ETV Bharat / state

বুলবুলের প্রভাবে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টি

বুলবুলের দাপট অব্যাহত । ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে সকাল থেকে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া ।

বুলবুলের প্রভাবে বৃষ্টি পশ্চিম মেদিনীপুরে
author img

By

Published : Nov 9, 2019, 11:37 PM IST

মেদিনীপুর, ৯ নভেম্বর : ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই 24 পরগণা সহ পাঁচ জেলায় বৃষ্টি শুরু হয়েছে গত রাত থেকেই । সারারাত ধরেই চলেছে বৃষ্টি ।


শনিবার এই জেলাগুলির প্রাথমিক স্কুল ও কলেজগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছিল । যে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষা চলছে সেগুলি বাদে বাকি সব স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয় । রাস্তাঘাটে লোকজন কম ছিল । সরকারিভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে সমস্ত পর্যায়ে । সমস্ত আধিকারিককে সতর্ক করা হয়েছে, খোলা হয়েছে কন্ট্রোল রুম । নজরদারি করছেন খোদ জেলাশাসক রেশমি কমল ।

সুপার সাইক্লোনে পরিণত বুলবুল 135 কিমি বেগে আজ রাতেই আছড়ে পড়বে । তা কতটা ভয়াবহ এবং জেলায় কত বড় বিপর্যয় ঘটাবে সেইদিকেই তাকিয়ে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম ।

মেদিনীপুর, ৯ নভেম্বর : ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই 24 পরগণা সহ পাঁচ জেলায় বৃষ্টি শুরু হয়েছে গত রাত থেকেই । সারারাত ধরেই চলেছে বৃষ্টি ।


শনিবার এই জেলাগুলির প্রাথমিক স্কুল ও কলেজগুলিতে ছুটি ঘোষণা করা হয়েছিল । যে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষা চলছে সেগুলি বাদে বাকি সব স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয় । রাস্তাঘাটে লোকজন কম ছিল । সরকারিভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে সমস্ত পর্যায়ে । সমস্ত আধিকারিককে সতর্ক করা হয়েছে, খোলা হয়েছে কন্ট্রোল রুম । নজরদারি করছেন খোদ জেলাশাসক রেশমি কমল ।

সুপার সাইক্লোনে পরিণত বুলবুল 135 কিমি বেগে আজ রাতেই আছড়ে পড়বে । তা কতটা ভয়াবহ এবং জেলায় কত বড় বিপর্যয় ঘটাবে সেইদিকেই তাকিয়ে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম ।

Intro:বুলবুলের দাপট অব্যাহত, বুলবুলের প্রভাবে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে সকাল থেকে পড়ছে বৃষ্টি, সঙ্গে ঝড়ো হাওয়া ,এখন সবাই তাকিয়ে রয়েছে বুলবুলের আঘাত হানার গতিপথের উপর ,



Body:বুলবুলের দাপট অব্যাহত, বুলবুলের প্রভাবে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে সকাল থেকে পড়ছে বৃষ্টি, সঙ্গে ঝড়ো হাওয়া ,এখন সবাই তাকিয়ে রয়েছে বুলবুলের আঘাত হানার গতিপথের উপর ,

আবহাওয়াবিদ দের কথা মত বুলবুল আছড়ে পড়তে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই । কিন্তু এই বুলবুল এর প্রভাবে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দুই 24 পরগণা সহ পাঁচ জেলায় বৃষ্টি শুরু হয়েছে গত রাত থেকেই । সারারাত ধরেই ঝিরঝির বৃষ্টি চলছে, কখনো বেড়েছে কখনো বা কমেছে । সকালেও সেই বৃষ্টি পড়ছে অবিশ্রান্তভাবে । তার সঙ্গে বইছে ছোট থেকে মাঝারি ঝড়ো ফলে পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ ঠান্ডার প্রভাব দেখা দিয়েছে । এই ঝির ঝিরে বৃষ্টির ফলে এলাকার নিত্য প্রয়োজনীয় কাজে বেরোনোর পথচলতি মানুষেরা বাড়িঘর থেকে বেরোচ্ছে কম ,যতটুকু প্রয়োজন ততটুকু ছাড়া তারা বেরোচ্ছে না । আগে থেকেই প্রাইমারি স্কুল সহ কলেজগুলো ছুটির ঘোষণা করা হয়েছে । যে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলো পরীক্ষা চলছে সেগুলো বাদে বাকি সব স্কুল ছুটির ঘোষণা । রাস্তাঘাটে লোক সমাগম কম ,নেই বললেই চলে । মেদিনীপুর ,কেশিয়াড়ী, নারানগড় ,গড়বেতা ,ঘাটাল ,খড়গপুরের গ্রাম গঞ্জে মানুষজন প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না । কারণ আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছেন দুপুরের পর থেকে এর প্রভাব আরো বাড়বে এবং এই বুলবুল এর প্রভাব আগামী কাল পর্যন্ত জেলায় অবস্থান করবে । সরকারিভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে সমস্ত পর্যায়ে ,সমস্ত আধিকারিক কে সতর্ক করা হয়েছে ,খোলা হয়েছে কন্ট্রোল রুম । দফায় দফায় এই বুলবুল এর গতিপথ সম্পর্কে ওয়াকিবহাল করছেন খোদ জেলাশাসক রেশমি কমল । তাছাড়া বিভিন্ন ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে কোথাও কোনো বিপর্যয় মোকাবিলায় তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণের জন্য । এখনো পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার বিপর্যয়ের কোন বড় খবর নেই । সরকারি তথ্য অনুযায়ী এখনো পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলায় মেদিনীপুরে এ মোট বৃষ্টিপাত হয়েছে 16 দশমিক 60 মিলিমিটার ,ঘাটালে হয়েছে 16.60 মিলিমিটার ,মোহনপুর 30.00 মিলিমিটার, 30.5 মিলিমিটার ,এই মুহূর্তে 1752 দশমিক 79 মিলিমিটার মত বৃষ্টিপাত হয়েছে । সুপার সাইক্লোনে পরিণত বুলবুল 135 কিমি বেগে আজ রাতেই বাংলায় ঝাঁপাচ্ছে প্রলয় । তা কতটা ভয়াবহ এবং জেলায় কত বড় বিপর্যয় হতে পারে সেইদিকেই পাখির চোখ ডিস্ট্রিক কন্ট্রোল রুমের ।


Conclusion:বুলবুলের দাপট অব্যাহত, বুলবুলের প্রভাবে পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে সকাল থেকে পড়ছে বৃষ্টি, সঙ্গে ঝড়ো হাওয়া ,এখন সবাই তাকিয়ে রয়েছে বুলবুলের আঘাত হানার গতিপথের উপর ,
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.