মেদিনীপুর, 8 নভেম্বর : অবিলম্বে প্রাথমিকে নিয়োগের দাবিতে মেদিনীপুর শহরের বিভাগীয় কমিশনারেট অফিসে বিক্ষোভ দেখালেন ডিএলএড উত্তীর্ণ টেট পাশ চাকরিপ্রার্থীরা ৷ বিক্ষোভের আগে মেদিনীপুর বাসস্ট্যান্ড থেকে একটি মিছিল বেরিয়ে গোটা শহর পরিক্রমা করে । চাকরিপ্রার্থীদের এই সংগঠনের অভিযোগ, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতির পরও পর্ষদ সভাপতি টেট পাশ চাকরিপ্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে গড়িমসি করছেন । এখনও রাজ্যজুড়ে প্রায় সাড়ে সাত হাজার ডিএলএড উর্ত্তীর্ণ টেট পাশ চাকরিপ্রার্থী নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত । চলতি মাসের মধ্যে চাকরিতে নিয়োগ না করলে আগামী দিনে কলকাতায় গণআত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হবেন চাকরিপ্রার্থীরা ।
2020 সালে এই সব প্রার্থীরা টেট পাশ হয়ে চাকরির জন্য আবেদন করার পরে আন্দোলনের জেরে বেশ কিছু বেকারকে চাকরিতে নিয়োগ করলেও বাকিদের ঝুলিয়ে রাখে । এরপর 2021-এর বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় আসার পর ধীরে ধীরে বাকি টেট পাশ চাকরিপ্রার্থীদেরও চাকরি দেওয়া হবে ৷ কিন্তু ফের ক্ষমতায় আসার পর কয়েকমাস কেটে গেলেও এখনও নিয়োগ করা হচ্ছে না ৷ তাই এবার আত্মহত্যার হুমকি দিয়ে রাস্তায় নামেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা । কয়েকশো যুবক-যুবতী মিলে আজ একটি বিরাট মিছিল করে মেদিনীপুর শহরের কমিশনারেট দফতরের সামনে বিক্ষোভ দেখান । হাতে ঝুড়ি ঝাঁটা নিয়ে তারা এদিন দাবি করেন, যদি এরাজ্যে চাকরি না পাওয়া যায় তাহলে পরিযায়ী শ্রমিকের মতো অন্য রাজ্যে গিয়ে চাকরির আবেদন করতে হবে । মুখ্যমন্ত্রী দয়া করে একটু দেখুন আমাদের দিকে ।
আরও পড়ুন : কোরোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই টেট উত্তীর্ণদের চাকরি, ঘোষণা মমতার