দাঁতন, 15 মার্চ : ওড়িশা থেকে পশ্চিম মেদিনীপুরে ঢোকার মুখে দাঁতন সোনাকোনিয়ায় চালু হল চেকপোস্ট ৷ কোরোনা ভাইরাসের আতঙ্কের জেরে এই চেকপোস্ট চালু করল স্বাস্থ্য দপ্তর ৷ এই চেকপোষ্টে তিন শিফটে দু'জন করে কর্মী দিনরাত কাজ করবেন ৷
কোরোনা ভাইরাসের জেরে আতঙ্ক গোটা বিশ্বজুড়ে ৷ এই ভাইরাসে ভারতে দু'জনের মৃত্যুও হয়েছে ৷ তাই বিশেষ করে নজরদারি দেওয়া হচ্ছে সীমান্তবর্তী এলাকাগুলিতে ৷ পশ্চিম মেদিনীপুর ও ওড়িশা সীমান্তের দাঁতন এলাকায় বসল স্বাস্থ্য দপ্তরের চেক পোস্ট ৷ এই চেক পোস্টের মূলত উদ্দেশ্য হল, যাতায়াতকারী ভিন রাজ্যের গাড়ির চালক ও খালাসিদের কোরোনা সনাক্তকরণ ৷ এই নজরদারি শুরু হল গতকাল থেকে ৷
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরিশচন্দ্র বেরা বলেন, "আমাদের এই চেক পোষ্টে দিনরাত দু'জন করে কর্মী কাজ করবে ৷ 24 ঘণ্টা শিফটে মোট 6জন কর্মী কাজ করবে ৷ আমরা এই সীমান্তবর্তী এলাকায় চেকপোষ্টের ব্যবস্থা করেছি ভিন রাজ্যের গাড়ির চালক ও খালাসিদের জন্য ৷ গতকাল থেকে শুরু হল এই চেকপোস্ট ৷ অনির্দিষ্টকালের জন্য চলবে ৷ তবে যদি কোনও রোগী ধরা পড়ে, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ করবেন কর্মীরা ৷" এই চেকপোস্ট কতদিন থাকবে এবং কোরোনা ভাইরাসে আক্রান্ত বড় আকার ধারণ করলে তা কতটা কার্যকরী ভূমিকা গ্রহণ করবে, সে বিষয়ে কোনও তথ্য নেই স্বাস্থ্য দপ্তরের কাছে ৷