ETV Bharat / state

দাসপুরে বাস উলটে দুর্ঘটনা, মৃত 1 - পথ দুর্ঘটনা

নিয়ন্ত্রণ হারিয়ে দাসপুরে রাজ্য সড়কে উলটে গেল যাত্রীবোঝাই বাস । অভিযোগ, বাস চালানোর সময় চালক ফোনে কথা বলছিল ।

bus overturned
bus overturned
author img

By

Published : Nov 16, 2020, 1:07 PM IST

দাসপুর, 16 নভেম্বর : দাসপুর থানার রামগড় এলাকায় বাস উলটে দুর্ঘটনায় মৃত্যু হল একজনের । আহত হয়েছে আরও কয়েকজন । বাস চালানোর সময় চালক ফোনে কথা বলছিল বলে যাত্রীদের অভিযোগ ।

আজ সকালে মেদিনীপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উলটে যায় । ঘটনাস্থানেই এক যাত্রীর মৃত্যু হয় । তাদের অভিযোগ, বাস চালানোর সময় চালক ফোনে কথা বলতে থাকায় বিপত্তি । বাসটির গতি অত্যন্ত বেশি ছিল । যাত্রী সংখ্যাও বাসটিতে বেশি ছিল । খবর পেয়ে ঘটনাস্থানে আসে দাসপুর থানার পুলিশ ।

আহত এক যাত্রী বলেন, "আমরা যখন ফিরছিলাম সেই সময় বাসটি খুব দ্রুত গতিতে চলছিল এবং চালক ফোনে কথা বলছিল । এরপর কিছু বুঝে ওঠার আগেই বাসটি উলটে যায় । ভাইফোঁটা থাকায় বাসে যাত্রী সংখ্যা ছিল প্রচুর । সিট সংখ্যা 50 হলেও যাত্রী ছিল প্রায় 80 থেকে 90 জন । ফলে কম বেশি সকলেই আহত হয়েছে ।"

দাসপুর, 16 নভেম্বর : দাসপুর থানার রামগড় এলাকায় বাস উলটে দুর্ঘটনায় মৃত্যু হল একজনের । আহত হয়েছে আরও কয়েকজন । বাস চালানোর সময় চালক ফোনে কথা বলছিল বলে যাত্রীদের অভিযোগ ।

আজ সকালে মেদিনীপুরগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উলটে যায় । ঘটনাস্থানেই এক যাত্রীর মৃত্যু হয় । তাদের অভিযোগ, বাস চালানোর সময় চালক ফোনে কথা বলতে থাকায় বিপত্তি । বাসটির গতি অত্যন্ত বেশি ছিল । যাত্রী সংখ্যাও বাসটিতে বেশি ছিল । খবর পেয়ে ঘটনাস্থানে আসে দাসপুর থানার পুলিশ ।

আহত এক যাত্রী বলেন, "আমরা যখন ফিরছিলাম সেই সময় বাসটি খুব দ্রুত গতিতে চলছিল এবং চালক ফোনে কথা বলছিল । এরপর কিছু বুঝে ওঠার আগেই বাসটি উলটে যায় । ভাইফোঁটা থাকায় বাসে যাত্রী সংখ্যা ছিল প্রচুর । সিট সংখ্যা 50 হলেও যাত্রী ছিল প্রায় 80 থেকে 90 জন । ফলে কম বেশি সকলেই আহত হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.