পশ্চিম মেদিনীপুর, 11 এপ্রিল: রেলের অনুষ্ঠানে জয় শ্রীরাম ধ্বনিকে কেন্দ্র করে ফের বিতর্ক ৷ মঙ্গলবার মেদিনীপুর স্টেশনে তৈরি হওয়া নতুন লিফটের উদ্বোধনে করেন দিলীপ ঘোষ ৷ সেখানে তিনি পৌঁছতেই জয় শ্রীরাম ধ্বনি দেন বিজেপি কর্মী ও সমর্থকরা ৷ সরকারি অনুষ্ঠানে কেন ধর্মীয় স্লোগান উঠবে ? এই প্রশ্নে দিলীপ ঘোষ এবং বিজেপির সমালোচনা করেছে জেলা তৃণমূল নেতৃত্ব ৷ যদিও, এসবে গুরুত্ব দিতে নারাজ দিলীপ ঘোষ ৷ মেদিনীপুরের সাংসদ জানান, এসব জিনিস খুবই সাধারণ ব্যাপার ৷
বন্দে ভারতের উদ্বোধনের সময় মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া স্টেশনে পৌঁছাতেই জয় শ্রীরাম ধ্বনি দেয় সেখানে উপস্থিত বিজেপি কর্মীরা ৷ প্রতিবাদে রেলমন্ত্রীর সঙ্গে এক মঞ্চে ওঠেননি মুখ্যমন্ত্রী ৷ যা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি ৷ আজ মেদিনীপুর স্টেশনে একটি লিফটের উদ্বোধনে যান মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ৷ তিনি স্টেশনে ঢোকার মুখে শিবমন্দিরে পুজো দিয়ে স্টেশনে প্রবেশ করেন ৷ স্টেশনে তাঁর সঙ্গে থাকা বিজেপির কর্মীরা জয় শ্রীরাম ধ্বনি দেন ৷ সেই ধ্বনিতে সঙ্গ দেন বিজেপি সাংসদ নিজেও ৷
সেই সময় স্টেশনে উপস্থিত ছিলেন, দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের ডিআরএম-সহ একাধিক রেল আধিকারিক ৷ রেলের সরকারি অনুষ্ঠানে ধর্মীয় স্লোগানের কারণে ক্ষণিকের জন্য হলেও, অস্বস্তিতে পড়ে যান রেলকর্তারা ৷ যদিও এরপর আর কোনও স্লোগান ওঠেনি ৷ দিলীপ ঘোষ নবনির্মিত লিফটে ওঠেন ৷ স্টেশন চত্বর ঘুরে দেখেন ৷ যদিও, সরকারি অনুষ্ঠানে ধর্মীয় স্লোগানের বিরুদ্ধে সরব হয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব ৷ সর্বত্র ধর্মকে টেনে আনা বিজেপির সংস্কার বলে কটাক্ষ করা হয়েছে তৃণমূলের তরফে ৷
আরও পড়ুন: পুরনো মামলায় জামিন মঞ্জুর সুকান্ত ও দিলীপের
এই স্লোগান নিয়ে তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা জানান, এটাই বিজেপির সংস্কার ৷ আর সেই কারণেই মানুষ বিজেপির সঙ্গ ছেড়ে দিচ্ছে ৷ বাংলায় উত্তর ভারতের সংস্কৃতিকে নিয়ে আসার চেষ্টা হচ্ছে বলে দাবি তাঁর ৷ তবে, এ সব নিয়ে ভাবতে নারাজ দিলীপ ঘোষ ৷ বেশি গুরুত্বও দিতে চান না ৷ জয় বাংলা কোনও দলের রাজনৈতিক স্লোগান হতে পারলে, জয় শ্রীরামে কোনও সমস্যা থাকতে পারে না ৷