ETV Bharat / state

মেদিনীপুর হাসপাতালকে PPE কিট দিলেন দিলীপ ঘোষ

মেদিনীপুর হাসপাতালে PPE কিট প্রদান করলেন দিলীপ ঘোষ । জেলার অন্য কয়েকটি হাসপাতালেও তিনি এই কিট প্রদান করেন । আরও লাগলে তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি ।

aa
কিট প্রদান
author img

By

Published : Apr 6, 2020, 3:16 PM IST

মেদিনীপুর, ৬ এপ্রিল : কোরোনা আতঙ্ক দেশজুড়ে । স্বাস্থ্যকর্মী সহ ডাক্তাররা নিজেদের জীবনের তোয়াক্কা না করেই কোরোনা মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন । কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাঁদের যথোপযুক্ত কিট ও খাদ্যসামগ্রী অনেক সময়ই না পাওয়ার খবর সামনে আসছে । মিলছে না থাকার যথেষ্ট ব্যবস্থাও । এতদিন পর্যন্ত পর্যাপ্ত মেডিকেল কিট পাচ্ছিলেন না মেদিনীপুরের অনেক স্বাস্থ্যকর্মী ও ডাক্তার । এবার সাহায্যের হাত বাড়ালেন মেদিনীপুরের BJP সাংসদ দিলীপ ঘোষ । পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্যকর্মী ও ডাক্তারদের জন্য দিল্লি থেকে আনা PPE মডেলের কিট দিলেন তিনি । এই কিট পেয়ে অনেকটাই সুবিধা হবে বলে জানালেন মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু ।

দেশে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । কোরোনা থাবা বসিয়েছে এই রাজ্যেও । কোরোনা মোকাবিলায় পশ্চিম মেদিনীপুর জেলায় খোলা হয়েছে কয়েকটি আইসোলেশন ওয়ার্ড এবং হাসপাতাল । কিন্তু সেই হাসপাতালগুলির স্বাস্থ্যকর্মী ও ডাক্তারদের ছিল না যথোপযুক্ত PPE কিট । PPE মডেলের কিট না থাকলে কোরোনা আক্রান্ত রোগীদের ট্রিটমেন্ট করা যায় না । ক্ষোভ বাড়ছিল স্বাস্থ্যকর্মী ও ডাক্তারদের মধ্যে । রাজ্যের কাছে PPE কিট প্রদানের দাবি উঠেছিল । এবার সেই স্বাস্থ্যকর্মী এবং ডাক্তারদের সুবিধার্থে দিল্লি থেকে আনা 100টি কিট জেলার বিভিন্ন হাসপাতালে দিলেন মেদিনীপুরের BJP সাংসদ তথা BJPর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

আজ তিনি মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডুর হাতে কিছু কিট তুলে দেন । বাকিগুলো দেবেন বিভিন্ন হাসপাতালে কর্তাদের হাতে । দিলীপ ঘোষ বলেন, "স্বাস্থ্যকর্মী ও ডাক্তাররা অতিমারি রোধে লড়াই করছেন জীবন দিয়ে । তাঁদের এই লড়াই শুধুমাত্র সাধারণ মানুষকে বাঁচানোর জন্য । এই লড়াইয়ের জন্য অস্ত্রও দরকার । আমরা তাঁদের হাতে PPE কিট তুলে দিলাম সেই অস্ত্র হিসেবে ।" এছাড়াও তিনি জেলা শাসক রেশমি কোমলের সঙ্গে খানিকক্ষণ আলোচনা করেন । কোনও কিছু সাহায্য লাগলে তা প্রদানের আশ্বাসও দেন । এই PPE মডেলের কিট পেয়ে খুশি মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু । তিনি বলেন, "সাংসদ আজ কিছু PPE মডেলের কিট দিয়েছেন । এতে স্বাস্থ্যকর্মী ও ডাক্তারদের যথেষ্ট সুবিধা হবে ।"

মেদিনীপুর, ৬ এপ্রিল : কোরোনা আতঙ্ক দেশজুড়ে । স্বাস্থ্যকর্মী সহ ডাক্তাররা নিজেদের জীবনের তোয়াক্কা না করেই কোরোনা মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন । কিন্তু দুর্ভাগ্যের বিষয় তাঁদের যথোপযুক্ত কিট ও খাদ্যসামগ্রী অনেক সময়ই না পাওয়ার খবর সামনে আসছে । মিলছে না থাকার যথেষ্ট ব্যবস্থাও । এতদিন পর্যন্ত পর্যাপ্ত মেডিকেল কিট পাচ্ছিলেন না মেদিনীপুরের অনেক স্বাস্থ্যকর্মী ও ডাক্তার । এবার সাহায্যের হাত বাড়ালেন মেদিনীপুরের BJP সাংসদ দিলীপ ঘোষ । পশ্চিম মেদিনীপুর জেলার স্বাস্থ্যকর্মী ও ডাক্তারদের জন্য দিল্লি থেকে আনা PPE মডেলের কিট দিলেন তিনি । এই কিট পেয়ে অনেকটাই সুবিধা হবে বলে জানালেন মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু ।

দেশে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । কোরোনা থাবা বসিয়েছে এই রাজ্যেও । কোরোনা মোকাবিলায় পশ্চিম মেদিনীপুর জেলায় খোলা হয়েছে কয়েকটি আইসোলেশন ওয়ার্ড এবং হাসপাতাল । কিন্তু সেই হাসপাতালগুলির স্বাস্থ্যকর্মী ও ডাক্তারদের ছিল না যথোপযুক্ত PPE কিট । PPE মডেলের কিট না থাকলে কোরোনা আক্রান্ত রোগীদের ট্রিটমেন্ট করা যায় না । ক্ষোভ বাড়ছিল স্বাস্থ্যকর্মী ও ডাক্তারদের মধ্যে । রাজ্যের কাছে PPE কিট প্রদানের দাবি উঠেছিল । এবার সেই স্বাস্থ্যকর্মী এবং ডাক্তারদের সুবিধার্থে দিল্লি থেকে আনা 100টি কিট জেলার বিভিন্ন হাসপাতালে দিলেন মেদিনীপুরের BJP সাংসদ তথা BJPর রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ।

আজ তিনি মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডুর হাতে কিছু কিট তুলে দেন । বাকিগুলো দেবেন বিভিন্ন হাসপাতালে কর্তাদের হাতে । দিলীপ ঘোষ বলেন, "স্বাস্থ্যকর্মী ও ডাক্তাররা অতিমারি রোধে লড়াই করছেন জীবন দিয়ে । তাঁদের এই লড়াই শুধুমাত্র সাধারণ মানুষকে বাঁচানোর জন্য । এই লড়াইয়ের জন্য অস্ত্রও দরকার । আমরা তাঁদের হাতে PPE কিট তুলে দিলাম সেই অস্ত্র হিসেবে ।" এছাড়াও তিনি জেলা শাসক রেশমি কোমলের সঙ্গে খানিকক্ষণ আলোচনা করেন । কোনও কিছু সাহায্য লাগলে তা প্রদানের আশ্বাসও দেন । এই PPE মডেলের কিট পেয়ে খুশি মেদিনীপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পঞ্চানন কুণ্ডু । তিনি বলেন, "সাংসদ আজ কিছু PPE মডেলের কিট দিয়েছেন । এতে স্বাস্থ্যকর্মী ও ডাক্তারদের যথেষ্ট সুবিধা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.