ETV Bharat / state

কোরোনা ঠেকাতে মহাযজ্ঞ করল হিন্দু জাগরণ মঞ্চ - কোরোনা ভাইরাস খবর

কোরোনা সংক্রমণ ছড়ানো রুখতে বন্ধ করা হয়েছে রাজ্যের একাধিক মন্দির ৷ এসবের মাঝেই কোরোনা থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে যজ্ঞের আয়োজন করল হিন্দু জাগরণ মঞ্চ৷ পাঁচজন পুরোহিত প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে করে এই যজ্ঞ ।

corona panic
corona panic
author img

By

Published : Mar 21, 2020, 1:24 PM IST

চন্দ্রকোনা, 21 মার্চ : কোরোনার প্রকোপ ঠেকাতে মহাযজ্ঞের আয়োজন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে । 50 কেজি ঘি পুড়িয়ে করা হল মহাযজ্ঞ । যজ্ঞের আয়োজন করেছে চন্দ্রকোনা রোড হিন্দু জাগরণ মঞ্চ ।

কোরোনা নিয়ে সচেতন করতে উদ্যোগী জেলা প্রশাসন ৷ প্রতিনিয়ত চলছে সেই কাজ ৷ বিভিন্ন জেলার তরফে ইতিমধ্যেই জারি করা হয়েছে হেল্পলাইন নম্বর ৷ স্থগিত রাখা হয়েছে রাজ্যের একাধিক মন্দিরের জমায়েত ৷ এসবের মাঝেই কোরোনা থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে যজ্ঞের আয়োজন করল হিন্দু জাগরণ মঞ্চ৷ পাঁচজন পুরোহিত প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে এই যজ্ঞ করেন ।

আজ যজ্ঞের পাশাপাশি গরিব ও দুস্থ মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচার চালানো হয় ৷ মাস্ক বিলি করেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা । হাতে দেওয়া হয় স্যানিটাইজ়ার । হিন্দু জাগরণ মঞ্চর সভাপতি পারিজাত চক্রবর্তীর দাবি, এই যজ্ঞের মাধ্যমে কোরোনা ভাইরাসকে নির্মূল করা যাবে ।

চন্দ্রকোনা, 21 মার্চ : কোরোনার প্রকোপ ঠেকাতে মহাযজ্ঞের আয়োজন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে । 50 কেজি ঘি পুড়িয়ে করা হল মহাযজ্ঞ । যজ্ঞের আয়োজন করেছে চন্দ্রকোনা রোড হিন্দু জাগরণ মঞ্চ ।

কোরোনা নিয়ে সচেতন করতে উদ্যোগী জেলা প্রশাসন ৷ প্রতিনিয়ত চলছে সেই কাজ ৷ বিভিন্ন জেলার তরফে ইতিমধ্যেই জারি করা হয়েছে হেল্পলাইন নম্বর ৷ স্থগিত রাখা হয়েছে রাজ্যের একাধিক মন্দিরের জমায়েত ৷ এসবের মাঝেই কোরোনা থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে যজ্ঞের আয়োজন করল হিন্দু জাগরণ মঞ্চ৷ পাঁচজন পুরোহিত প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে এই যজ্ঞ করেন ।

আজ যজ্ঞের পাশাপাশি গরিব ও দুস্থ মানুষের মধ্যে সচেতনতামূলক প্রচার চালানো হয় ৷ মাস্ক বিলি করেন হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা । হাতে দেওয়া হয় স্যানিটাইজ়ার । হিন্দু জাগরণ মঞ্চর সভাপতি পারিজাত চক্রবর্তীর দাবি, এই যজ্ঞের মাধ্যমে কোরোনা ভাইরাসকে নির্মূল করা যাবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.