ঘাটাল, 20 এপ্রিল : "দিদি আপনি ভালো কাজ করছেন । ঘাটালে 12 মে ভোট । এখনও প্রচারের জন্য হাতে অনেক সময় আছে ।" আজ মনোনয়ন জমা দিতে গিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী BJP-র ভারতীর ঘোষের উদ্দেশ্যে বললেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব । গতকাল ভারতী ঘোষের ভাড়া বাড়িতে হানা দেয় CID-র একটি বিশেষ দল । সকাল সাড়ে 10টা থেকে সন্ধে পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় । তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে ভারতী বলেন, "জিজ্ঞাসাবাদের নামে প্রচারে বাধা দেওয়া হচ্ছে ।" এর জন্য তৃণমূলকে কাঠগড়ায় তোলেন তিনি । এরপরই আজ এবিষয়ে দেবকে প্রশ্ন করা হলে তিনি এই প্রতিক্রিয়া দেন ।
দেব বলেন, "যদি এটা সত্যি হয় তাহলে CBI নির্বাচনের আগে যেটা করছিল সেটাও সত্যি । উনি পুলিশ সুপার ছিলেন । আইনটা আমার থেকে উনি বেশি বোঝেন । আর মানুষকে বোকা বানানো খুব কঠিন কারণ মানুষ সবই বোঝেন, সবই জানেন । আমি ওঁকে শুভেচ্ছা জানাচ্ছি । এখানে নির্বাচন দেরি আছে । উনি নিজের কাজ করুন । আমি দেখছি প্রত্যেকটা মানুষ খাটছে । উনিও খাটছেন । দিদিও নিজের মতো করে প্রচার করছে । মোদিজিও নিজের মতো করে প্রচার করছেন । এবারে মানুষ কার প্রতি আস্থা রাখে, মানুষের কার প্রতি ভালোবাসা আছে সেটা 12 তারিখে দেখা যাবে । সারা দেশজুড়ে 23 তারিখে দেখব । "
তারপরই দেবকে প্রশ্ন করা হয় মামলায় সহযোগিতার বিষয়টি নিয়ে কী বলবেন ? উত্তরে তিনি বলেন, "উনি সহযোগিতা করলে নিশ্চয়ই কিছু একটা ভালো হবে । আমি এটা বলছি না যে এটা কেন হল? এটা আমার হাতে নেই । সৌজন্যের খাতিরে যেটা বলতে পারি দিদি আপনি ভালো কাজ করছেন, খাটছেন । আমি এটাও বলতে পারি আমার দলও ততোটাই খাটছে । এবার মানুষের উপর পুরো বিষয়টি ছেড়ে দিলেই ভালো । এই নিয়ে তর্ক বিতর্ক করে তো লাভ নেই ।"
তারপরই ভারতী ঘোষের গা ঢাকা দেওয়ার প্রসঙ্গ টেনে দেব বলেন, "আজ আমি একটা কথা বলি উনি যে দেড় বছর ধরে বাইরে ছিলেন তখন যদি বাইরে না থাকতেন তাহলে আজকের এই দিনটা আসত না । তখনই হয়ে যেত । আমি তর্কে যেতে চাইছি না । এখনও 10 মে পর্যন্ত প্রচার করতে পারব । তাই ওঁকে ও ওঁর দলের প্রতিনিধিদের শুভেচ্ছা । যে কোনও তদন্তে, যে কোনও ক্ষেত্রে যেন শান্তি-শৃঙ্খলা বজায় থাকে । আমরা যদি বিষ ছড়াতে শুরু করি একে ওকে দোষ দিই, এমনিই রাজনীতিটা এখন একটা ট্যাবু নামে খারাপ জায়গায় চলে গেছে । কেউ কিছু বললেই বলি এই পলিটিক্স করছিস । তাহলে পলিটিক্সকে ভালো জায়গায় নিয়ে আসতে গেলে আমাকেও যতোটা করতে হবে ভারতীদিকেও ততোটাই খাটতে হবে । আমি ওঁকে, ওঁর দলকে ও কর্মীদের শুভেচ্ছা জানাই ।"