ETV Bharat / state

Ghatal Poster Row: ঘাটালের পোস্টারে সিপিএম-বিজেপির একই স্লোগান - চোর তাড়াও গ্রাম বাঁচাও ! রাম-বাম তত্ত্বে সরব তৃণমূল - সিপিএম ও বিজেপির পোস্টার

ঘাটালের পোস্টারে সিপিএম ও বিজেপির পোস্টারে দেখা যাচ্ছে একই স্লোগান - চোর তাড়াও গ্রাম বাঁচাও ! এই পোস্টার ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ৷ রাম-বাম তত্ত্বে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ৷

Ghatal Poster Row
ঘাটালের পোস্টারে সিপিএম-বিজেপির একটাই স্লোগান
author img

By

Published : May 12, 2023, 3:40 PM IST

Updated : May 12, 2023, 8:33 PM IST

পোস্টার ঘিরে রাজনৈতিক উত্তাপ ঘাটালে

ঘাটাল, 12 মে: পঞ্চায়েত ভোটের জন্য দিন ঘোষণা না হলেও ঘাটালের দুই গ্রামে পোস্টারে পোস্টারে ছয়লাপ । তাৎপর্যপূর্ণ বিষয় হল, বাম ও বিজেপির একই স্লোগান লেখা রয়েছে পোস্টারে - চোর তাড়াও গ্রাম বাঁচাও । এই নিয়ে রাম-বাম তত্ত্ব খাঁড়া করে সিপিএম-বিজেপিকে ফের কটাক্ষ করেছে শাসক দল ।

বেশ কয়েকদিন ধরেই গ্রামের প্রতিটি প্রান্তে অলিতে গলিতে ছেয়ে গিয়েছে সিপিএম ও বিজেপির পোস্টার ৷ সেই পোস্টারে লেখা রয়েছে 'চোর তাড়াও গ্রাম বাঁচাও' । এমনই ছবি দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর ও হরিসিংপুর গ্রামে ।

এক কথায় পঞ্চায়েত ভোটে এ বার তৃণমূলের বিরুদ্ধে বিরোধী দল সিপিএম ও বিজেপির একই স্লোগান - 'চোর তাড়াও গ্রাম বাঁচাও।' এলাকার সিপিএম নেতা সমীর হাজরা ও বিজেপি নেতা বিশ্বজিৎ জানার দাবি, "100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনার বাড়ি - এলাকার সাধারণ মানুষকে না দিয়ে সমস্ত কিছুর সুবিধে নিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা । এক কথায় তাঁরা চোর, তাই আমাদের সামনে পঞ্চায়েত নির্বাচনে প্রধান স্লোগান, চোর তাড়াও গ্রাম বাঁচাও ।"

আর এই পোস্টার দেওয়ার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ এই নিয়ে বাম ও বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস ৷ ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি এই পোস্টারকে হাতিয়ার করে রাম-বাম তত্ত্বের কথা তুলে ধরেছেন ৷ তিনি আগেও দাবি করেছিলেন, যে বিজেপি সে-ই সিপিএম ৷ এই পোস্টার দিয়ে বাম ও বিজেপি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দিলীপ মাঝি ৷ তবে তাঁর দাবি, পঞ্চায়েত নির্বাচনে বাংলার মানুষ উন্নয়নের জোয়ারে সাড়া দিয়ে তৃণমূলকেই জয়ী করবে ৷ রাজনৈতিক এই পোস্টারই ঘাটালের গ্রামে পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছে ৷

আরও পড়ুন: 'মানুষের জীবন এপাং-ওপাং-ঝপাং নয়', ডিপ্লোমা-ডাক্তার নিয়ে বিজেপির তোপের মুখে মমতা

পোস্টার ঘিরে রাজনৈতিক উত্তাপ ঘাটালে

ঘাটাল, 12 মে: পঞ্চায়েত ভোটের জন্য দিন ঘোষণা না হলেও ঘাটালের দুই গ্রামে পোস্টারে পোস্টারে ছয়লাপ । তাৎপর্যপূর্ণ বিষয় হল, বাম ও বিজেপির একই স্লোগান লেখা রয়েছে পোস্টারে - চোর তাড়াও গ্রাম বাঁচাও । এই নিয়ে রাম-বাম তত্ত্ব খাঁড়া করে সিপিএম-বিজেপিকে ফের কটাক্ষ করেছে শাসক দল ।

বেশ কয়েকদিন ধরেই গ্রামের প্রতিটি প্রান্তে অলিতে গলিতে ছেয়ে গিয়েছে সিপিএম ও বিজেপির পোস্টার ৷ সেই পোস্টারে লেখা রয়েছে 'চোর তাড়াও গ্রাম বাঁচাও' । এমনই ছবি দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর দুই গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর ও হরিসিংপুর গ্রামে ।

এক কথায় পঞ্চায়েত ভোটে এ বার তৃণমূলের বিরুদ্ধে বিরোধী দল সিপিএম ও বিজেপির একই স্লোগান - 'চোর তাড়াও গ্রাম বাঁচাও।' এলাকার সিপিএম নেতা সমীর হাজরা ও বিজেপি নেতা বিশ্বজিৎ জানার দাবি, "100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনার বাড়ি - এলাকার সাধারণ মানুষকে না দিয়ে সমস্ত কিছুর সুবিধে নিয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা । এক কথায় তাঁরা চোর, তাই আমাদের সামনে পঞ্চায়েত নির্বাচনে প্রধান স্লোগান, চোর তাড়াও গ্রাম বাঁচাও ।"

আর এই পোস্টার দেওয়ার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ এই নিয়ে বাম ও বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস ৷ ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি এই পোস্টারকে হাতিয়ার করে রাম-বাম তত্ত্বের কথা তুলে ধরেছেন ৷ তিনি আগেও দাবি করেছিলেন, যে বিজেপি সে-ই সিপিএম ৷ এই পোস্টার দিয়ে বাম ও বিজেপি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দিলীপ মাঝি ৷ তবে তাঁর দাবি, পঞ্চায়েত নির্বাচনে বাংলার মানুষ উন্নয়নের জোয়ারে সাড়া দিয়ে তৃণমূলকেই জয়ী করবে ৷ রাজনৈতিক এই পোস্টারই ঘাটালের গ্রামে পঞ্চায়েত নির্বাচনের দামামা বাজিয়ে দিয়েছে ৷

আরও পড়ুন: 'মানুষের জীবন এপাং-ওপাং-ঝপাং নয়', ডিপ্লোমা-ডাক্তার নিয়ে বিজেপির তোপের মুখে মমতা

Last Updated : May 12, 2023, 8:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.