ETV Bharat / state

Panchayat Elections 2023: গভীর রাতে বোমা ফাটিয়ে হুমকি চিঠি সিপিআইএম প্রার্থীকে, অভিযোগের তির তৃণমূলের দিকে - death threat letter

গভীর রাতে চন্দ্রকোনায় বোমা ফাটিয়ে হুমকি চিঠি দেওয়া হল এক সিপিআইএম প্রার্থীকে ৷ তৃণমূল এই চিঠি দিয়েছে বলে অভিযোগ ওই প্রার্থীর ৷

death threat letter
সিপিআইএম প্রার্থীকে হুমকি চিঠি
author img

By

Published : Jun 22, 2023, 7:45 PM IST

গভীর রাতে বোমা ফাটিয়ে হুমকি চিঠি সিপিআইএম প্রার্থীকে

চন্দ্রকোনা, 22 জুন: রাতের অন্ধকারে বোমা ফাটিয়ে সিপিআইএম প্রার্থীর বাপের বাড়ির সামনে হুমকি চিঠি । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ গভীর রাতে হঠাৎ বিকট বোমের আওয়াজ হয় ৷ বাইরে বেরিয়ে এসে এলাকাবাসী দেখে হুমকি চিঠি । এই চিঠি দেওয়া হয়েছে রাধাবল্লভপুর সংসদের সিপিআইএমের প্রার্থী পম্পা দাসকে । চিঠিটি প্রার্থীর মা'কে উদ্দেশ্য করে লেখা হয়েছে ৷ তাতে লেখা, " মেয়েকে সাবধান করে দাও ৷ যে জায়গায়টায় গিয়েছে সেই জায়গা থেকে সরে আসতে বল ৷ নাহলে ভবিষ্যতে তোমার মেয়ে ও নাতির ক্ষতি হয়ে যাবে ৷"

সিপিআইএম প্রার্থীকে প্রাণে মেরে ফেলার হুমকিকে ঘিরে তীব্র শোরগোল পড়ে গিয়েছে এলাকায় । আতঙ্কিত এলাকার মানুষজন ৷ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে চন্দ্রকোনা থানার পুলিশ । জানা গিয়েছে, সিপিআইএম প্রার্থী পম্পা দাস কর্মসূত্রে চন্দ্রকোনা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মাধবপুরে বাপের বাড়িতে থাকেন । বুধবার রাতে পম্পার বাপের বাড়ি এলাকায় প্রথমে বোমা ফাটে ৷ তারপরে পাওয়া যায় হুমকি চিঠি ৷ এমনই দাবি পম্পা-সহ এলাকার মানুষজনের ।

আরও পড়ুন: মনোনয়ন প্রত্যাহারের হুমকি ! একরত্তি সন্তানকে নিয়ে আত্মগোপন বিজেপি প্রার্থী এক দম্পতির

পম্পা জানান, সিপিআইএমের প্রার্থী দাঁড়ানোর জন্যই বিরোধী রাজনৈতিক দলগুলি এই ধরনের ঘটনা ঘটিয়েছে । চিঠিতে আরও লেখা, আমরা চাই না তোমাদের চারজনের মধ্যে একজনের জীবন যাক । যে ব্যবসা করে খাচ্ছ তেমন ব্যবসা করে খাও, সুখে থাকবে । যে রাস্তায় গেছে ওই রাস্তা থেকে ঘুরে আসতে বল মেয়েকে ৷ নইলে আমাদের থেকে কেউ খারাপ হবে না ।" যদিও সাদা কাগজে লেখা এই হুমকিতে কোনও নাম বা কাদের তরফে এই চিঠি সেই সম্পর্কে কিছু উল্লেখ নেই ।

ঘটনায় আতঙ্কিত প্রতিবেশীরা চাইছে এমন ঘটনা যেন পুনরায় না-ঘটে, তার জন্য পুলিশ ব্যবস্থা নিক । যদিও এই ঘটনায় শাসকদল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছে সিপিআইএমের নেতৃত্বরা । তাদের দাবি, রাতের অন্ধকারে বোমা ফাটানো হয়েছিল ৷ এমনকী চন্দ্রকোনায় বোমা মজুত করা হচ্ছে বলেও দাবি করেছেন বাসিন্দারা । সিপিআইএম নেতা সুস্মিত পাল বলেন, "আমাদের প্রার্থী মনোনয়ন করার পর থেকেই হুমকি আসছে ৷ গতকাল রাতেও যেভাবে হুমকি এবং বোমা ফাটিয়েছে তাতে আমরা আতঙ্কিত । তাছাড়া এই পঞ্চায়েত ভোটে অশান্তি বাধানোর জন্যই বোমা মুজত করে রাখা হয়েছে গোটা রাজ্যের সঙ্গে এই জেলা এবং সংশ্লিষ্ট এলাকায় । আমরা পুলিশে অভিযোগ করেছি ৷ তবে আমরা লড়াইয়ের ময়দান ছেড়ে যাব না ।"

আরও পড়ুন: প্রার্থীদের হুমকি ও বাড়ি ভাঙচুরের প্রতিবাদ, বিজেপির পথ অবরোধ

পুরো ঘটনায় শাসকদলের দিকে অভিযোগের আঙুল উঠেছে ৷ তৃণমূলের তরফে অবশ্য ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ বলে দাবি করা হয়েছে । এ বিষয়ে অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার সৌমেন রায় বলেন, "বামেদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে । আর এই পঞ্চায়েত ভোটের নির্বাচনে বহু জায়গায় মনোনয়ন দিতে না পেরে তারা আতঙ্কিত ৷ তাই এইসব উলটো-পালটা তারা বলে বেড়াচ্ছে । এর সঙ্গে বাস্তবের কোনও মিল নেই । পুরো ঘটনাই ভিত্তিহীন ।" এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি এখনও। তবে সিপিআইএমের তরফে অভিযোগ জানানো হবে বলে তারা জানিয়েছে । ঘটনার মধ্যে শুধুই রাজনৈতিক ইন্ধন নাকি অন্য কোনও কারণ রয়েছে, পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ।

গভীর রাতে বোমা ফাটিয়ে হুমকি চিঠি সিপিআইএম প্রার্থীকে

চন্দ্রকোনা, 22 জুন: রাতের অন্ধকারে বোমা ফাটিয়ে সিপিআইএম প্রার্থীর বাপের বাড়ির সামনে হুমকি চিঠি । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ গভীর রাতে হঠাৎ বিকট বোমের আওয়াজ হয় ৷ বাইরে বেরিয়ে এসে এলাকাবাসী দেখে হুমকি চিঠি । এই চিঠি দেওয়া হয়েছে রাধাবল্লভপুর সংসদের সিপিআইএমের প্রার্থী পম্পা দাসকে । চিঠিটি প্রার্থীর মা'কে উদ্দেশ্য করে লেখা হয়েছে ৷ তাতে লেখা, " মেয়েকে সাবধান করে দাও ৷ যে জায়গায়টায় গিয়েছে সেই জায়গা থেকে সরে আসতে বল ৷ নাহলে ভবিষ্যতে তোমার মেয়ে ও নাতির ক্ষতি হয়ে যাবে ৷"

সিপিআইএম প্রার্থীকে প্রাণে মেরে ফেলার হুমকিকে ঘিরে তীব্র শোরগোল পড়ে গিয়েছে এলাকায় । আতঙ্কিত এলাকার মানুষজন ৷ খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে চন্দ্রকোনা থানার পুলিশ । জানা গিয়েছে, সিপিআইএম প্রার্থী পম্পা দাস কর্মসূত্রে চন্দ্রকোনা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মাধবপুরে বাপের বাড়িতে থাকেন । বুধবার রাতে পম্পার বাপের বাড়ি এলাকায় প্রথমে বোমা ফাটে ৷ তারপরে পাওয়া যায় হুমকি চিঠি ৷ এমনই দাবি পম্পা-সহ এলাকার মানুষজনের ।

আরও পড়ুন: মনোনয়ন প্রত্যাহারের হুমকি ! একরত্তি সন্তানকে নিয়ে আত্মগোপন বিজেপি প্রার্থী এক দম্পতির

পম্পা জানান, সিপিআইএমের প্রার্থী দাঁড়ানোর জন্যই বিরোধী রাজনৈতিক দলগুলি এই ধরনের ঘটনা ঘটিয়েছে । চিঠিতে আরও লেখা, আমরা চাই না তোমাদের চারজনের মধ্যে একজনের জীবন যাক । যে ব্যবসা করে খাচ্ছ তেমন ব্যবসা করে খাও, সুখে থাকবে । যে রাস্তায় গেছে ওই রাস্তা থেকে ঘুরে আসতে বল মেয়েকে ৷ নইলে আমাদের থেকে কেউ খারাপ হবে না ।" যদিও সাদা কাগজে লেখা এই হুমকিতে কোনও নাম বা কাদের তরফে এই চিঠি সেই সম্পর্কে কিছু উল্লেখ নেই ।

ঘটনায় আতঙ্কিত প্রতিবেশীরা চাইছে এমন ঘটনা যেন পুনরায় না-ঘটে, তার জন্য পুলিশ ব্যবস্থা নিক । যদিও এই ঘটনায় শাসকদল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছে সিপিআইএমের নেতৃত্বরা । তাদের দাবি, রাতের অন্ধকারে বোমা ফাটানো হয়েছিল ৷ এমনকী চন্দ্রকোনায় বোমা মজুত করা হচ্ছে বলেও দাবি করেছেন বাসিন্দারা । সিপিআইএম নেতা সুস্মিত পাল বলেন, "আমাদের প্রার্থী মনোনয়ন করার পর থেকেই হুমকি আসছে ৷ গতকাল রাতেও যেভাবে হুমকি এবং বোমা ফাটিয়েছে তাতে আমরা আতঙ্কিত । তাছাড়া এই পঞ্চায়েত ভোটে অশান্তি বাধানোর জন্যই বোমা মুজত করে রাখা হয়েছে গোটা রাজ্যের সঙ্গে এই জেলা এবং সংশ্লিষ্ট এলাকায় । আমরা পুলিশে অভিযোগ করেছি ৷ তবে আমরা লড়াইয়ের ময়দান ছেড়ে যাব না ।"

আরও পড়ুন: প্রার্থীদের হুমকি ও বাড়ি ভাঙচুরের প্রতিবাদ, বিজেপির পথ অবরোধ

পুরো ঘটনায় শাসকদলের দিকে অভিযোগের আঙুল উঠেছে ৷ তৃণমূলের তরফে অবশ্য ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ বলে দাবি করা হয়েছে । এ বিষয়ে অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার সৌমেন রায় বলেন, "বামেদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে । আর এই পঞ্চায়েত ভোটের নির্বাচনে বহু জায়গায় মনোনয়ন দিতে না পেরে তারা আতঙ্কিত ৷ তাই এইসব উলটো-পালটা তারা বলে বেড়াচ্ছে । এর সঙ্গে বাস্তবের কোনও মিল নেই । পুরো ঘটনাই ভিত্তিহীন ।" এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়নি এখনও। তবে সিপিআইএমের তরফে অভিযোগ জানানো হবে বলে তারা জানিয়েছে । ঘটনার মধ্যে শুধুই রাজনৈতিক ইন্ধন নাকি অন্য কোনও কারণ রয়েছে, পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.