দাসপুর, 11 ডিসেম্বর: চুলের উদ্ভট কাটিং দেখে ছেলেকে বকুনি দেওয়ার ফল যে এতটা মারাত্মক হতে পারে তা কল্পনাও করতে পারেনি বাবা । বাবার বকুনির চোটে হয়েছিল নিদারুণ অভিমান । আর তার জেরে আত্মহত্যা করল কিশোর (Father Grumbles After Seeing His Sons Hair Cut)। ঘটনাটি ঘটেছে দাসপুর থানার সালামপুরে ৷ মৃত কিশোরের নাম জয়জিৎ পুড়িয়া (14) ।
জানা গিয়েছে, ফ্যাশন করে চুলের কাটিং করেছিল জয়জিৎ। ছাত্র অবস্থায় ওই ধরনের চুলের কাটিং দেখে স্বাভাবিক ভাবেই চটে যান জয়জিতের বাবা শ্যামপদ পুড়িয়া । ফলে তিনি শুক্রবার 9 ডিসেম্বর ছেলেকে বকাবকিও করেন । সেই অভিমানেই আত্মহত্যার পথ বেছে নেয় জয়জিৎ । শুক্রবার দুপুরে বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এমনটাই পুলিশ জানিয়েছে । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়জিৎ দাসপুর 1 ব্লকের ব্রাহ্মণবসান হাইস্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত । সবে তার বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে । এলাকার দাদাদের অনুকরণ করে বিশেষ স্ট্যাইলে চুল কাটার শখ হয় তার । বাড়িতে না জানিয়েই সে এলাকার একটি সেলুন থেকে সিনেমার নায়কদের মতো করে চুল কেটে নিয়ে আসে । তা দেখেই চটে যান জয়জিতের বাবা শ্যামপদ পুড়িয়া। ছেলেকে বকাবকিও করেন তিনি ।
আরও পড়ুন: অধ্যক্ষের সঙ্গে স্বাস্থসচিবের বৈঠকেও মিলল না সুরাহা, নির্বাচনের দাবিতে অনড় মেডিক্যালের পড়ুয়ারা
পাশাপাশি জানিয়ে দেন, ছাত্র অবস্থায় ওইভাবে ডিজাইন করে চুল কাটা ঠিক হয়নি । কারণ এটা জীবন তৈরি করার বয়স, ব্যস এই টুকুই । বাবার বকুনির কিছুক্ষণ পরেই তাদেরই বাড়ির দোতলা থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় । এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য । পুলিশও ইতিমধ্যে তদন্ত শুরু করেছে । মৃত কিশোরের কাকা বিমল পুড়িয়া জানান, চুল কাটা নিয়ে ওর বাবা একটু বকাবকি করেছিল ৷ তারপরই বাড়ির দোতলায় গিয়ে আত্মহত্যা করে ৷ সামান্য বকাবকিতে এমন করবে আমরা কেউ ভাবতে পারিনি ৷