বেলদা (পশ্চিম মেদিনীপুর), 11 জুলাই : ক্য়ানিংয়ে তিন তৃণমূল কর্মীর খুনের ঘটনার (Canning Murder Case) তদন্তভারও সিবিআইয়ের হাতে যাবে ৷ এমনটাই মনে করছেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh) ৷ সোমবার পশ্চিম মেদিনীপুরের (West Medinipur) বেলদায় এই মন্তব্য করেন দিলীপ ঘোষ ৷
সোমবার দিলীপ ঘোষ তাঁর সংসদীয় এলাকা খড়গপুরে প্রাতঃভ্রমণ করেন ৷ এলাকার মানুষের সঙ্গে কথা বলেন ৷ তার পর চলে যান বেলদায় ৷ সেখানে তিনি কালীমন্দিরে পুজো দেন ৷ পুজো সেরে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন ৷ সেখানেই ক্যানিংয়ে খুনের ইস্যুতে তিনি তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন (Dilip Ghosh Slams TMC on Canning Murder Case) ৷
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির কথায়, ক্যানিংয়ের এই ঘটনা ঘটার পরে ওখানকার বিধায়ক বলেছিলেন যে এই ঘটনার সঙ্গে বিজেপির যোগ আছে । কিন্তু যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের সদস্যরা বলছেন যে তৃণমূলের লোকরাই মেরেছে । এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দলের গোষ্ঠীকোন্দলের জের বলেই মনে করছেন দিলীপ ঘোষ ৷
তাঁর আরও অভিযোগ, পুলিশ ও অপরাধী এক হয়ে গিয়েছে ৷ সেই কারণেই অপরাধীদের ধরা যাচ্ছে না ৷ পুলিশ অপরাধীদের ধরছে না বলেই আদালত সব ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে বলেও মনে করছেন বিজেপির এই সাংসদ ৷ ক্যানিংয়ের ঘটনার তদন্তও শেষপর্যন্ত সিবিআইয়ের হাতে যাবে বলে মনে করছেন তিনি (Dilip Ghosh feels Canning murder case probe to be done by CBI) ৷
চাকরিতে নিয়োগ দুর্নীতি নিয়েও তিনি সরব হয়েছেন ৷ তাঁর কথায়, ভুয়ো নথি তো সব জায়গায় । নথিই লাগেই না টাকা দিলে । এরকম আরও কেস রয়েছে ৷ সিবিআই তদন্ত হলে বহু মামলা বহু বিভাগ থেকে বেরোবে । অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) উত্তরবঙ্গ সফর নিয়ে প্রশ্ন করা হলে, তিনি বিশেষ কিছু বলেননি ৷ শুধু বলেন, ‘‘দেখা যাক কী হয় !’’
আরও পড়ুন : Firhad on Canning Murder Case: ক্যানিংয়ে 3 তৃণমূল কর্মী খুনে বিজেপির বিরুদ্ধে অভিযোগ ফিরহাদের