ঘাটাল, 31 জুলাই: সাত সকালেই উদ্ধার হল সিপিএম কর্মীর দেহ । সোমবার ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার ইড়পালা গ্রাম পঞ্চায়েতের জয়বাগ গ্রামের । মৃতের নাম সঞ্জয় করণ ৷ তাঁর বাড়ি জয়বাগ গ্রামেই । খুনের অভিযোগ তুলেছে পরিবার । পরিবারের দাবি, রাজনৈতিক হিংসার কারণে খুন করা হয়েছে ওই সিপিএম কর্মীকে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷
সোমবার সকালে জয়বাগ গ্রামের পাট জমির মধ্যে সঞ্জয় করণের দেহ দেখতে পান এলাকার মানুষ । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার পুলিশ । উদ্ধার করা হয় মৃতদেহ ৷ পরিবারের অভিযোগ, সঞ্জয়কে খুন করা হয়েছে । এটা রাজনৈতিক খুন । এবার নির্বাচনে মৃত সঞ্জয় বাম প্রার্থী সুব্রত করণের এজেন্ট ছিলেন । রবিবার সকাল থেকেই নিখোঁজ ছিলেন সঞ্জয় । পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
মৃতের ভাই সুব্রত করণ বলেন, ‘‘গতকাল রাত 8টার পর থেকে দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । দাদা মূলত কাঠের কাজ করে ৷ সেই কাজেই ঘাটালের ইড়পালাতে গিয়েছিল । এরপর আমরা খোঁজ শুরু করি ৷ রাত 10টা পর্যন্ত খোঁজাখুঁজি করি ৷ কিন্তু কোনও খবর পাই না । আজ সকালেই গ্রামের মানুষ দেখতে পান তাঁর মৃতদেহ । যেহেতু দাদা আমার এবারে ভোটের এজেন্ট হয়ে কাজ করেছিলেন এবং আমি এলাকায় পঞ্চায়েত প্রার্থী হয়ে লড়েছিলাম তাই আমাদের দৃঢ় অনুমান উনি রাজনৈতিক কারণে খুন হয়েছেন । প্রতিহিংসার কারণের জন্যই ওকে খুন করেছে দুষ্কৃতীরা ।’’
তবে তিনি কোনও রাজনৈতিক দলের নাম করেননি ৷ যদিও এখনও পর্যন্ত নির্বাচন পর্ব চলাকালীন ও ভোট পরবর্তী হিংসার জেরে যত জন নিহত হয়েছেন, তার অধিকাংশ ক্ষেত্রেই কাঠগড়ায় উঠেছে শাসক দল তৃণমূল কংগ্রেস ৷ বিশেষ করে বিরোধীদের উপর হামলার অভিযোগ উঠলেই তৃণমূলকেই নিশানা করা হয়েছে ৷ এই ঘটনাতেও শাসক দল জড়িত থাকতে পারে বলে কেউ কেউ মনে করছে ৷