মেদিনীপুর, 31 মে: খড়ের তৈরি কুশপুতুল দাহ করতে গেলে তা নিয়ে যায় পুলিশ। ঘটনায় ক্ষুব্ধ পশ্চিম মেদিনাপুর জেলা সিপিআইএম। প্রতিবাদে সরব হয় তারা ৷ অবশেষে কোতোয়ালি থানার আইসির দ্বারস্থ হয়েছে জেলা সিপিএম নেতৃত্ব ৷ তাদের দাবি, কুশপুতুল কাড়িয়ে নিয়ে চলে গেলে হবে না । একইসঙ্গে পুলিশ কর্মী-সমর্থকদের উপর কুশপুত্তলিকা সংক্রান্ত স্বতঃপ্রণোদিত মামলা করতে পারবে না বলে দাবি করে তারা।
সাধারণত রাজ্য সরকারের বিভিন্ন নীতি এবং কাজের প্রতিবাদে প্রায় সময় রাজনৈতিক দলের নেতৃত্ব প্রতিবাদ জানায় ৷ সঙ্গে থানায় দেওয়া হয় ডেপুটেশন । অন্যান্য রাজনৈতিক দলের মত রাজ্যের বিরোধী দল সিপিআইএম শাসকদলের বিভিন্ন কাজের প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সময়ে । এমনকী তারা বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রীর খড়ের তৈরি কুশপুতুল দাহ করেছে । সেই কুশ পুতুল দাহ করা হয়েছে রাজ্যের নেতা মন্ত্রী-সহ খোদ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীরও । কিন্তু এইদিন জেলা বামেরা থানায় দ্বারস্থ হল এক অবাক করা বিষয় নিয়ে । তারা শহরের কোতোয়ালি থানায় আইসিকে একটি ডেপুটেশন দেয় ।
আরও পড়ুন: দুর্নীতির অভিযোগ, করণদিঘিতে বিডিওকে ডেপুটেশন সিপিআইএমের
যে ডেপুটেশনে উল্লেখ করে তারা যে তাদের প্রতিবাদ স্বরূপ কুশপুতুল দাহ করার সময় তা কেড়ে নিয়ে চলে গেলে হবে না । তাদের দাবি, কুশপুতুল নিয়ে কোনও পুলিশের পদস্থ আধিকারিক দৌড়বে, এটাও নিন্দাজনক ৷ এই ডেপুটেশনের নেতৃত্ব দেন পশ্চিম মেদিনীপুরের পূর্ব এরিয়া কমিটির সম্পাদক কুন্দন গোপ, পাপিয়া অধিকারী, আব্বাস আলি, সঞ্জয় সিনহা-সহ বিশিষ্ট নেতৃত্ব ।
এদিন সিপিএমের পূর্ব এরিয়া কমিটির সম্পাদক কুন্দন গোপ বলেন, "আমরা গোটা রাজ্যের সঙ্গে এই জেলার থানায় ডেপুটেশন তুলে দিয়েছি । মূল দাবি, আমাদের প্রতিবাদ স্বরূপ এই কুশপুতুল তুলে নিয়ে পুলিশ দৌড়াতে পারবে না । তাছাড়া পুতুল সংক্রান্ত স্বতঃপ্রণোদিত মামলা আমাদের নেতা কর্মীদের নামে করা যাবে না । এরই প্রতিবাদ আমরা জানিয়ে এসেছি । আমাদের আলোচনাও সদর্থক হয়েছে এবং পুলিশ আধিকারিক কথা দিয়েছেন এরকম ঘটনা আগামিদিনে ঘটবে না ।"
আরও পড়ুন: 'বাংলা আবাস যোজনা' নিয়ে দুর্নীতির অভিযোগে মালদায় মিছিল CPI(M)-র
উল্লেখ, বিগত দিনে মেদিনীপুর কোতোয়ালির আইসি পার্থসারথি পাল থাকাকালীন সিপিএমের কুশপুতুল দাহ করার সময় সেই পুতুল নিয়ে চলে ঘটনা ঘটে ৷ শুধু একবার নয়, বহুবার এরকমই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করতে এলেই তা নিয়ে চলে যান আইসি অথবা তাঁর সঙ্গে থাকা উঁচুস্তরের কোন পুলিশ আধিকারিক বলে অভিযোগ । আর তা নিয়েই ক্ষোভ জন্মায় সিপিআইএমের মধ্যে । এই ঘটনার প্রেক্ষিতে স্বতঃপ্রণোদিত মামলা করা হয় সিপিআইএম নেতা কর্মী ও নেতৃত্বের বিরুদ্ধে ।