ETV Bharat / state

Dilip Ghosh: ভাই-ভাইপোদের বাঁচিয়ে রাখতেই রাজ্যের টাকা শেষ, কটাক্ষ দিলীপের - কটাক্ষ দিলীপের

রাজ্যের মুরোদ নেই চাল-ডাল দেওয়ার, রাস্তা মেরামতের ! কেবল ভাই ও ভাইপোদের বাঁচিয়ে রাখতেই টাকা শেষ ৷ বেলদা সম্মেলন থেকে কটাক্ষ দিলীপ ঘোষের (Dilip Ghosh) ৷

ETV Bharat
Dilip Ghosh
author img

By

Published : Dec 28, 2022, 10:21 PM IST

রাজ্যকে কটাক্ষ দিলীপ ঘোষের

বেলদা (পশ্চিম মেদিনীপুর), 28 ডিসেম্বর: কেন্দ্রীয় সরকারের টাকা এবং রাস্তার বেহাল অবস্থা দেখে এবার ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) । বুধবার তিনি বেলদার অঞ্চল সম্মেলনে এসে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ৷ তিনি বলেন, "কেন্দ্রের টাকা সব খেয়ে ফেলছে এই পিসি-ভাইপো । যার জন্য এই অবস্থা রাজ্যের ।"

মূলত এদিন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের মান্ন্যা 11 নম্বর অঞ্চলের অঞ্চল সম্মেলন করতে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি । সেখানে কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়েই রাজ্যের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ । তিনি বলেন, "রাজ্যের নিজস্ব কোনও মুরোদ নেই । কেন্দ্রের টাকায় এখানে 2015 সালে এই রাস্তা তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর গ্রামীন সড়ক যোজনায় । কিন্তু আমি আসার পথে দেখলাম বেহাল রাস্তার অবস্থা । পাঁচ বছর পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই রাস্তা দেখভাল করেছে কিন্তু তারপর থেকেই বেহাল অবস্থা । আর হবে নাই বা কেন । যা টাকা কেন্দ্র পাঠায় সব টাকাই খেয়ে ফেলছে এই শাসকদল ।"

তিনি আরও বলেন, "রাজ্য তার নিজের টাকা দিয়ে কোনও খরচা করছে না । রাজ্যের টাকাও নেই, উপরন্তু কেন্দ্র যে টাকা পাঠাচ্ছে রাস্তা মেরামতি এবং চাল-ডালের জন্য, সেই টাকাও তারা খেয়ে ফেলছে । তাই এই বেহাল রাস্তার উপর না-পড়ছে এক কোদাল মাটি, না পিচ, না মোরাম ।"

পঞ্চায়েতের কাজ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, "একসময় ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা তৈরি করা হয়েছিল গ্রামের মানুষদের রাজনীতির অংশগ্রহণ করার জন্য । যাতে তারা রাজনীতির অংশগ্রহণ করে, ভালো খারাপ বুঝতে পারে এবং গ্রামের উন্নতি হয় । কিন্তু বর্তমানে এই গ্রামের পঞ্চায়েতের রাজনীতিতে যারা আছেন তারা বেশিরভাগ চোর, ডাকাত নয় সমাজ বিরোধী । ফলে তার কাছ থেকে কিছু আশা করা যায় না, তাই রাস্তা হয় না । তারা এবং তাদের সব টাকা সমস্ত কিছুই টিভিতে আমরা দেখতে পাচ্ছি ৷ সব নেতা-মন্ত্রীদের বাড়িতে এবং তাদের স্ত্রী'র গায়ের গয়নায় সেই টাকা রয়েছে । তাই গ্রামের মানুষ টাকা পাচ্ছে না । কেন্দ্র থেকে টাকা ডিএমএর মাধ্যমে আসছে গ্রামে, কিন্তু সেই টাকাই তারা খেয়ে নিচ্ছে । যার ফলে পর্যাপ্ত নিয়োগ নেই ডাক্তার বা নার্সের ৷ না আছে পুলিশের যাতায়াতের ভালো গাড়ি । তাই আমরা মাঝে মাঝে দেখি পুলিশ বাইকে করে চোখ ধরতে যাচ্ছে ।"

আরও পড়ুন: মিঠুনের সঙ্গে যোগাযোগ রাখেন বলে কোণঠাসা দেব, কটাক্ষ দিলীপের

প্রসঙ্গত, এখন গ্রামে গ্রামে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে অঞ্চল সম্মেলন করছে বিজেপি । শাসক দলকে টেক্কা দিতেই মাঠে নেমে পড়েছে বিরোধী দল বিজেপির নেতা-মন্ত্রীরা । পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষন এখনও ঠিক হয়নি । তবে সামনে বছর হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

রাজ্যকে কটাক্ষ দিলীপ ঘোষের

বেলদা (পশ্চিম মেদিনীপুর), 28 ডিসেম্বর: কেন্দ্রীয় সরকারের টাকা এবং রাস্তার বেহাল অবস্থা দেখে এবার ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) । বুধবার তিনি বেলদার অঞ্চল সম্মেলনে এসে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ৷ তিনি বলেন, "কেন্দ্রের টাকা সব খেয়ে ফেলছে এই পিসি-ভাইপো । যার জন্য এই অবস্থা রাজ্যের ।"

মূলত এদিন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের মান্ন্যা 11 নম্বর অঞ্চলের অঞ্চল সম্মেলন করতে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি । সেখানে কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়েই রাজ্যের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন দিলীপ । তিনি বলেন, "রাজ্যের নিজস্ব কোনও মুরোদ নেই । কেন্দ্রের টাকায় এখানে 2015 সালে এই রাস্তা তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর গ্রামীন সড়ক যোজনায় । কিন্তু আমি আসার পথে দেখলাম বেহাল রাস্তার অবস্থা । পাঁচ বছর পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই রাস্তা দেখভাল করেছে কিন্তু তারপর থেকেই বেহাল অবস্থা । আর হবে নাই বা কেন । যা টাকা কেন্দ্র পাঠায় সব টাকাই খেয়ে ফেলছে এই শাসকদল ।"

তিনি আরও বলেন, "রাজ্য তার নিজের টাকা দিয়ে কোনও খরচা করছে না । রাজ্যের টাকাও নেই, উপরন্তু কেন্দ্র যে টাকা পাঠাচ্ছে রাস্তা মেরামতি এবং চাল-ডালের জন্য, সেই টাকাও তারা খেয়ে ফেলছে । তাই এই বেহাল রাস্তার উপর না-পড়ছে এক কোদাল মাটি, না পিচ, না মোরাম ।"

পঞ্চায়েতের কাজ সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, "একসময় ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা তৈরি করা হয়েছিল গ্রামের মানুষদের রাজনীতির অংশগ্রহণ করার জন্য । যাতে তারা রাজনীতির অংশগ্রহণ করে, ভালো খারাপ বুঝতে পারে এবং গ্রামের উন্নতি হয় । কিন্তু বর্তমানে এই গ্রামের পঞ্চায়েতের রাজনীতিতে যারা আছেন তারা বেশিরভাগ চোর, ডাকাত নয় সমাজ বিরোধী । ফলে তার কাছ থেকে কিছু আশা করা যায় না, তাই রাস্তা হয় না । তারা এবং তাদের সব টাকা সমস্ত কিছুই টিভিতে আমরা দেখতে পাচ্ছি ৷ সব নেতা-মন্ত্রীদের বাড়িতে এবং তাদের স্ত্রী'র গায়ের গয়নায় সেই টাকা রয়েছে । তাই গ্রামের মানুষ টাকা পাচ্ছে না । কেন্দ্র থেকে টাকা ডিএমএর মাধ্যমে আসছে গ্রামে, কিন্তু সেই টাকাই তারা খেয়ে নিচ্ছে । যার ফলে পর্যাপ্ত নিয়োগ নেই ডাক্তার বা নার্সের ৷ না আছে পুলিশের যাতায়াতের ভালো গাড়ি । তাই আমরা মাঝে মাঝে দেখি পুলিশ বাইকে করে চোখ ধরতে যাচ্ছে ।"

আরও পড়ুন: মিঠুনের সঙ্গে যোগাযোগ রাখেন বলে কোণঠাসা দেব, কটাক্ষ দিলীপের

প্রসঙ্গত, এখন গ্রামে গ্রামে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে অঞ্চল সম্মেলন করছে বিজেপি । শাসক দলকে টেক্কা দিতেই মাঠে নেমে পড়েছে বিরোধী দল বিজেপির নেতা-মন্ত্রীরা । পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষন এখনও ঠিক হয়নি । তবে সামনে বছর হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.