ETV Bharat / state

জামিনে মুক্ত ছত্রধর - কিষেণজি

2009 সালের 26 সেপ্টেম্বরে লালগড় থেকে গ্রেপ্তার করা হয়েছিল ছত্রধরকে ৷ সবমিলিয়ে মোট 27 টি মামলা রজু হয়েছিল ছত্রধরের বিরুদ্ধে ৷ এখনও 15 টি মামলা চলছে তার বিরুদ্ধে ৷ এমত অবস্থায় গতকাল জামিন পেল ছত্রধর মাহাতো ৷

Lalgarh movement
ছত্রধর মাহাতো
author img

By

Published : Feb 2, 2020, 2:52 AM IST

মেদিনীপুর, 2 ফেব্রুয়ারি : অবশেষে দীর্ঘ 11 বছর পর জামিন পেল জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাত ৷ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে গতকালই ছাড়া পায় সে ৷ লালগড় এলাকায় মানুষের সঙ্গে আজ দেখা করে আবার নতুন করে আন্দোলনের রূপরেখা তৈরি করার চিন্তাভাবনা করবে বলেও জানিয়েছে সে ৷

পশ্চিম মেদিনীপুর জেলায় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ে বোমা ফাটানোর ঘটনায় নাম জড়িয়েছিল তার ৷ এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ এবং যৌথবাহিনী গ্রামে ঢুকে আদিবাসী নিরীহ মানুষদের উপর তল্লাশির নামে অত্যাচার করছে ৷এই অভিযোগ তুলে সেই সময় গড়ে ওঠে পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণ কমিটি ৷ সেই কমিটির প্রধান মুখ ছিলেন ছত্রধর মাহাত ৷

2009 সালের 26 সেপ্টেম্বর তাকে লালগড় থেকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তার বিরুদ্ধে মোট 27 টি মামলা দেওয়া হয় ৷ কখনও মেদিনীপুর সংশোধনাগার আবার কখনও প্রেসিডেন্সি সংশোধনাগারে তাকে রাখা হচ্ছিল ৷ দীর্ঘ 11 বছর পর অবশেষে জামিনে মুক্তি পেল এই জনসাধারণ কমিটির নেতা ৷ দীর্ঘ সময় কেটেছে ৷ এর মধ্যে অনেকে পরিবর্তনও হয়েছে ৷ রাস্তাঘাট ভালো হয়েছে ৷ স্কুল-কলেজ হয়েছে ৷ আজকের আন্দোলনের রূপরেখা তাই কী হবে সে প্রসঙ্গে ছত্রধরের বক্তব্য, "সেই সময় আমাদের আন্দোলন ছিল মূলত অনুন্নয়নের বিরুদ্ধে ৷ কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে ৷ আমি দেখব আমার এলাকার মানুষ আমাকে কতটা চায় ৷ আমি যে জন্য লড়াই করেছিলাম, যে জন্য এত বছর জেল খেটেছি সেই কাজের জন্য আবার ঝাঁপিয়ে পড়ব ৷ নতুন করে ভালো কাজের জন্য আন্দোলনে নামব ৷"

ছত্রধর মাহাতর আইনজীবী কৌশিক সিনহার জানান, মোট 27 টি মামলার মধ্যে এখনও 15 টি মামলা রয়েছে ছত্রধরের নামে ৷ সেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে ৷ তবে সরকার যে ভূমিকার উপর ভিত্তি করে তার বিরুদ্ধে 27 টি মামলা করেছিল, সেগুলির বেশিরভাগটাই নস্যাৎ হয়ে গেছে এবং জামিনে মুক্তি পেয়েছে ছত্রধর ৷

মেদিনীপুর, 2 ফেব্রুয়ারি : অবশেষে দীর্ঘ 11 বছর পর জামিন পেল জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাত ৷ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে গতকালই ছাড়া পায় সে ৷ লালগড় এলাকায় মানুষের সঙ্গে আজ দেখা করে আবার নতুন করে আন্দোলনের রূপরেখা তৈরি করার চিন্তাভাবনা করবে বলেও জানিয়েছে সে ৷

পশ্চিম মেদিনীপুর জেলায় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ে বোমা ফাটানোর ঘটনায় নাম জড়িয়েছিল তার ৷ এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ এবং যৌথবাহিনী গ্রামে ঢুকে আদিবাসী নিরীহ মানুষদের উপর তল্লাশির নামে অত্যাচার করছে ৷এই অভিযোগ তুলে সেই সময় গড়ে ওঠে পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণ কমিটি ৷ সেই কমিটির প্রধান মুখ ছিলেন ছত্রধর মাহাত ৷

2009 সালের 26 সেপ্টেম্বর তাকে লালগড় থেকে গ্রেপ্তার করে পুলিশ ৷ তার বিরুদ্ধে মোট 27 টি মামলা দেওয়া হয় ৷ কখনও মেদিনীপুর সংশোধনাগার আবার কখনও প্রেসিডেন্সি সংশোধনাগারে তাকে রাখা হচ্ছিল ৷ দীর্ঘ 11 বছর পর অবশেষে জামিনে মুক্তি পেল এই জনসাধারণ কমিটির নেতা ৷ দীর্ঘ সময় কেটেছে ৷ এর মধ্যে অনেকে পরিবর্তনও হয়েছে ৷ রাস্তাঘাট ভালো হয়েছে ৷ স্কুল-কলেজ হয়েছে ৷ আজকের আন্দোলনের রূপরেখা তাই কী হবে সে প্রসঙ্গে ছত্রধরের বক্তব্য, "সেই সময় আমাদের আন্দোলন ছিল মূলত অনুন্নয়নের বিরুদ্ধে ৷ কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে ৷ আমি দেখব আমার এলাকার মানুষ আমাকে কতটা চায় ৷ আমি যে জন্য লড়াই করেছিলাম, যে জন্য এত বছর জেল খেটেছি সেই কাজের জন্য আবার ঝাঁপিয়ে পড়ব ৷ নতুন করে ভালো কাজের জন্য আন্দোলনে নামব ৷"

ছত্রধর মাহাতর আইনজীবী কৌশিক সিনহার জানান, মোট 27 টি মামলার মধ্যে এখনও 15 টি মামলা রয়েছে ছত্রধরের নামে ৷ সেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে ৷ তবে সরকার যে ভূমিকার উপর ভিত্তি করে তার বিরুদ্ধে 27 টি মামলা করেছিল, সেগুলির বেশিরভাগটাই নস্যাৎ হয়ে গেছে এবং জামিনে মুক্তি পেয়েছে ছত্রধর ৷

Intro:অবশেষে দীর্ঘ 11 বছর পর জামিন পেল জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতো, প্রেসিডেন্সি কারেকশনাল হোম থেকে ছাড়া পাওয়ার পর ছত্রধর জানাল রবিবার সে লালগড় এলাকায় মানুষের সঙ্গে দেখা করবে আবার নতুন করে আন্দোলনের রূপরেখা তৈরি করার চিন্তাভাবনা তার l Body:অবশেষে দীর্ঘ 11 বছর পর জামিন পেল জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতো, প্রেসিডেন্সি কারেকশনাল হোম থেকে ছাড়া পাওয়ার পর ছত্রধর জানাল রবিবার সে লালগড় এলাকায় মানুষের সঙ্গে দেখা করবে আবার নতুন করে আন্দোলনের রূপরেখা তৈরি করার চিন্তাভাবনা তার l


জামিনে মুক্তি পেল একসময়ের পুলিশের ত্রাস তথা ছত্রধর মাহাতো , যাকে একসময় জনসাধারণ কমিটির নেতা এবং অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের জঙ্গলের রাজা বলা হত l পশ্চিম মেদিনীপুর জেলায় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয় এ বম্ব ব্লাস্টের ঘটনায় নাম জড়িয়ে পড়েছিল এই ছত্রধর মাহাতোর l এছাড়াও এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ এবং যৌথবাহিনী গ্রামে ঢুকে ঢুকে আদিবাসী নিরীহ মানুষদের উপর অত্যাচার করছে তল্লাশির নামে এই অভিযোগ তুলে সেই সময় জঙ্গলমহলের অশিক্ষিত গ্রামবাসীদের নিয়ে প্রতিবাদ করে এই ছত্রধর মাহাতো এবং রাতারাতি গড়ে তোলেন পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণ কমিটি l এই ছত্রধর মাহাতোর আন্দোলনের পুরো ভাগটা জুড়ে শুরু হয়েছিল 2008 সাল থেকে l সেই সময় পুলিশি সন্ত্রাস বিরোধী জনসাধারণ কমিটি তৈরি করে ছত্রধর মাহাতো রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং লালগড় ঝাড়গ্রামের এর বিস্তীর্ণ এলাকায় রাস্তা কেটে তিনি পুলিশ প্রশাসনের গ্রামে ঢুকে অত্যাচারের প্রতিবাদ জানিয়েছিলেন l পরবর্তীকালে আন্দোলন আরো হিংসাত্মক হয়ে উঠেছিল l রাস্তা কাটা থেকে শুরু করে পুলিশ কে গ্রামে না ঢুকতে দেওয়া এবং বিভিন্ন মাওবাদী কার্যকলাপের মতো অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে l অবশেষে 26 /9 /2009 সালে তাকে লালগড় থেকে গ্রেপ্তার করে তৎকালীন সরকারের পুলিশ ,তার বিরুদ্ধে মোট 27 টি মামলা দেওয়া হয় l পরবর্তীকালে যারা একসময় ছত্রধরের বিভিন্ন আন্দোলন মঞ্চে দেখা গেছে সেই তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর তার ছাড়ানোর ব্যবস্থা করেনি ফলে প্রায় বিশাল সংখ্যক মামলার দায় ভারে জেল খাটছেন ছত্রধর মাহাতো l কখনো মেদিনীপুর কারেকশনাল হোম কখনো বা প্রেসিডেন্সিতে তাকে রাখা হচ্ছিল l 2008 - 09 এ মূল সংবাদপত্রের পৃষ্ঠা দখল করেছিল এই ছত্রধর মাহাতো l যে জঙ্গলমহলের মানুষ পাতা খেয়ে সংসার চালায় সেই সব মানুষদের কে একত্রিত করে তিনি প্রশাসনিক ব্যর্থতা এবং তার সাথে পুলিশের বিরুদ্ধে শ্লোগান দিয়ে এই জনসাধারণ কমিটি গড়ে তুলেছিলেন l সেই জনসাধারণ কমিটির পক্ষ থেকে তাকে নেতা করা হয় এবং তিনি সমস্ত গ্রামবাসীকে একত্রিত করে এর প্রতিবাদ করেছিলেন l তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মাওবাদী নেতা কিষেনজির মৃত্যু হলেও পরবর্তীকালে ছাড়া পাননি ছত্রধর মাহাতো l দীর্ঘ 11 বছর পর অবশেষে মুক্তি পেল এই জনসাধারণ কমিটির নেতা l দীর্ঘ সময় কেটেছে ,পরিবর্তন অনেক কিছুই ঘটেছে , যে উন্নয়নের বিরুদ্ধে লড়াই করে নেতা করা হয়ে ছিল এই ছত্রধর মাহাতো কে সেই উন্নয়ন আজ জঙ্গলমহল এলাকায় দেখা গেছে l রাস্তাঘাট ভালো হয়েছে ,স্কুল-কলেজ হয়েছে ,বিভিন্ন আদিবাসী এবং অনগ্রসর আদিবাসী মাহাতো মানুষদের বাসস্থান এবং সাহায্য মিলেছে l আজকের আন্দোলনের রূপরেখা তাই কী হবে তাই নিয়ে ছত্রধরের বক্তব্য 'সেই সময় আমাদের আন্দোলন ছিল মূলত উন্নয়নের নিয়ে, অনুন্নয়নের বিরুদ্ধে কিন্তু এখন অনেক পরিবর্তন হয়েছে, আমি দেখবো আমার এলাকার মানুষ আমাকে কতটা চাই l আমি যে জন্য লড়াই করেছিলাম যে ,জন্য এত বছর জেল খেটেছি সেই কাজের জন্য আবার ঝাঁপিয়ে পড়বো l নতুন করে ভালো কিছু কাজের জন্য আবার আন্দোলনে নামবো l তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন কাজকর্ম নিয়ম সন্তোষ প্রকাশ করেন ছত্রধর মাহাতো l তিনি বলেন তার কাজ উন্নয়ন করা এবং জঙ্গলমহলে বহু উন্নয়নের কাজ কর্ম অনেক পেপার পড়ে অনেক কিছু জেনেছি , তাঁর কাজের সঙ্গে আন্দোলনের অনেকটাই মিল খায় তাই সেই বিষয়টা ভেবে দেখব , এই রকমই বক্তব্যে জানালো জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতো l ছত্রধর মাহাতোর আইনজীবী কৌশিক সিনহার বক্তব্য মোট 27 টি কেসের মধ্যে এখনো 15 টি কেস ঝুলছে ছত্রধরের নামে, সেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাবে ,তবে সরকার যে ভূমিকার উপর ভিত্তি করে তার বিরুদ্ধে 27 টি কেস দিয়েছিল সেগুলোর বেশির ভাগ টাই নস্যাৎ হয়ে গেছে এবং জামিনে মুক্তি পেয়েছে ছত্রধর ,আগামীকাল লালগড়ে মানুষের সঙ্গে তিনি এলাকায় যাবেন দেখা করবেন l Conclusion:অবশেষে দীর্ঘ 11 বছর পর জামিন পেল জনসাধারণ কমিটির নেতা ছত্রধর মাহাতো, প্রেসিডেন্সি কারেকশনাল হোম থেকে ছাড়া পাওয়ার পর ছত্রধর জানাল রবিবার সে লালগড় এলাকায় মানুষের সঙ্গে দেখা করবে আবার নতুন করে আন্দোলনের রূপরেখা তৈরি করার চিন্তাভাবনা তার l
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.