ETV Bharat / state

Calcutta HC on Teacher Transfer Case : শিক্ষক বদলি সংক্রান্ত মামলায় সিআইডি তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

শিক্ষক বদলি সংক্রান্ত মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Avijit Gangopadhay directs CID probe into teacher transfer case) ৷ এক মাস পরে তদন্তের প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দিতে হবে সিআইডিকে ।

Calcutta High Court directs CID probe into teacher transfer case
Calcutta HC
author img

By

Published : Apr 21, 2022, 6:37 PM IST

Updated : Apr 21, 2022, 7:37 PM IST

কলকাতা, 21 এপ্রিল : পশ্চিম মেদিনীপুরের শিক্ষক বদলিতে লক্ষাধিক টাকা চাওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় ডিআইজি সিআইডিকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court directs CID probe into teacher transfer case) । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ এমনই নির্দেশ দিয়েছেন ৷ 30 দিন পর তদন্তের প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিল সিআইডিকে ।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে জানিয়েছেন, টাকা চাওয়ার কথোপকথন সংক্রান্ত অডিয়ো রেকর্ড খতিয়ে দেখে কারা এই ঘটনার পিছনে রয়েছে, তার খোঁজ করবে সিআইডি । এক মাস পরে তদন্তের প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দিতে হবে সিআইডিকে । শুধু এই স্কুলই নয়, চাকরিতে বদলির ক্ষেত্রে বৃহত্তর চক্র কাজ করছে কি না, এই তদন্তে তারও হদিশ পাওয়ার চেষ্টা করবে তদন্তকারী সংস্থা । এ বিষয়ে ডিআইজি সিআইডি প্রয়োজনে জেলা পুলিশের সাহায্য নেবেন । বদলির ক্ষেত্রে অন্য শিক্ষকরাও এমন টাকা দিয়েছেন কি না, সেই তথ্য জানতে স্কুল থেকে এর আগে বদলি হওয়া শিক্ষকদের ও জিজ্ঞাসাবাদ করতে পারবে সিআইডি (CID)।

শিক্ষক বদলি সংক্রান্ত মামলায় সিআইডি তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অনুপকুমার সামন্ত ও ম্যানেজিং কমিটির সদস্য অসিতকুমার গোস্বামীকে মামলায় পার্টি হিসাবে যোগ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি (Calcutta High Court)। কারণ, অডিয়োতে শোনা গিয়েছে অনুপকুমার সামন্ত স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য অসিতকুমার গোস্বামীর কাছে টাকা জমা দেওয়ার কথা জানিয়েছেন ।

উল্লেখ্য, ঘাটালের মনসুকার লক্ষ্মীনারায়ণ হাইস্কুলের সহকারী শিক্ষক গণেশ রজক বদলির আবেদন জানালে স্কুল কতৃপক্ষ সেই আবেদন খারিজ করে দেয় । পরে তিনি পরিচালন সমিতির সদস্য অসিত গোস্বামীর মাধ্যমে সভাপতির সঙ্গে কথা বলেন । ফোনে সেই কথোপকথন রেকর্ড করেন ওই শিক্ষক। রেকর্ড আজ বিচারপতি ও শোনেন যেখানে টাকার লেনদেনের পরিস্কার ইঙ্গিত রয়েছে ৷

আরও পড়ুন : HC Directs NIA Probe in Blasts Cases : বীরভূমের জোড়া বিস্ফোরণে এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের

কলকাতা, 21 এপ্রিল : পশ্চিম মেদিনীপুরের শিক্ষক বদলিতে লক্ষাধিক টাকা চাওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় ডিআইজি সিআইডিকে তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court directs CID probe into teacher transfer case) । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ এমনই নির্দেশ দিয়েছেন ৷ 30 দিন পর তদন্তের প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশ দিল সিআইডিকে ।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে জানিয়েছেন, টাকা চাওয়ার কথোপকথন সংক্রান্ত অডিয়ো রেকর্ড খতিয়ে দেখে কারা এই ঘটনার পিছনে রয়েছে, তার খোঁজ করবে সিআইডি । এক মাস পরে তদন্তের প্রাথমিক রিপোর্ট আদালতে জমা দিতে হবে সিআইডিকে । শুধু এই স্কুলই নয়, চাকরিতে বদলির ক্ষেত্রে বৃহত্তর চক্র কাজ করছে কি না, এই তদন্তে তারও হদিশ পাওয়ার চেষ্টা করবে তদন্তকারী সংস্থা । এ বিষয়ে ডিআইজি সিআইডি প্রয়োজনে জেলা পুলিশের সাহায্য নেবেন । বদলির ক্ষেত্রে অন্য শিক্ষকরাও এমন টাকা দিয়েছেন কি না, সেই তথ্য জানতে স্কুল থেকে এর আগে বদলি হওয়া শিক্ষকদের ও জিজ্ঞাসাবাদ করতে পারবে সিআইডি (CID)।

শিক্ষক বদলি সংক্রান্ত মামলায় সিআইডি তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি অনুপকুমার সামন্ত ও ম্যানেজিং কমিটির সদস্য অসিতকুমার গোস্বামীকে মামলায় পার্টি হিসাবে যোগ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি (Calcutta High Court)। কারণ, অডিয়োতে শোনা গিয়েছে অনুপকুমার সামন্ত স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য অসিতকুমার গোস্বামীর কাছে টাকা জমা দেওয়ার কথা জানিয়েছেন ।

উল্লেখ্য, ঘাটালের মনসুকার লক্ষ্মীনারায়ণ হাইস্কুলের সহকারী শিক্ষক গণেশ রজক বদলির আবেদন জানালে স্কুল কতৃপক্ষ সেই আবেদন খারিজ করে দেয় । পরে তিনি পরিচালন সমিতির সদস্য অসিত গোস্বামীর মাধ্যমে সভাপতির সঙ্গে কথা বলেন । ফোনে সেই কথোপকথন রেকর্ড করেন ওই শিক্ষক। রেকর্ড আজ বিচারপতি ও শোনেন যেখানে টাকার লেনদেনের পরিস্কার ইঙ্গিত রয়েছে ৷

আরও পড়ুন : HC Directs NIA Probe in Blasts Cases : বীরভূমের জোড়া বিস্ফোরণে এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের

Last Updated : Apr 21, 2022, 7:37 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.