দাঁতন, 18 অগস্ট : দাঁতনে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) । তাঁর গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন শাসকদলের কর্মী-সমর্থকরা ৷ তাঁকে গো-ব্যাক স্লোগানও দেওয়া হয় ৷ শেষে তাঁকে কর্মসূচি বাতিল করে ফিরে আসতে হয় ৷
এদিন দুপুরে দাঁতনে দলের কার্যকারিণী বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন বিজেপির রাজ্য সভাপতি । দাঁতনে ঢোকার আগেই তাঁর গাড়ি আটকান তৃণমূল কংগ্রেস কর্মীরা ৷ গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা ৷ দাঁতনের মনোহরপুরের কাছে বেশ কিছুক্ষণ তাঁর গাড়ি আটকে রাখেন বিক্ষোভকারীরা ৷ বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর তৃণমূল কর্মীদের গো-ব্যাক স্লোগানে অস্বস্তি বোধ করেন বিজেপি নেতা ৷ সাংসদের নিরাপত্তারক্ষীরা বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে তাঁদের সঙ্গে তৃণমূলের কর্মীদের ধস্তাধস্তি বাধে ৷ তবে তাঁরা বিক্ষোভ চালাতে থাকেন ৷ এভাবে বেশ খানিকক্ষণ কেটে যাওয়ার পর গাড়ি ঘুরিয়ে খড়্গপুর ফেরত যান নেতা ৷
সাংসদকে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি সাংবাদিকদের উপর চড়াও হওয়ার অভিযোগ ওঠে শাসকদলের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে ৷ সংবাদমাধ্যমের কর্মীরা বিক্ষোভের ছবি তুলতে গেলে বাধা দেন বিক্ষোভকারীরা ৷ ক্যামেরা, মোবাইল ইত্যাদি কেড়ে নেওয়া হয় এবং তাঁদের মারধর করা হয় বলেও অভিযোগ ৷
গোটা ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, যাঁরা বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা স্থানীয় বাসিন্দা । কোনও কারণে হয়তো তাঁরা দিলীপ ঘোষের উপর খুব ক্ষুব্ধ । তাই তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন । দিলীপ ঘোষ যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই মনোহরপুর স্কুলের সামনে দুয়ারে সরকারের কর্মসূচি চলছিল ৷ সেখান থেকেই স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাতে আসেন । যদিও বিজেপি নেতৃত্বের অভিযোগ, তৃণমূল এই বিক্ষোভ দেখিয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ।
এদিনের ঘটনাকে তেমন আমল দিতে চাইছেন না বিজেপি সাংসদ ৷ দিলীপ ঘোষ বলেন, "কয়েকজন লোক বিক্ষোভ দেখিয়েছেন ৷ তাঁরা আশপাশের লোকজনকে জোর করে জড়ো করে ৷ আমরা অশান্তি বাড়াতে চাইনি, তাই চলে এসেছি ৷ তবে এমন নয় যে আর যাব না ওখানে ৷ প্রয়োজনে আবার যাব ৷"
আরও পড়ুন : Dilip Ghosh : চাপে পড়ে হয়তো তৃণমূলে গিয়েছেন, ভুল বুঝতে পেরেছেন; মুকুল প্রসঙ্গে মন্তব্য দিলীপের