ETV Bharat / state

Dilip Ghosh : গাঁয়ে মানে না আপনি মোড়ল ! মমতার রাষ্ট্রপতি হওয়া নিয়ে কটাক্ষ দিলীপের - Dilip Ghosh slams Bengal Govt

মমতা বন্দ্যোপাধ্যায়ের রাষ্ট্রপতি হওয়া প্রসঙ্গে মন্তব্য করলেন দিলীপ ঘোষ ৷ মূলত মেদিনীপুরে কার্যকারিনি সভা করতে এসেছেন তিনি (Dilip Ghosh slams Bengal Govt) ৷

Dilip Ghosh news
মমতার রাষ্ট্রপতি হওয়া নিয়ে কটাক্ষ দিলীপ ঘোষের
author img

By

Published : Jun 15, 2022, 5:13 PM IST

মেদিনীপুর, 15 জুন : মেদিনীপুরে কার্যকারিনি সভা করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাষ্ট্রপতি হওয়া প্রসঙ্গে তীব্র ভাষায় কটাক্ষ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh slams Bengal Govt) ৷ তিনি বলেন, "এই মুখ্যমন্ত্রী যিনি নিজের রাজ্যকে শান্ত করতে পারেন না তিনি রাষ্ট্রপতি হবেন কীভাবে । তাছাড়া তিনি দিল্লিতে দেখা করতে গেলে সবাই পালিয়ে যায় ।"

মেদিনীপুরের ওই কার্যকারিনি সভার আগে তিনি এক সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়া প্রসঙ্গে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপি সর্বভারতীয় নেতা । তিনি বলেন, "যিনি রাজ্য চালাতে পারেন না, আজ পাঁচদিন ধরে রাজ্য যে অশান্ত পরিবেশ হয়ে রয়েছে যার ভয়ে তিনি দিল্লি পালিয়ে গিয়েছেন তিনি কীভাবে রাষ্ট্রপতি হবেন । এই মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি, কখনও রাজ্যপাল, কখনও সুপ্রিম কোর্টের বিচারপতি হতে চান ৷ তাঁর সব ইচ্ছাই করে কিন্তু গ্রামে একটা প্রবাদ রয়েছে গাঁয়ে মানে না আপনি মোড়ল ঠিক সেরকম অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের ।"

আরও পড়ুন : TRS-AAP Skip Opposition Meet: কংগ্রেস থাকায় মমতার ডাকা বিরোধী বৈঠকে যাবে না টিআরএস, অনুপস্থিত আপও

তিনি আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতির জন্য বিভিন্ন জায়গায় দৌড়ে গিয়েছেন এবং শরদ পাওয়ারকে দিয়ে তিনি রাষ্ট্রপতি মনোনীত করার জন্য আবেদন করেছেন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী যাকে বিরোধীরা দেখলেই সবাই পালিয়ে যায় । তাঁর সঙ্গে কেউ দেখা করেন না । তাই এই মমতা বন্দ্যোপাধ্যায় সব হতে চাইলেও কোনওভাবেই দেশের মানুষ তাঁকে রাষ্ট্রপতি হিসেবে মেনে নেবে না ।তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রাজ্য ছাড়া যিনি এই অশান্তির ভয়ে পালিয়ে গিয়েছেন ত্রিপুরায় ।"

মূলত এই সাংবাদিক বৈঠক করার পরই জেলার বিভিন্ন মণ্ডলীর সভাপতি এবং যুব মোর্চার নেতৃত্ব নিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুফলগুলোকে সঙ্গে নিয়ে একটি জরুরি কার্যকারীণী বৈঠক করেন বিজেপি সাংসদ ।

মেদিনীপুর, 15 জুন : মেদিনীপুরে কার্যকারিনি সভা করতে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাষ্ট্রপতি হওয়া প্রসঙ্গে তীব্র ভাষায় কটাক্ষ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh slams Bengal Govt) ৷ তিনি বলেন, "এই মুখ্যমন্ত্রী যিনি নিজের রাজ্যকে শান্ত করতে পারেন না তিনি রাষ্ট্রপতি হবেন কীভাবে । তাছাড়া তিনি দিল্লিতে দেখা করতে গেলে সবাই পালিয়ে যায় ।"

মেদিনীপুরের ওই কার্যকারিনি সভার আগে তিনি এক সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়া প্রসঙ্গে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বিজেপি সর্বভারতীয় নেতা । তিনি বলেন, "যিনি রাজ্য চালাতে পারেন না, আজ পাঁচদিন ধরে রাজ্য যে অশান্ত পরিবেশ হয়ে রয়েছে যার ভয়ে তিনি দিল্লি পালিয়ে গিয়েছেন তিনি কীভাবে রাষ্ট্রপতি হবেন । এই মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি, কখনও রাজ্যপাল, কখনও সুপ্রিম কোর্টের বিচারপতি হতে চান ৷ তাঁর সব ইচ্ছাই করে কিন্তু গ্রামে একটা প্রবাদ রয়েছে গাঁয়ে মানে না আপনি মোড়ল ঠিক সেরকম অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের ।"

আরও পড়ুন : TRS-AAP Skip Opposition Meet: কংগ্রেস থাকায় মমতার ডাকা বিরোধী বৈঠকে যাবে না টিআরএস, অনুপস্থিত আপও

তিনি আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতির জন্য বিভিন্ন জায়গায় দৌড়ে গিয়েছেন এবং শরদ পাওয়ারকে দিয়ে তিনি রাষ্ট্রপতি মনোনীত করার জন্য আবেদন করেছেন কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন মুখ্যমন্ত্রী যাকে বিরোধীরা দেখলেই সবাই পালিয়ে যায় । তাঁর সঙ্গে কেউ দেখা করেন না । তাই এই মমতা বন্দ্যোপাধ্যায় সব হতে চাইলেও কোনওভাবেই দেশের মানুষ তাঁকে রাষ্ট্রপতি হিসেবে মেনে নেবে না ।তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রাজ্য ছাড়া যিনি এই অশান্তির ভয়ে পালিয়ে গিয়েছেন ত্রিপুরায় ।"

মূলত এই সাংবাদিক বৈঠক করার পরই জেলার বিভিন্ন মণ্ডলীর সভাপতি এবং যুব মোর্চার নেতৃত্ব নিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুফলগুলোকে সঙ্গে নিয়ে একটি জরুরি কার্যকারীণী বৈঠক করেন বিজেপি সাংসদ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.