ETV Bharat / state

Dilip Taunts Mamata: সরকারের থেকে দল বড়, তার থেকেও বড় ব্যানার্জি পরিবার; কটাক্ষ দিলীপের - Dilip Ghosh

মেদিনীপুরে রামনবমীর অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রীর পরিবারকে নিশানা করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, সব কিছুর থেকে বড় ব্যানার্জি পরিবার ৷

Dilip Ghosh ETV Bharat
দিলীপ ঘোষ
author img

By

Published : Mar 30, 2023, 6:51 PM IST

Updated : Mar 30, 2023, 10:06 PM IST

কটাক্ষ দিলীপের

মেদিনীপুর, 30 মার্চ: সরকারের থেকে দল বড়, তবে তার থেকেও বড় বন্দ্যোপাধ্য়ায় পরিবার ৷ পশ্চিম মেদিনীপুরে রামনবমী অনুষ্ঠানে অংশ নিয়ে এ ভাবেই শাসক দল ও মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "এই সরকারের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ব্যানার্জি পরিবার । তবে তার থেকেও বড় অভিষেক ব্যানার্জি ৷ তাঁর নীচে সবাই চাকরের মতো কাজ করেন ।"

বৃহস্পতিবার মেদিনীপুর রামনবমী সমারোহ সমিতির উদ্যোগে আয়োজিত রাম পুজন ও যজ্ঞে অংশ নেন মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ । অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের নেতা-মন্ত্রী এবং দুর্নীতি প্রসঙ্গে সরব হন তিনি ।

প্রথমে তিনি মদন মিত্র, কুণাল ঘোষদের নিয়ে বলেন, "এখন তাঁরা বলছেন সিবিআই চাপ দিচ্ছেন নাম বলার জন্য । কে বলছেন ? মদন মিত্র । যিনি মন্ত্রী থাকাকালীন এক বছর জেল খেটেছেন । তাঁকে কিন্তু সিবিআই ঢোকায়নি । যে সরকারের মন্ত্রী ছিলেন, সেই সরকারই ঢুকিয়েছে । তিনি কতটা সৎ লোক, তাঁর কথায় কতটা বিশ্বাস করা যায়, সেটা বুঝতে পারছেন ?"

কুণাল ঘোষ প্রসঙ্গেও দিলীপের তোপ, "তাঁকেও জেলে ঢুকিয়েছিল রাজ্য সরকার । তিনি তখন বলতেন মমতা ব্যানার্জি ডাকাত-রানি । আজকে সেখানে প্রসাদ চড়াচ্ছেন, করে খাওয়ার জন্য । আর কে এখন সিবিআই-এর বিরূদ্ধে দোষ দিচ্ছেন ? কুন্তল । পার্থ বাবু কারও নাম বলছেন ? যাঁরা জেল থেকে বেরিয়েছেন, যাঁরা দোষী, সব চেয়ে বড় ভ্রষ্টাচারী, তাঁরা সিবিআইকে দোষ দিচ্ছেন ৷"

আরও পড়ুন: রামনবমীর মিছিলে আপত্তি নেই মমতার, তবে শান্তি বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রীর

দিলীপের দাবি, সিবিআই-এর উপর বিশ্বাস সবার আছে ৷ তদন্ত হচ্ছে ৷ সত্যিকারের যাঁরা দোষী, তাঁদের নাম বেরোবেই । সেজন্য যাঁরা মিথ্যাবাদী, যারা চোর, তাঁদের কথায় বিশ্বাস না করার আর্জি জানান বিজেপি সাংসদ ৷ এ দিন সরাসরি মুখ্যমন্ত্রীর পরিবার নিয়ে প্রশ্ন তুলে দিলীপ বলেন, "সরকারের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যানার্জি পরিবার বড় । তবে তার চেয়েও অভিষেক ব্যানার্জি বড় । তাঁরা চাকরি করছেন, তাঁরা করে খাচ্ছেন, চাকর বাকরের মতো জীবন যাপন করছেন, মালিকের নাম তো বলতেই হবে ।"

বগটুই প্রসঙ্গেও এ দিন সরকারকে একহাত নেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, বগটুইতে কী হয়েছে, একবার সিবিআই তদন্ত হোক, তাহলে বোঝা যাবে সব । বগটুইতে দোষীকে গ্রেফতার করতে সাতদিন লেগেছে ।

কটাক্ষ দিলীপের

মেদিনীপুর, 30 মার্চ: সরকারের থেকে দল বড়, তবে তার থেকেও বড় বন্দ্যোপাধ্য়ায় পরিবার ৷ পশ্চিম মেদিনীপুরে রামনবমী অনুষ্ঠানে অংশ নিয়ে এ ভাবেই শাসক দল ও মুখ্যমন্ত্রীকে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, "এই সরকারের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ব্যানার্জি পরিবার । তবে তার থেকেও বড় অভিষেক ব্যানার্জি ৷ তাঁর নীচে সবাই চাকরের মতো কাজ করেন ।"

বৃহস্পতিবার মেদিনীপুর রামনবমী সমারোহ সমিতির উদ্যোগে আয়োজিত রাম পুজন ও যজ্ঞে অংশ নেন মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ । অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের নেতা-মন্ত্রী এবং দুর্নীতি প্রসঙ্গে সরব হন তিনি ।

প্রথমে তিনি মদন মিত্র, কুণাল ঘোষদের নিয়ে বলেন, "এখন তাঁরা বলছেন সিবিআই চাপ দিচ্ছেন নাম বলার জন্য । কে বলছেন ? মদন মিত্র । যিনি মন্ত্রী থাকাকালীন এক বছর জেল খেটেছেন । তাঁকে কিন্তু সিবিআই ঢোকায়নি । যে সরকারের মন্ত্রী ছিলেন, সেই সরকারই ঢুকিয়েছে । তিনি কতটা সৎ লোক, তাঁর কথায় কতটা বিশ্বাস করা যায়, সেটা বুঝতে পারছেন ?"

কুণাল ঘোষ প্রসঙ্গেও দিলীপের তোপ, "তাঁকেও জেলে ঢুকিয়েছিল রাজ্য সরকার । তিনি তখন বলতেন মমতা ব্যানার্জি ডাকাত-রানি । আজকে সেখানে প্রসাদ চড়াচ্ছেন, করে খাওয়ার জন্য । আর কে এখন সিবিআই-এর বিরূদ্ধে দোষ দিচ্ছেন ? কুন্তল । পার্থ বাবু কারও নাম বলছেন ? যাঁরা জেল থেকে বেরিয়েছেন, যাঁরা দোষী, সব চেয়ে বড় ভ্রষ্টাচারী, তাঁরা সিবিআইকে দোষ দিচ্ছেন ৷"

আরও পড়ুন: রামনবমীর মিছিলে আপত্তি নেই মমতার, তবে শান্তি বজায় রাখার আবেদন মুখ্যমন্ত্রীর

দিলীপের দাবি, সিবিআই-এর উপর বিশ্বাস সবার আছে ৷ তদন্ত হচ্ছে ৷ সত্যিকারের যাঁরা দোষী, তাঁদের নাম বেরোবেই । সেজন্য যাঁরা মিথ্যাবাদী, যারা চোর, তাঁদের কথায় বিশ্বাস না করার আর্জি জানান বিজেপি সাংসদ ৷ এ দিন সরাসরি মুখ্যমন্ত্রীর পরিবার নিয়ে প্রশ্ন তুলে দিলীপ বলেন, "সরকারের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যানার্জি পরিবার বড় । তবে তার চেয়েও অভিষেক ব্যানার্জি বড় । তাঁরা চাকরি করছেন, তাঁরা করে খাচ্ছেন, চাকর বাকরের মতো জীবন যাপন করছেন, মালিকের নাম তো বলতেই হবে ।"

বগটুই প্রসঙ্গেও এ দিন সরকারকে একহাত নেন দিলীপ ঘোষ ৷ তিনি বলেন, বগটুইতে কী হয়েছে, একবার সিবিআই তদন্ত হোক, তাহলে বোঝা যাবে সব । বগটুইতে দোষীকে গ্রেফতার করতে সাতদিন লেগেছে ।

Last Updated : Mar 30, 2023, 10:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.