ETV Bharat / state

Chandrakona Body Recover : চন্দ্রকোনায় চাষের জমি থেকে উদ্ধার ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ - dead body recovered in chandrakona

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ৷ তদন্ত শুরু হয়েছে (Chandrakona Body Recover) ৷

Chandrakona News
চন্দ্রকোনায় চাষের জমি থেকে উদ্ধার ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ
author img

By

Published : Mar 15, 2022, 10:24 PM IST

চন্দ্রকোনা, 15 মার্চ : চাষের জমি থেকে উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ (Dead body found in Chandrakona) ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মদনচক গ্রামে ৷ মৃত ব্যক্তির শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন ৷ মাথায় রয়েছে গভীর ক্ষত ৷ মৃতের নাম অশোক দিগার (45) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাষের জমিতে কাজ করতে গিয়ে এদিন সকালে স্থানীয়রাই দেখেন আলুর জমির মধ্যে অশোক দিগারের নিথর দেহ পড়ে রয়েছে ৷ এলাকাবাসীরা জানিয়েছেন, অশোক কখনও কীর্তন করতেন আবার কখনও অনুষ্ঠান বাড়িতে রান্নার কাজ করতেন ৷ মদ্যপানও করত সে । পাশের গ্রামের এক মহিলার সঙ্গে অশোকের সম্পর্ক ছিল বলে দাবি স্থানীয়দের ৷ এই মৃত্যুর জন্য সেই সম্পর্ক কোনওভাবে দায়ী কি না খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন : চণ্ডীতলায় মাটি মাফিয়াদের আটকাতে গিয়ে আক্রান্ত পুলিশ

চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

চন্দ্রকোনা, 15 মার্চ : চাষের জমি থেকে উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ (Dead body found in Chandrakona) ৷ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার মদনচক গ্রামে ৷ মৃত ব্যক্তির শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন ৷ মাথায় রয়েছে গভীর ক্ষত ৷ মৃতের নাম অশোক দিগার (45) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাষের জমিতে কাজ করতে গিয়ে এদিন সকালে স্থানীয়রাই দেখেন আলুর জমির মধ্যে অশোক দিগারের নিথর দেহ পড়ে রয়েছে ৷ এলাকাবাসীরা জানিয়েছেন, অশোক কখনও কীর্তন করতেন আবার কখনও অনুষ্ঠান বাড়িতে রান্নার কাজ করতেন ৷ মদ্যপানও করত সে । পাশের গ্রামের এক মহিলার সঙ্গে অশোকের সম্পর্ক ছিল বলে দাবি স্থানীয়দের ৷ এই মৃত্যুর জন্য সেই সম্পর্ক কোনওভাবে দায়ী কি না খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন : চণ্ডীতলায় মাটি মাফিয়াদের আটকাতে গিয়ে আক্রান্ত পুলিশ

চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.