মেদিনীপুর, 6 মে : মেদিনীপুর শহরে এসে তৃণমূল ও বিজেপি'কে তীব্র ভাষায় কটাক্ষ করলেন সিপিএমের রাজ্য মহম্মদ সেলিম ৷ সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের ঘটনা ঘটলে তার দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বলে শুক্রবার তোপ দেগেছেন সেলিম ৷ পাশাপাশি, সীমান্তে গরু-পাচার থেকে চোরাচালানের ঘটনায় তৃণমূল ও বিজেপিকে একইসঙ্গে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তিনি (CPM Leader MD Selim Criticises TMC and BJP) ৷
এদিন সাংবাদিকদের করা অনুপ্রবেশ নিয়ে প্রশ্নের উত্তরে সেলিম বলেন, "8 বছর পর কোনও আরএসএস নেতা এবং দীর্ঘ 6 বছর পর কোনও সাংবাদিক অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন করছেন । অনুপ্রবেশ হয়ে থাকলে বলতে হয় সবচেয়ে বেশি অপদার্থ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ কারণ বিএসএফ সীমান্ত পাহাড়া দেয় ৷ স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফের লঞ্চে করে ঘুরতে পারেন, আর বিএসএফকে সামলাতে পারেন না ৷ সীমান্তে গরু পাচার থেকে চোরাচালান যা হচ্ছে এতে যেমন তৃণমূল যুক্ত আছে তেমনই বিজেপি যুক্ত আছে । যেমন এখানকার মন্ত্রীরা যুক্ত আছেন তেমনই এই স্বরাষ্ট্রমন্ত্রী এবং আগের স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারও যুক্ত আছে ৷"
পাশাপাশি এদিন সেলিমের কটাক্ষ, "12 কিমি থেকে 50 কিমি পর্যন্ত ঢুকে পড়ছে বিএসএফ, নিরীহ গ্রামবাসীদের উপর অত্যাচার করার জন্য । অনুব্রতকে সিবিআই পাচারের অভিযোগে ধরে কী করছে ? সে তো হাসপাতালে লুকিয়ে গিয়েছে । চোরা চালান থেকে অনুপ্রবেশ যা ঘটে, দিল্লি, মুম্বাই,আমেদাবাদে বসে করা হচ্ছে । আর সেই টাকা কলকাতায় কালীঘাটে আর দিল্লিতে জমা হয় । আর এখানেই BJP ও তৃণমূলের সেটিং ৷"
আরও পড়ুন : বিজেপি নেতার রহস্যমৃত্যুতে তৃণমূলকে তোপ লকেট-অগ্নিমিত্রার
এদিন পশ্চিম মেদিনীপুরে 14 জনের সম্পাদকমন্ডলী গঠন করে সিপিএম ৷ এই নতুন জেলা সম্পাদকমন্ডলী গঠন করতে মেদিনীপুরে এসেছিলেন মহম্মদ সেলিম ৷ নতুন সম্পাদকমন্ডলী থেকে পুরনো দুই মুখ ভাষ্কর দত্ত ও কীর্তি দে বক্সীকে বাদ দেওয়া হয়েছে ৷