মেদিনীপুর, 7 এপ্রিল : সত্য গোপন করতে চাইছেন দিদিমণি ৷ তাই প্রধানমন্ত্রীর ডাকা বৈঠক উপেক্ষা করছেন ৷ মেদিনীপুরে এসে এই অভিযোগ করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তাঁর আরও অভিযোগ, BJP-কে খাদ্যসামগ্রী বিলি করতে দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় ৷ খাদ্যসামগ্রী বিলির কাজে বাধা দিচ্ছেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ।
আজ দিলীপবাবু মেদিনীপুরে আসেন । বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় কোরোনা আক্রান্তের বিষয়ে তথ্য গোপন করছেন । কোরোনা হলে বলা হচ্ছে অজানা জ্বর, মারা গেলে হার্টের সমস্যায় মারা গেছে বলছেন । তিনি সঠিক তথ্য জানাচ্ছেন না ৷ ফলে সংক্রমণ বাড়ছে রাজ্যে । তাই প্রধানমন্ত্রীর ডাকা বৈঠক উপেক্ষা করছেন, যা রাজ্যের জন্য বড় ক্ষতি ।"
জরুরি অবস্থায় ত্রাণ বিলি প্রসঙ্গে তিনি বলেন, "রাজ্যের কোথাও BJP নেতা-কর্মী ও সাংসদদের ত্রাণ বিলি করতে দেওয়া হচ্ছে না । ত্রাণ বিলির ক্ষেত্রে বাধা দিচ্ছেন দিদিমণি । আজ আমি চাল, ডাল এলাকায় বিলির জন্য কুপন দিয়েছিলাম ৷ কিন্তু এই জেলার পুলিশ সুপার আমাকে ত্রাণ বিলি করতে মানা করেছেন ৷ দিচ্ছেন না অনুমতি । তাঁকে বলব রাজনৈতিক লোকেরা রাজনীতি করুক তার মোকাবিলা আমরা 2021-এ করে নেব ৷ আপনি পুলিশ সুপার হয়ে রাজনীতি করবেন না ৷" এই বিষয়ে পুলিশ সুপার দীনেশ কুমারের কাছ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি ।