দক্ষিণ 24 পরগনা ও দুই মেদিনীপুরে জেলা জজের অফিসে ডেটা এন্ট্রি অপারেটার পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হল । এই পদের জন্য এক বছরের চুক্তিতে কর্মী নিয়োগ করা হবে । চাকরির মেয়াদ ভবিষ্যতে বাড়তে পারে ।
এই পদের জন্য প্রয়োজনীয় তথ্য
- আসন সংখ্যা : মোট আসন 5টি ।
- শিক্ষাগত যোগ্যতা : আবেদনকারীকে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে ।
- বেতন : এই পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে 13 হাজার টাকা ।
- প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া : উপযুক্ত প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে । ইন্টারভিউয়ের সময় ও স্থান পরে দক্ষিণ 24 পরগনা ও মেদিনীপুর জেলা জজ অফিসের ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে । বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইটের (districts.ecourts.gov.in) সরকারি বিজ্ঞপ্তিতে নজর রাখুন ।
- আবেদনের প্রক্রিয়া : আবেদনকারীকে তাঁর আবেদনপত্র alprcrmnt@gmail.com বা ডিস্ট্রিক্ট জজ কোর্ট, দক্ষিণ 24 পরগনা, আলিপুরের অফিসে জমা দিতে হবে । আবেদনপত্র জমা দেওয়া যাবে 31 অগাস্ট, 2020-র পর্যন্ত । আবেদনপত্র জমা দেওয়ার সময় সকাল 11টা থেকে বিকেল সাড়ে 4টে পর্যন্ত (সরকারি ছুটির দিন বাদে) ।
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদনপত্র জমা শুরু হয়েছে : 14.08.2020
আবেদনপত্র জমা দেওয়া যাবে : 31.08.2020
চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।