ETV Bharat / state

Duare Sarkar: দুয়ারে সরকার শিবিরেই বেসরকারি ব্যাংকের স্টল, গাড়ি ঋণের পসরা নিয়ে বিতর্ক

দুয়ারে সরকার (Duare Sarkar) শিবিরেই মিলছে বেসরকারি ব্য়াংকের তরফে গাড়ি ঋণ (Car Loan by Private Bank) ৷ পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর (Medinipur) শহরের ঘটনায় শুরু নয়া বিতর্ক (Controversy) ৷

Car Loan by Private Bank at Duare Sarkar Camp in Medinipur sparks new Controversy
দুয়ারে সরকার শিবিরেই বেসরকারি ব্যাংকের স্টল ৷
author img

By

Published : Dec 21, 2022, 7:12 PM IST

দুয়ারে সরকার শিবিরেই বেসরকারি ব্যাংকের স্টল, গাড়ি ঋণের পসরা নিয়ে বিতর্ক

মেদিনীপুর, 21 ডিসেম্বর: দুয়ারে সরকার (Duare Sarkar) শিবির ঘিরে এবার নয়া বিতর্ক (Controversy) ৷ অভিযোগ, সরকারি এই কর্মসূচি যেখানে চলছে, সেই চত্বরেই মিলছে বেসরকারি ব্য়াংকের তরফে গাড়ি ঋণ (Car Loan by Private Bank) ৷ দেওয়া হচ্ছে গৃহ ঋণ সংক্রান্ত পরিষেবাও ৷ প্রশ্ন উঠছে, এভাবে কি সরকারি প্রকল্পের শিবির থেকে বেসরকারি ব্যাংক ঋণ দিতে পারে ? এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ আর তৃণমূলের নেতানেত্রীদের গলায় শোনা গিয়েছে ভিন্ন ভিন্ন সুর ! ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর (Medinipur) শহর ৷

মেদিনীপুর শহরের 11 নম্বর ওয়ার্ডে বসেছিল দুয়ারে সরকারের শিবির ৷ অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ে এই শিবির করা হয় ৷ সেখানেই দেখা মেলে বেসরকারি ব্য়াংকের প্রতিনিধিদের ৷ একটি স্টল তৈরি করে দুয়ারে সরকারে আসা বাসিন্দাদের কাছে দেদার গাড়ি ঋণের প্রচার করেন তাঁরা ৷ সূত্রে খবর, কম সুদের টোপে অনেকে আবার সেই ঋণ পাওয়ার জন্য আবেদনও করেন ৷ দু'চাকা এবং চারচাকা গাড়ি কেনার জন্য ঋণ পেতে আবেদনপত্র পূরণ করতে দেখা যায় শিবিরে আসা স্থানীয় বাসিন্দাদের ৷

আরও পড়ুন: দুয়ারে সরকারে ব্যস্ত প্রায় 600 শিক্ষক, পৌরস্কুলে লাটে শিক্ষা !

এর প্রতিবাদে মাঠে নেমেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ দলের জেলা সহ-সভাপতি শংকর গুছাইত বলেন, "শিক্ষাকে শেষ করে দেওয়ার জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে ৷ তাই স্কুল বন্ধ করে, পরীক্ষা বন্ধ করে দুয়ারে সরকারের শিবির চলে ৷ আবার এখানেই গাড়ি ঋণ দেওয়া হচ্ছে ! কাটমানি ছাড়া তৃণমূল আর কিছু বোঝে না ৷ আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷"

যদিও এই বিষয়ে ব্যাংকের প্রতিনিধিদের বক্তব্য হল, "আমরা এই ধরনের শিবিরে স্টল দিই ৷ মানুষের সুবিধার্থেই এমনটা করা হয় ৷ এই ধরনের শিবিরে বহু মানুষ আসেন ৷ এখানেও অনেকেই কম সুদে ঋণ নিতে আগ্রহী ৷ তাঁরা দু'চাকার থেকে চারচাকা গাড়িই বেশি পছন্দ করছেন ৷"

এ নিয়ে প্রশ্ন করা হলে স্থানীয় কাউন্সিলর লিপিকা বিশোই বলেন, "মূলত সরকারি প্রকল্পের বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই শিবির ৷ এর সঙ্গে বিভিন্ন বেসরকারি স্টলও আছে ৷ রয়েছে একাধিক স্বনির্ভর গোষ্ঠীর স্টল ৷ মানুষের সাহায্যার্থেই এই স্টলগুলি দেওয়া হয়েছে ৷" যদিও তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি অরুণ চৌধুরী বলেন, "এই ধরনের কোনও স্টল শিবিরে রয়েছে কি না, জানি না ৷ তাই এ নিয়ে কোনও মন্তব্য করব না ৷"

দুয়ারে সরকার শিবিরেই বেসরকারি ব্যাংকের স্টল, গাড়ি ঋণের পসরা নিয়ে বিতর্ক

মেদিনীপুর, 21 ডিসেম্বর: দুয়ারে সরকার (Duare Sarkar) শিবির ঘিরে এবার নয়া বিতর্ক (Controversy) ৷ অভিযোগ, সরকারি এই কর্মসূচি যেখানে চলছে, সেই চত্বরেই মিলছে বেসরকারি ব্য়াংকের তরফে গাড়ি ঋণ (Car Loan by Private Bank) ৷ দেওয়া হচ্ছে গৃহ ঋণ সংক্রান্ত পরিষেবাও ৷ প্রশ্ন উঠছে, এভাবে কি সরকারি প্রকল্পের শিবির থেকে বেসরকারি ব্যাংক ঋণ দিতে পারে ? এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ আর তৃণমূলের নেতানেত্রীদের গলায় শোনা গিয়েছে ভিন্ন ভিন্ন সুর ! ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর (Medinipur) শহর ৷

মেদিনীপুর শহরের 11 নম্বর ওয়ার্ডে বসেছিল দুয়ারে সরকারের শিবির ৷ অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ে এই শিবির করা হয় ৷ সেখানেই দেখা মেলে বেসরকারি ব্য়াংকের প্রতিনিধিদের ৷ একটি স্টল তৈরি করে দুয়ারে সরকারে আসা বাসিন্দাদের কাছে দেদার গাড়ি ঋণের প্রচার করেন তাঁরা ৷ সূত্রে খবর, কম সুদের টোপে অনেকে আবার সেই ঋণ পাওয়ার জন্য আবেদনও করেন ৷ দু'চাকা এবং চারচাকা গাড়ি কেনার জন্য ঋণ পেতে আবেদনপত্র পূরণ করতে দেখা যায় শিবিরে আসা স্থানীয় বাসিন্দাদের ৷

আরও পড়ুন: দুয়ারে সরকারে ব্যস্ত প্রায় 600 শিক্ষক, পৌরস্কুলে লাটে শিক্ষা !

এর প্রতিবাদে মাঠে নেমেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ দলের জেলা সহ-সভাপতি শংকর গুছাইত বলেন, "শিক্ষাকে শেষ করে দেওয়ার জন্য এই সরকার উঠে পড়ে লেগেছে ৷ তাই স্কুল বন্ধ করে, পরীক্ষা বন্ধ করে দুয়ারে সরকারের শিবির চলে ৷ আবার এখানেই গাড়ি ঋণ দেওয়া হচ্ছে ! কাটমানি ছাড়া তৃণমূল আর কিছু বোঝে না ৷ আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷"

যদিও এই বিষয়ে ব্যাংকের প্রতিনিধিদের বক্তব্য হল, "আমরা এই ধরনের শিবিরে স্টল দিই ৷ মানুষের সুবিধার্থেই এমনটা করা হয় ৷ এই ধরনের শিবিরে বহু মানুষ আসেন ৷ এখানেও অনেকেই কম সুদে ঋণ নিতে আগ্রহী ৷ তাঁরা দু'চাকার থেকে চারচাকা গাড়িই বেশি পছন্দ করছেন ৷"

এ নিয়ে প্রশ্ন করা হলে স্থানীয় কাউন্সিলর লিপিকা বিশোই বলেন, "মূলত সরকারি প্রকল্পের বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই এই শিবির ৷ এর সঙ্গে বিভিন্ন বেসরকারি স্টলও আছে ৷ রয়েছে একাধিক স্বনির্ভর গোষ্ঠীর স্টল ৷ মানুষের সাহায্যার্থেই এই স্টলগুলি দেওয়া হয়েছে ৷" যদিও তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি অরুণ চৌধুরী বলেন, "এই ধরনের কোনও স্টল শিবিরে রয়েছে কি না, জানি না ৷ তাই এ নিয়ে কোনও মন্তব্য করব না ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.