দাঁতন, 18 জুন : দাঁতনে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজকে কেন্দ্র করে তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ হয় । এই সংঘর্ষের ফলে উভয়পক্ষের ছ'জন আহত হয়েছে । আহতদের প্রথমে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে তাঁদের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে BJP ও তৃণমূল ।
লকডাউনে মানুষের হাতে নগদ জোগানের জন্য বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ চলছে । দাঁতনেও কয়েকদিন আগে এই কাজ শুরু হয়েছে । জানা যায়, গতকাল সকালে প্রতিদিনের মতোই কাজ হচ্ছিল ৷ সেই সময় দুই দলের কর্মীদের মধ্যে বচসা হয় ৷ পরে সব মিটমাটও হয়ে যায় ৷ BJP-র তরফে অভিযোগ, রাতে দলীয় কর্মীদের উপর লাঠি নিয়ে হঠাৎই হামলা চালান তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ জখম হন চার BJP কর্মী ৷ BJP-র পালটা মারে আহত হন দুই তৃণমূল কর্মী ৷ আহত ছ'জনকেই প্রথমে দাঁতন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে তাঁদের মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
এই বিষয়ে BJP-র জেলা সভাপতি সমিতকুমার দাস অভিযোগ করেন, পুলিশের প্রশ্রয়ে BJP কর্মীদের মারধর করছে তৃণমূল । BJP-র বিরুদ্ধে পালটা অভিযোগ করেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি । তিনি বলেন, তৃণমূল কর্মীদের উপর প্রথমে হামলা চালিয়েছেন BJP কর্মীরা । এরপর তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে । ঘটনার তদন্ত শুরু করেছে দাঁতন থানার পুলিশ । এলাকায় চলছে পুলিশি টহল ।