চন্দ্রকোনা, 23 নভেম্বর : দুর্ঘটনার কবলে সাংসদ অভিনেতা দেবের গাড়ি । আজ চন্দ্রকোনায় তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে । যদিও অভিনেতা সুরক্ষিত রয়েছেন । ঘটনায় কোনও হতাহতের খবর নেই ।
পুলিশ সূত্রে খবর, আজ চন্দ্রকোনার ডুকিতে একটি সিনেমার শুটিং করতে যান । তাঁকে শুটিংয়ের জায়গায় ছেড়ে গাড়ি নিয়ে চালক ফিরছিলেন । সেইসময় 60 নম্বর জাতীয় সড়কের উপর ডুকি এলাকায় একটি ইঞ্জিন চালিত ভ্যানের সঙ্গে সেটির ধাক্কা লাগে । গাড়িতে না থাকায় দুর্ঘটনা এড়িয়ে যান অভিনেতা । ঘটনায় পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের হয়নি । কীভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ ।