ETV Bharat / state

কোয়ারানটিন সেন্টারে মানুষকে গাদাগাদি করে রাখার ভিডিয়ো দিলীপ ঘোষের, সত্যতা নিয়ে বিতর্ক - tmc

পশ্চিম মেদিনীপুর জেলায় একটি কোয়ারানটিন সেন্টারে নাকি রোগীদের গাদাগাদি করে এবং অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে । এইরকমই একটি ভিডিয়ো প্রকাশ করেছিলেন দিলীপ ঘোষ । এরপরেই বিতর্ক শুরু হয় ওই ভিডিয়োর সত্যতা নিয়ে ।

dilip
দিলীপ
author img

By

Published : Apr 30, 2020, 3:28 PM IST

দাঁতন,30 এপ্রিল : রাজ্য BJP-র সভাপতি দিলীপ ঘোষের পোস্ট করা একটি ভিডিয়ো নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। পশ্চিম মেদিনীপুর জেলায় একটি কোয়ারানটিন সেন্টারে মানুষজনকে গাদাগাদি করে রাখার বিষয়ে একটি ভিডিয়ো মঙ্গলবার ফেসবুকে পোস্ট করেন দিলীপ ঘোষ । তাঁর পোস্ট করা এই ভিডিয়ো নিয়ে কটাক্ষ করেছেন দাঁতনের তৃণমূল বিধায়ক বিক্রম প্রধান । তিনি বলেন, "সরকারে নিন্দা করতেই এই পোস্ট করেছেন BJP সাংসদ ।"

মঙ্গলবার BJP সাংসদ দিলীপ ঘোষ তাঁর ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেন । ভাইরাল হয়ে যায় সেটি । সেই ভিডিয়োতে দেখা যায়, এক সঙ্গে গাদাগাদি করে জেলার রোগী ও তাঁদের আত্মীয়- স্বজনদের রাখা হয়েছে একটি কোয়ারানটিন সেন্টারে। সেই ঘরের মধ্যে ঢুকছে নোংরা জল । সেই নোংরা জলের মধ্যেই তাঁরা সকলে শুয়ে, বসে রয়েছেন । এর থেকে সংক্রমণের আশঙ্কা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন দিলীপবাবু ।

কোরোনা সংক্রমণ রোধে যেখানে জমায়েত এড়িয়ে চলতে বলা হচ্ছে সেখানে কী করে কোয়ারানটিন সেন্টারে এইরকমভাবে গাদাগাদি করে রোগীদের অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে সে বিষয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ । ঘটনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলেন তিনি । এই বিষয়ে দাঁতনের তৃণমূল বিধায়ক বলেন, "দিলীপবাবু সাংসদ । যিনি এই দুঃসময়ে এবং মহামারীতে আসেননি মানুষের সঙ্গে দেখা করতে । কোনওদিন খোঁজখবর নেননি এলাকার মানুষের । কিন্তু একটি বিতর্কিত ভিডিয়ো পোস্ট করে এমন ভাব জমাচ্ছেন যেন তিনি মানুষের কাছে অতি প্রিয় । সবার খোঁজ খবর নেন । এই ভিডিয়ো আদৌ এখানকার নয় । এটা হয়ত কোনও একটা সময় কোথাও একটা লজে বৃষ্টির জন্য বাইরের মানুষ একসঙ্গে উঠেছিলেন । সেই ভিডিয়োকে পোস্ট করে তিনি বোঝাতে চেয়েছেন এই মহামারীর সময় মানুষকে আরও খারাপভাবে রাখা হয়েছে । BJP-র নেতা-সাংসদরা এই ধরনের কুরুচিকর পুরানো ছবি পোস্ট করে মহামারীর সময় রাজনীতি করছেন । এটা শুধু জনপ্রিয়তা বাড়াতে নয়, রাজ্যের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের পোস্ট করেছেন দিলীপ ঘোষ । ওঁরা পয়সা দিয়ে আগেও এই ধরনের ভিডিয়ো বানিয়েছিলেন ।"

এই বিষয়ে একাধিকবার সাংসদকে ফোনে ধরার চেষ্টা করা হয় । কিন্তু পাওয়া যায়নি । BJP-র জেলা সভাপতি সমিত দাস বলেন, "রাজ্য সভাপতি ও সাংসদ যে ভিডিয়োটি পোস্ট করেছেন সেটা সঠিক । কিন্তু রাজ্যের শাসক দল ও পুলিশ প্রশাসন হয়ত তা জানার পর ওই কোয়ারানটিন সেন্টারের অবস্থা পরিবর্তন করেছে । কারণ এর আগেও অনেক ঘটনা দেখা গেছে যেখানে রাজ্যের শাসক দল এই মহামারীর সময় কোরোনা আক্রান্তের সংখ্যা লুকোতে ব্যস্ত । বিশেষ করে কোরোনা নিয়ে যে স্বাস্থ্যকর্মী ও ডাক্তাররা ট্রিটমেন্ট দিচ্ছেন তাঁদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে হাসপাতালে । যাতে সঠিক তথ্য বাইরে বেরিয়ে না আসে । এই জেলার ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে । গাদাগাদি করে রাখা হয়েছে বাইরের থেকে আসা রোগী এবং আত্মীয়-স্বজনদের । এটা অমানবিক ।"

এই বিষয়ে পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, "এই ধরনের ভিডিয়ো কবেকার তা বলতে পারব না । সাংসদ কেন পোস্ট করেছেন তাও জানি না । তবে জেলায় কোয়ারানটিন সেন্টারে এইভাবে গাদাগাদি করে রাখার খবর নেই ।"

এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা বলেন, "বিষয়টা সম্পূর্ণ পুলিশ প্রশাসনের । স্বাস্থ্য বিভাগ এই বিষয়ে কিছুই জানে না ।"

দাঁতন,30 এপ্রিল : রাজ্য BJP-র সভাপতি দিলীপ ঘোষের পোস্ট করা একটি ভিডিয়ো নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। পশ্চিম মেদিনীপুর জেলায় একটি কোয়ারানটিন সেন্টারে মানুষজনকে গাদাগাদি করে রাখার বিষয়ে একটি ভিডিয়ো মঙ্গলবার ফেসবুকে পোস্ট করেন দিলীপ ঘোষ । তাঁর পোস্ট করা এই ভিডিয়ো নিয়ে কটাক্ষ করেছেন দাঁতনের তৃণমূল বিধায়ক বিক্রম প্রধান । তিনি বলেন, "সরকারে নিন্দা করতেই এই পোস্ট করেছেন BJP সাংসদ ।"

মঙ্গলবার BJP সাংসদ দিলীপ ঘোষ তাঁর ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করেন । ভাইরাল হয়ে যায় সেটি । সেই ভিডিয়োতে দেখা যায়, এক সঙ্গে গাদাগাদি করে জেলার রোগী ও তাঁদের আত্মীয়- স্বজনদের রাখা হয়েছে একটি কোয়ারানটিন সেন্টারে। সেই ঘরের মধ্যে ঢুকছে নোংরা জল । সেই নোংরা জলের মধ্যেই তাঁরা সকলে শুয়ে, বসে রয়েছেন । এর থেকে সংক্রমণের আশঙ্কা বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন দিলীপবাবু ।

কোরোনা সংক্রমণ রোধে যেখানে জমায়েত এড়িয়ে চলতে বলা হচ্ছে সেখানে কী করে কোয়ারানটিন সেন্টারে এইরকমভাবে গাদাগাদি করে রোগীদের অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে সে বিষয়ে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ । ঘটনার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলেন তিনি । এই বিষয়ে দাঁতনের তৃণমূল বিধায়ক বলেন, "দিলীপবাবু সাংসদ । যিনি এই দুঃসময়ে এবং মহামারীতে আসেননি মানুষের সঙ্গে দেখা করতে । কোনওদিন খোঁজখবর নেননি এলাকার মানুষের । কিন্তু একটি বিতর্কিত ভিডিয়ো পোস্ট করে এমন ভাব জমাচ্ছেন যেন তিনি মানুষের কাছে অতি প্রিয় । সবার খোঁজ খবর নেন । এই ভিডিয়ো আদৌ এখানকার নয় । এটা হয়ত কোনও একটা সময় কোথাও একটা লজে বৃষ্টির জন্য বাইরের মানুষ একসঙ্গে উঠেছিলেন । সেই ভিডিয়োকে পোস্ট করে তিনি বোঝাতে চেয়েছেন এই মহামারীর সময় মানুষকে আরও খারাপভাবে রাখা হয়েছে । BJP-র নেতা-সাংসদরা এই ধরনের কুরুচিকর পুরানো ছবি পোস্ট করে মহামারীর সময় রাজনীতি করছেন । এটা শুধু জনপ্রিয়তা বাড়াতে নয়, রাজ্যের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের পোস্ট করেছেন দিলীপ ঘোষ । ওঁরা পয়সা দিয়ে আগেও এই ধরনের ভিডিয়ো বানিয়েছিলেন ।"

এই বিষয়ে একাধিকবার সাংসদকে ফোনে ধরার চেষ্টা করা হয় । কিন্তু পাওয়া যায়নি । BJP-র জেলা সভাপতি সমিত দাস বলেন, "রাজ্য সভাপতি ও সাংসদ যে ভিডিয়োটি পোস্ট করেছেন সেটা সঠিক । কিন্তু রাজ্যের শাসক দল ও পুলিশ প্রশাসন হয়ত তা জানার পর ওই কোয়ারানটিন সেন্টারের অবস্থা পরিবর্তন করেছে । কারণ এর আগেও অনেক ঘটনা দেখা গেছে যেখানে রাজ্যের শাসক দল এই মহামারীর সময় কোরোনা আক্রান্তের সংখ্যা লুকোতে ব্যস্ত । বিশেষ করে কোরোনা নিয়ে যে স্বাস্থ্যকর্মী ও ডাক্তাররা ট্রিটমেন্ট দিচ্ছেন তাঁদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে হাসপাতালে । যাতে সঠিক তথ্য বাইরে বেরিয়ে না আসে । এই জেলার ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে । গাদাগাদি করে রাখা হয়েছে বাইরের থেকে আসা রোগী এবং আত্মীয়-স্বজনদের । এটা অমানবিক ।"

এই বিষয়ে পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, "এই ধরনের ভিডিয়ো কবেকার তা বলতে পারব না । সাংসদ কেন পোস্ট করেছেন তাও জানি না । তবে জেলায় কোয়ারানটিন সেন্টারে এইভাবে গাদাগাদি করে রাখার খবর নেই ।"

এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশ চন্দ্র বেরা বলেন, "বিষয়টা সম্পূর্ণ পুলিশ প্রশাসনের । স্বাস্থ্য বিভাগ এই বিষয়ে কিছুই জানে না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.