মনসুকা, 9 নভেম্বর : নেচে নেচে হরিনাম সংকীর্তন করতে করতে বাঁশের সাঁকোর উপর দিয়ে যাওয়ার সময় ঘটল বিপত্তি ৷ একসঙ্গে এত মানুষের ভারে নদীতে ভেঙে পড়ল সাঁকো ৷ ঘটনায় প্রায় 60 জন আহত ও গুরুতর জখম হয়েছেন 15 জন ৷ এদের মধ্যে বেশিরভাগই শিশু ও মহিলা ৷ আজ সকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থানার অন্তর্গত মনসুকার ঝুমি নদীতে ৷ আহতদের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জানায়, বেশ কয়েকজন নদীতে পড়লেও জল কম থাকার জন্য কেউ নিখোঁজ হননি । সকলকেই উদ্ধার করা সম্ভব হয়েছে । বর্তমানে সাঁকোটিকে বন্ধ করে দেওয়া হয়েছে ।
স্থানীয়দের মতে, গত বন্যায় এই সাঁকো বেশ কয়েকবার জলের তোড়ে ভেঙে যাওয়ার পর তা পুনরায় চালু করা হয় ৷ সাঁকো ভেঙে পড়ার কারণ হিসাবে তাঁরা জানান, টোটোয় মাইক বাজিয়ে হরিনাম সংকীর্তনের শোভাযাত্রা করতে করতে শিশু-সহ মহিলা ও পুরুষরা পার হচ্ছিলেন সাঁকো দিয়ে । কন্দরকোচক গ্রাম থেকে এই সাঁকো পেরিয়ে মনসুকার ঘোড়ইঘাট হাটতলা শীতলা মন্দিরের উদ্দেশ্য যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে । একসঙ্গে এত বেশি সংখ্যায় লোক সাঁকোতে থাকায় এবং নাচতে নাচতে হরিনাম সংকীর্তনের শোভাযাত্রা সাঁকোর উপর দিয়ে যাওয়ার সময় চাপ সামলাতে না পেরেই এই দুর্ঘটনাটি ঘটে ৷ নদীতে জল কম থাকায় বরাত জোরে রক্ষা পান অধিকাংশ যাত্রী । এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মনসুকা এলাকায় । এই দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা পাকাপোক্ত সাঁকো তৈরির দাবি জানান ৷
আরও পড়ুন : Midnapore Medical College : আয়া দৌরাত্ম্যে মেদিনীপুর মেডিকেল কলেজে বিক্ষোভ রোগীর আত্মীয়দের