ETV Bharat / state

Dilip Ghosh Slams State Govt : রাজ্য জুড়ে অশান্তির জন্য রাজ্য সরকারকেই দায়ী করলেন দিলীপ ঘোষ - Dilip Ghosh Slams State Govt

"রাজ্য সরকারের কোমর ভাঙার জন্য অশান্তি ছড়িয়েছে ৷" মহম্মদ পয়গম্বর ইস্যুতে রাজ্যের উত্তাল পরিস্থিতি নিয়ে মমতাকে ও পুলিশকে কটাক্ষ বিজেপি নেতার (Dilip Ghosh Slams To State Gov) ৷

Dilip Ghosh Slams To State Gov
রাজ্য জুড়ে অশান্তির জন্য রাজ্য সরকারকে দায়ী করলেন দিলীপ ঘোষ
author img

By

Published : Jun 12, 2022, 7:16 PM IST

পশ্চিম মেদিনীপুর, 12 জুন: বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যের পর রাজ্য জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ৷ উত্তরোত্তর অশান্ত হচ্ছে রাজ্যের একের পর এক জেলা ৷ অশান্তির আঁচ ছড়িয়ে পড়েছে হাওড়ার ধুলাগড় এলাকায় ৷ পরিস্থিতির জন্য় রাজ্য সরকারকেই দায়ী করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ সেইসঙ্গে রাজ্য পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh on Mamata Banerjee) ৷

শনিবার কেন্দ্রীয় সরকারের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত বেলদার বেহালাতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন দিলীপ ঘোষ ৷ সেখানেই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি ৷ অনুষ্ঠানে তিনি জানান, মহম্মদ নবীকে কেন্দ্র করে জাতীয় সড়ক ও ধুলাগড় সংশ্লিষ্ট এলাকা উত্তপ্ত কয়েকদিন ধরে ৷ এছাড়া বিশেষ এক সম্প্রদায়ের মানুষ বিজেপি অফিস ভাঙচুর, গাড়িতে আগুন জ্বালানো-সহ একাধিক হিংসাত্মক ঘটনা ঘটিয়ে চলেছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে । যার ফলে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের ৷ আতঙ্কিত তাঁরা ৷ এই অশান্তির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দোষ চাপিয়েছেন তিনি জানান, রাজ্য সরকারের কোমর ভাঙার কারণেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ রাজ্য পুলিশ দিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে বলে মত দিলীপ ঘোষের ৷

আরও পড়ুন : ইসলাম বলেনি মানুষকে কষ্ট দিয়ে হিংসাত্মক আন্দোলন করতে, কড়া বার্তা আব্বাস সিদ্দিকির

উল্লেখ্য, পয়গম্বর ইস্যুতে হাওড়ার পাশাপাশি উত্তপ্ত মালদা, মুর্শিদাবাদও ৷ একাধিক জায়গায় জারি হয়েছে 144 ধারা ৷ হাওড়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে সোমবার পর্যন্ত ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জনগণকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন ৷

পশ্চিম মেদিনীপুর, 12 জুন: বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যের পর রাজ্য জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ৷ উত্তরোত্তর অশান্ত হচ্ছে রাজ্যের একের পর এক জেলা ৷ অশান্তির আঁচ ছড়িয়ে পড়েছে হাওড়ার ধুলাগড় এলাকায় ৷ পরিস্থিতির জন্য় রাজ্য সরকারকেই দায়ী করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ সেইসঙ্গে রাজ্য পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh on Mamata Banerjee) ৷

শনিবার কেন্দ্রীয় সরকারের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত বেলদার বেহালাতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন দিলীপ ঘোষ ৷ সেখানেই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি ৷ অনুষ্ঠানে তিনি জানান, মহম্মদ নবীকে কেন্দ্র করে জাতীয় সড়ক ও ধুলাগড় সংশ্লিষ্ট এলাকা উত্তপ্ত কয়েকদিন ধরে ৷ এছাড়া বিশেষ এক সম্প্রদায়ের মানুষ বিজেপি অফিস ভাঙচুর, গাড়িতে আগুন জ্বালানো-সহ একাধিক হিংসাত্মক ঘটনা ঘটিয়ে চলেছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে । যার ফলে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের ৷ আতঙ্কিত তাঁরা ৷ এই অশান্তির ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দোষ চাপিয়েছেন তিনি জানান, রাজ্য সরকারের কোমর ভাঙার কারণেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে ৷ রাজ্য পুলিশ দিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে বলে মত দিলীপ ঘোষের ৷

আরও পড়ুন : ইসলাম বলেনি মানুষকে কষ্ট দিয়ে হিংসাত্মক আন্দোলন করতে, কড়া বার্তা আব্বাস সিদ্দিকির

উল্লেখ্য, পয়গম্বর ইস্যুতে হাওড়ার পাশাপাশি উত্তপ্ত মালদা, মুর্শিদাবাদও ৷ একাধিক জায়গায় জারি হয়েছে 144 ধারা ৷ হাওড়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়েছে সোমবার পর্যন্ত ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জনগণকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.