ETV Bharat / state

"দুয়ারে সরকার"-এর কাজ কেমন চলছে ? দেখতে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের অফিসে মুখ্যমন্ত্রী

author img

By

Published : Dec 8, 2020, 6:19 PM IST

দুপুরে রানিগঞ্জের উদ্দেশে রওনা দেওয়ার আগে পশ্চিম মেদিনীপুরে জেলাশাসকের অফিসে যান তিনি ৷ জেলাশাসকের দপ্তরে তখন "দুয়ারে সরকার"-এর কাজ চলছিল ৷

cm mamata banerjee visit duare sarkar camp in medinipur dm office
cm mamata banerjee visit duare sarkar camp in medinipur dm office

মেদিনীপুর, 8 ডিসেম্বর : কয়েকদিন আগেই শুরু হয়েছে "দুয়ারে দুয়ারে সরকার" ৷ এই প্রকল্পের কাজ ঠিকমতো চলছে কি না তা খতিয়ে দেখতে আজ পশ্চিম মেদিনীপুরে জেলাশাসকের দপ্তরে যান মুখ্যমন্ত্রী ৷ কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে ৷

জঙ্গলমহলে মুখ্যমন্ত্রীর তিনদিনের সফর শেষ হল আজ ৷ গতকাল মেদিনীপুর কলেজ মাঠে সভা করেন তিনি ৷ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দেন ৷ কটাক্ষ করেন বিরোধীদের ৷ এরপর মেদিনীপুরের প্রয়াত বিধায়ক মৃগেন মাইতির বাড়িতে গিয়ে দেখা করেন । পাশে থাকার আশ্বাস দেন ।

হঠাৎই জেলাশাসকের দপ্তরে মুখ্যমন্ত্রী, দেখলেন দুয়ারে সরকারের কাজ

আজ দুপুরে রানিগঞ্জের উদ্দেশে রওনা দেওয়ার আগে পশ্চিম মেদিনীপুরে জেলাশাসকের অফিসে যান তিনি ৷ জেলাশাসকের দপ্তরে তখন "দুয়ারে সরকার"-এর কাজ চলছিল ৷ নিজে দাঁড়িয়ে থেকে কাজকর্ম দেখেন তিনি ৷ প্রকল্পের সুবিধা মানুষ ঠিকমতো পাচ্ছে কি না তা খতিয়ে দেখেন ৷ ক্যাম্পে আসা মানুষের সঙ্গে কথা বলেন ৷ মানুষকে স্বাস্থ্যসাথীর প্রয়োজনীয়তা বোঝান ৷ এরপর রানিগঞ্জের উদ্দেশ রওনা দেন ৷

মেদিনীপুর, 8 ডিসেম্বর : কয়েকদিন আগেই শুরু হয়েছে "দুয়ারে দুয়ারে সরকার" ৷ এই প্রকল্পের কাজ ঠিকমতো চলছে কি না তা খতিয়ে দেখতে আজ পশ্চিম মেদিনীপুরে জেলাশাসকের দপ্তরে যান মুখ্যমন্ত্রী ৷ কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে ৷

জঙ্গলমহলে মুখ্যমন্ত্রীর তিনদিনের সফর শেষ হল আজ ৷ গতকাল মেদিনীপুর কলেজ মাঠে সভা করেন তিনি ৷ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দেন ৷ কটাক্ষ করেন বিরোধীদের ৷ এরপর মেদিনীপুরের প্রয়াত বিধায়ক মৃগেন মাইতির বাড়িতে গিয়ে দেখা করেন । পাশে থাকার আশ্বাস দেন ।

হঠাৎই জেলাশাসকের দপ্তরে মুখ্যমন্ত্রী, দেখলেন দুয়ারে সরকারের কাজ

আজ দুপুরে রানিগঞ্জের উদ্দেশে রওনা দেওয়ার আগে পশ্চিম মেদিনীপুরে জেলাশাসকের অফিসে যান তিনি ৷ জেলাশাসকের দপ্তরে তখন "দুয়ারে সরকার"-এর কাজ চলছিল ৷ নিজে দাঁড়িয়ে থেকে কাজকর্ম দেখেন তিনি ৷ প্রকল্পের সুবিধা মানুষ ঠিকমতো পাচ্ছে কি না তা খতিয়ে দেখেন ৷ ক্যাম্পে আসা মানুষের সঙ্গে কথা বলেন ৷ মানুষকে স্বাস্থ্যসাথীর প্রয়োজনীয়তা বোঝান ৷ এরপর রানিগঞ্জের উদ্দেশ রওনা দেন ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.