ETV Bharat / state

Mamata Banerjee Slams BJP: 'একশো দিনের টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার জীবনটাই অনলাইন করতে বলছে', মেদিনীপুরে তোপ মমতার

আজ মুখ্যমন্ত্রী পশ্চিম মেদিনীপুরের জনসভা থেকে একগুচ্ছ জনকল্যাণমূলক সরকারি প্রকল্পের কথা ঘোষণা করলেন ৷ এরপরই একশো দিনের টাকা নিয়ে জানালেন, বিজেপি সরকার টাকা দিচ্ছে না (Mamata slams BJP Government) ৷ এমনকী জিএসটির প্রাপ্য অর্থও পায় না তৃণমূল সরকার ৷

Mamata Banerjee
একশো দিনের টাকা
author img

By

Published : Feb 16, 2023, 12:31 PM IST

Updated : Feb 16, 2023, 1:19 PM IST

মেদিনীপুর, 16 ফেব্রুয়ারি: সাধারণ গ্রামবাসীদের জীবনটাকে অনলাইন করে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার ৷ কিন্তু প্রান্তিক মানুষ কীভাবে অনলাইন প্রক্রিয়ায় অভ্যস্ত হবে ? একশো দিনের টাকা না-দেওয়া নিয়ে কেন্দ্রকে এভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পঞ্চায়েত নির্বাচনের সময় এগিয়ে আসছে ৷ ততই ঘন ঘন জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ আজ পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর কলেজ মাঠে সকাল 11টায় জনসভা থেকে তিনি একগুচ্ছ প্রকল্প, সড়ক নির্মাণের কথা ঘোষণা করলেন ৷ পাশাপাশি বাদ গেল না কেন্দ্রের বঞ্চনার কথাও ৷ দুপুর 1টায় পুরুলিয়ায় জনসভা রয়েছে তাঁর ৷

জনসভার প্রথম সারিতে পড়ুয়ারা ভিড় করেছিল ৷ তাঁকে দেখতে, তাঁর কথা শুনতে বহু মানুষের জমায়েত হয় সেখানে ৷ গতকাল রাজ্য বাজেটে ডিএ বৃদ্ধির পাশপাশি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন ঘোষণা করেছে সরকার ৷ এদিন মঞ্চ থেকে জানালেন, ষাট বছরের বেশি বয়সি মহিলাদের কোনও চিন্তা করতে হবে না ৷ রাজ্য সরকার বিনামূল্য খাবার দিচ্ছে, স্বাস্থ্য নিয়েও চিন্তা করতে হবে না, এবার মায়েদের কারও কাছে পকেটমানি চাইতে হবে না ৷ এমনকী ছেলেমেয়েদের জীবনও সরকারের একগুচ্ছ প্রকল্পে সুরক্ষিত ৷ এরপরই উঠে আসে একশো দিনের প্রকল্পের বকেয়া টাকার কথা ৷

গ্রামের দিন আনা দিন খাওয়া মানুষদের আর্থিক অবস্থার উন্নতির লক্ষ্যে চালু হয়েছিল একশো দিনের প্রকল্প ৷ কেন্দ্রীয় সরকার সেই টাকা সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত করার কথা জানিয়েছে ৷ কিন্তু সেই বরাদ্দকৃত টাকা না-দেওয়া নিয়ে বারে বারেই কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার সকালেও তার অন্যথা হল না ৷ কেন্দ্রের অনলাইন প্রক্রিয়াকরণ নিয়ে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো ৷ এদিন তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার একশো দিনের টাকা দিচ্ছে না ৷ বলছে গ্রামবাসীদের আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করাতে হবে ৷ সব অনলাইন ! জীবনটাই অনলাইন করে দিচ্ছে ৷ কিন্তু গ্রামের লোকেরা কীভবে অনলাইনে লিঙ্ক করবে ? কেন্দ্র জানে ? কত ব্লকে, কত গ্রামে ব্যাংক নেই, সেটা জানে ? এটা চিন্তা করে দেখবে না বিজেপি সরকার ৷" কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মমতার আরও অভিযোগ, একশো দিনের টাকা ছাড়া অন্য আরও ক্ষেত্রগুলিতে মোদি সরকারের কাছ থেকে টাকা পাচ্ছে না রাজ্য সরকার ৷ জিএসটি প্রসঙ্গেও তোপ দাগেন মমতা ৷

আরও পড়ুন: ডিএ ইস্যুতে সরকারি কর্মচারীদের নবান্ন অভিযানে নৈতিক সমর্থন বিজেপির সুকান্তর

কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের নেতৃত্বে এনডিএ সরকারের রাজ্যকে টাকা না দেওয়ার কারণ কী ? এ প্রসঙ্গে কারও নাম না করে বিজেপি নেতাদের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "কেন্দ্র টাকা দিচ্ছে না ৷ বঞ্চনা করছে ৷ মিথ্যে কথা বলছে ৷ বিজেপির নেতারা কেন্দ্রে গিয়ে বলছে জলের টাকা, রাস্তার টাকা, একশো দিনের কাজের টাকা, বাড়ি তৈরির টাকা দেবেন না ৷" কিন্তু এই টাকার উৎস কী ? সাধারণ মানুষকে এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এই টাকাগুলো মানুষের টাকা ৷ জনগণের করের টাকা ৷ এই টাকা দিল্লি (বিজেপি সরকার) নিয়ে যায় ৷" এখানে উঠে আসে কেন্দ্রের জিএসটি (Goods and Services Tax, GST) লাগুর প্রসঙ্গ ৷ মুখ্যমন্ত্রী বলেন, "এখন রাজ্য কর আদায় করে না ৷ একটা কাপড় কিনলেও জিএসটি দিতে হয় ৷ সেই টাকা কেন্দ্রের কাছে চলে যায় ৷ জিএসটিতে রাজ্য়ের প্রাপ্য টাকা দেয় না মোদি সরকার ৷" কিন্তু এত অভাব সত্ত্বেও তিনি রাজ্যের মানুষকে শান্তিতে রাখতে চান, জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "বাংলাই একমাত্র, যেখানে রাজ্য সরকার সবাইকে মালার মতো গেঁথে রেখেছে ৷ মানুষ সুস্থ থাকুক, সুখে থাকুক ৷"

আরও পড়ুন: বিজেপি-সরকারের কাছে জিএসটি বাবদ বাংলার পাওনা 2 হাজার কোটিরও বেশি, দাবি নবান্নের

মেদিনীপুর, 16 ফেব্রুয়ারি: সাধারণ গ্রামবাসীদের জীবনটাকে অনলাইন করে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার ৷ কিন্তু প্রান্তিক মানুষ কীভাবে অনলাইন প্রক্রিয়ায় অভ্যস্ত হবে ? একশো দিনের টাকা না-দেওয়া নিয়ে কেন্দ্রকে এভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পঞ্চায়েত নির্বাচনের সময় এগিয়ে আসছে ৷ ততই ঘন ঘন জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ৷ আজ পশ্চিম মেদিনীপুরে মেদিনীপুর কলেজ মাঠে সকাল 11টায় জনসভা থেকে তিনি একগুচ্ছ প্রকল্প, সড়ক নির্মাণের কথা ঘোষণা করলেন ৷ পাশাপাশি বাদ গেল না কেন্দ্রের বঞ্চনার কথাও ৷ দুপুর 1টায় পুরুলিয়ায় জনসভা রয়েছে তাঁর ৷

জনসভার প্রথম সারিতে পড়ুয়ারা ভিড় করেছিল ৷ তাঁকে দেখতে, তাঁর কথা শুনতে বহু মানুষের জমায়েত হয় সেখানে ৷ গতকাল রাজ্য বাজেটে ডিএ বৃদ্ধির পাশপাশি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য নতুন ঘোষণা করেছে সরকার ৷ এদিন মঞ্চ থেকে জানালেন, ষাট বছরের বেশি বয়সি মহিলাদের কোনও চিন্তা করতে হবে না ৷ রাজ্য সরকার বিনামূল্য খাবার দিচ্ছে, স্বাস্থ্য নিয়েও চিন্তা করতে হবে না, এবার মায়েদের কারও কাছে পকেটমানি চাইতে হবে না ৷ এমনকী ছেলেমেয়েদের জীবনও সরকারের একগুচ্ছ প্রকল্পে সুরক্ষিত ৷ এরপরই উঠে আসে একশো দিনের প্রকল্পের বকেয়া টাকার কথা ৷

গ্রামের দিন আনা দিন খাওয়া মানুষদের আর্থিক অবস্থার উন্নতির লক্ষ্যে চালু হয়েছিল একশো দিনের প্রকল্প ৷ কেন্দ্রীয় সরকার সেই টাকা সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত করার কথা জানিয়েছে ৷ কিন্তু সেই বরাদ্দকৃত টাকা না-দেওয়া নিয়ে বারে বারেই কেন্দ্রকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার সকালেও তার অন্যথা হল না ৷ কেন্দ্রের অনলাইন প্রক্রিয়াকরণ নিয়ে তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো ৷ এদিন তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার একশো দিনের টাকা দিচ্ছে না ৷ বলছে গ্রামবাসীদের আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করাতে হবে ৷ সব অনলাইন ! জীবনটাই অনলাইন করে দিচ্ছে ৷ কিন্তু গ্রামের লোকেরা কীভবে অনলাইনে লিঙ্ক করবে ? কেন্দ্র জানে ? কত ব্লকে, কত গ্রামে ব্যাংক নেই, সেটা জানে ? এটা চিন্তা করে দেখবে না বিজেপি সরকার ৷" কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মমতার আরও অভিযোগ, একশো দিনের টাকা ছাড়া অন্য আরও ক্ষেত্রগুলিতে মোদি সরকারের কাছ থেকে টাকা পাচ্ছে না রাজ্য সরকার ৷ জিএসটি প্রসঙ্গেও তোপ দাগেন মমতা ৷

আরও পড়ুন: ডিএ ইস্যুতে সরকারি কর্মচারীদের নবান্ন অভিযানে নৈতিক সমর্থন বিজেপির সুকান্তর

কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের নেতৃত্বে এনডিএ সরকারের রাজ্যকে টাকা না দেওয়ার কারণ কী ? এ প্রসঙ্গে কারও নাম না করে বিজেপি নেতাদের দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "কেন্দ্র টাকা দিচ্ছে না ৷ বঞ্চনা করছে ৷ মিথ্যে কথা বলছে ৷ বিজেপির নেতারা কেন্দ্রে গিয়ে বলছে জলের টাকা, রাস্তার টাকা, একশো দিনের কাজের টাকা, বাড়ি তৈরির টাকা দেবেন না ৷" কিন্তু এই টাকার উৎস কী ? সাধারণ মানুষকে এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "এই টাকাগুলো মানুষের টাকা ৷ জনগণের করের টাকা ৷ এই টাকা দিল্লি (বিজেপি সরকার) নিয়ে যায় ৷" এখানে উঠে আসে কেন্দ্রের জিএসটি (Goods and Services Tax, GST) লাগুর প্রসঙ্গ ৷ মুখ্যমন্ত্রী বলেন, "এখন রাজ্য কর আদায় করে না ৷ একটা কাপড় কিনলেও জিএসটি দিতে হয় ৷ সেই টাকা কেন্দ্রের কাছে চলে যায় ৷ জিএসটিতে রাজ্য়ের প্রাপ্য টাকা দেয় না মোদি সরকার ৷" কিন্তু এত অভাব সত্ত্বেও তিনি রাজ্যের মানুষকে শান্তিতে রাখতে চান, জানান মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "বাংলাই একমাত্র, যেখানে রাজ্য সরকার সবাইকে মালার মতো গেঁথে রেখেছে ৷ মানুষ সুস্থ থাকুক, সুখে থাকুক ৷"

আরও পড়ুন: বিজেপি-সরকারের কাছে জিএসটি বাবদ বাংলার পাওনা 2 হাজার কোটিরও বেশি, দাবি নবান্নের

Last Updated : Feb 16, 2023, 1:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.