ETV Bharat / state

জলে বিষক্রিয়া থেকে ডায়ারিয়া, আক্রান্ত 15 - water

স্থানীয় বাসিন্দা রঘুনাথ ধাড়া বলেন, গ্রামের ওই পুকুরের জল যারা ব্যবহার করেছে তাদেরই এই উপসর্গ দেখা গেছে । গত তিনদিন ধরে তারা হাসপাতালে ভরতি ।

আক্রান্ত 15
author img

By

Published : Jun 19, 2019, 9:24 PM IST

Updated : Jun 20, 2019, 12:06 AM IST

চন্দ্রকোনা, 19 জুন : ডায়ারিয়ার প্রকোপে আক্রান্ত 15 । পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের লক্ষ্মীপুর 1 নম্বর পঞ্চায়েতের কুলবনী গ্রামের ঘটনা । গত তিনদিন ধরে ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে ক্ষীরপাই হাসপাতালে চিকিৎসাধীন 8 - 10 জন গ্রামবাসী । আক্রান্তদের মধ্যে রয়েছে শিশু, মহিলা ও পুরুষ । এছাড়াও প্রায় অধিকাংশ গ্রামবাসীই কমবেশি আক্রান্ত ।

আক্রান্তরা মূলত বমি ও পায়খানার সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হয় । হাসপাতাল সূত্রে জানানো হয়, গত তিনদিন ধরেই গ্রামে পায়খানা বমির সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হচ্ছে গ্রামবাসীরা । তবে আক্রান্তদের মধ্যে অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে । বর্তমানে হাসপাতালে 8 - 10 জন চিকিৎসাধীন ।

গ্রামেরই বাসিন্দা রঘুনাথ ধাড়া বলেন, গ্রামের একটি পুকুরের জল যারা ব্যবহার করেছে তাদেরই এই উপসর্গ দেখা গেছে । গত তিনদিন ধরে তারা হাসপাতালে ভরতি । আক্রান্ত মিতা ধাড়া বলেন, ওই পুকুরের জলে কোনও বিষক্রিয়া হয়েছে । ওই জল ব্যবহার করেই সবাই অসুস্থ হয়ে পড়েছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এই বিষয়ে হাসপাতাল সুপার নিরঞ্জন কুঁতি বলেন, মূলত জল থেকেই এই সমস্যা । স্থানীয় সূত্রে খবর, ওই গ্রামের পুকুরের জল থেকেই এই উপসর্গ সৃষ্টি হয়েছে । গ্রামবাসীরা পুকুরের জলে বাসন ধোয়া ও স্নান করার কাজে ব্যবহার করে । আমরা সব দিক খতিয়ে দেখছি । প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি । গ্রামে মেডিকেল টিম কাজ করছে ।

চন্দ্রকোনা, 19 জুন : ডায়ারিয়ার প্রকোপে আক্রান্ত 15 । পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের লক্ষ্মীপুর 1 নম্বর পঞ্চায়েতের কুলবনী গ্রামের ঘটনা । গত তিনদিন ধরে ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে ক্ষীরপাই হাসপাতালে চিকিৎসাধীন 8 - 10 জন গ্রামবাসী । আক্রান্তদের মধ্যে রয়েছে শিশু, মহিলা ও পুরুষ । এছাড়াও প্রায় অধিকাংশ গ্রামবাসীই কমবেশি আক্রান্ত ।

আক্রান্তরা মূলত বমি ও পায়খানার সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হয় । হাসপাতাল সূত্রে জানানো হয়, গত তিনদিন ধরেই গ্রামে পায়খানা বমির সমস্যা নিয়ে হাসপাতালে ভরতি হচ্ছে গ্রামবাসীরা । তবে আক্রান্তদের মধ্যে অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে । বর্তমানে হাসপাতালে 8 - 10 জন চিকিৎসাধীন ।

গ্রামেরই বাসিন্দা রঘুনাথ ধাড়া বলেন, গ্রামের একটি পুকুরের জল যারা ব্যবহার করেছে তাদেরই এই উপসর্গ দেখা গেছে । গত তিনদিন ধরে তারা হাসপাতালে ভরতি । আক্রান্ত মিতা ধাড়া বলেন, ওই পুকুরের জলে কোনও বিষক্রিয়া হয়েছে । ওই জল ব্যবহার করেই সবাই অসুস্থ হয়ে পড়েছে ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এই বিষয়ে হাসপাতাল সুপার নিরঞ্জন কুঁতি বলেন, মূলত জল থেকেই এই সমস্যা । স্থানীয় সূত্রে খবর, ওই গ্রামের পুকুরের জল থেকেই এই উপসর্গ সৃষ্টি হয়েছে । গ্রামবাসীরা পুকুরের জলে বাসন ধোয়া ও স্নান করার কাজে ব্যবহার করে । আমরা সব দিক খতিয়ে দেখছি । প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি । গ্রামে মেডিকেল টিম কাজ করছে ।

sample description
Last Updated : Jun 20, 2019, 12:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.