চন্দ্রকোনা, 16 জানুয়ারি : পৌষ পার্বণের পিঠে পুলি তৈরি করতে গিয়ে অগ্নিদগ্ধ হলেন স্বামী-স্ত্রী ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ৷ বর্তমানে দু'জনেই আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন (Husband and wife burnt while cooking for Poush Parbon) ৷
জানা গিয়েছে, চন্দ্রকোনার বহড়াশোলের বাসিন্দা মানিক ফৌজদারের স্ত্রী ঝুনু ফৌজদার শনিবার পিঠে তৈরি করছিলেন ৷ সেই সময় হঠাৎ তাঁর গায়ে আগুন লেগে যায় ৷ তাঁকে বাঁচাতে যান স্বামী মানিক ৷ তাঁর গায়েও আগুন লাগে ৷ গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় দু'জনকেই ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ।
আরও পড়ুন : Fire inside Petrol Pump : রঘুনাথগঞ্জে পেট্রোল পাম্পের ভিতরে গাড়িতে আগুন
আহত মানিক ফৌজদারের মা মংলা ফৌজদার জানান, শনিবার রাতে বাড়িতে পিঠে পুলি তৈরির সময় কোনও ভাবে তাঁর বৌমা ঝুনু ফৌজদারের শাড়িতে আগুন ধরে যায় ৷ বৌমার চিৎকার শুনে তাঁকে বাঁচাতে গিয়ে আগুন লাগে ছেলে মানিকের গায়েও । স্থানীয়রা দু'জনকেই সঙ্গে সঙ্গে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে । ঝুনু ফৌজদারের অবস্থা আশঙ্কাজনক ।