতে জনতার দরবার অনুষ্ঠানে এসে শুনলেন শতাধিক অভাব অভিযোগ ,বললেন এই রাজ্যে সবচেয়ে আতঙ্ক বাদী আছে, তাই সবচেয়ে আগে NRC এই খানে প্রয়োজন l
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.