ETV Bharat / state

তৃণমূল অঞ্চল সভাপতির বাড়িতে বিস্ফোরণ - one

আজ সন্ধ্যায় বিস্ফোরণ হয়। গ্রামবাসীরা প্রথমে ভেবেছিল হয়তো ভূমিকম্প হয়েছে। কিন্তু পরে একটি বাড়ির ছাদ উড়ে যাওয়া দেখে বুঝতে পারে বিস্ফোরণ হয়েছে। যে বাড়িটিতে বিস্ফোরণ হয়, সেটি ভগবান খাঁকারি নামে এক ব্যক্তির। স্থানীয়রা জানান, ভগবান খাঁকারি বিগত দু'বছর ধরে পার্টি করছেন। তিনি তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি।

তৃণমূলের আঞ্চলিক সভাপতির বাড়ি বিস্ফোরণ
author img

By

Published : Mar 10, 2019, 11:00 PM IST

বেলদা (পশ্চিম মেদিনীপুর), ১০ মার্চ : বিস্ফোরণে কেঁপে উঠল পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত গাঙুড়িয়া। বিস্ফোরণে আহত হন ধীরেন্দ্রনাথ জানা নামে এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে।

আজ সন্ধ্যায় বিস্ফোরণ হয়। গ্রামবাসীরা প্রথমে ভেবেছিল হয়তো ভূমিকম্প হয়েছে। কিন্তু পরে একটি বাড়ির ছাদ উড়ে যাওয়া দেখে বুঝতে পারে বিস্ফোরণ হয়েছে। যে বাড়িটিতে বিস্ফোরণ হয়, সেটি ভগবান খাঁকারি নামে এক ব্যক্তির। স্থানীয়রা জানান, ভগবান খাঁকারি বিগত দু'বছর ধরে পার্টি করছেন। তিনি তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি। অভিযোগ, তাঁর বাড়িতে বোমা মজুত ছিল। বিস্ফোরণের পর ওই বাড়ির সদস্যরা বোমা মজুতের বিষয়টি অস্বীকার করেন। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে ভগবান খাঁকারির বাড়িতে ধীরেন্দ্রনাথ জানা কী করছিলেন ? কীভাবে বিস্ফোরণে তিনি আহত হলেন ? বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে সংশ্লিষ্ট বাড়িটির ছাদের চাল উড়ে যায়। ফাটল ধরে বাড়ির পাঁচিলের একাংশে। আশপাশের বাড়িগুলিতেও তীব্র কম্পন অনুভূত হয়। বিস্ফোরণের পর অভিযুক্তের বাড়ির চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল বোমার বস্তা। ঘটনার পরে বাড়ি থেকে বারুদের গন্ধ বেরোচ্ছিল।

ঘটনাস্থানে পৌঁছেছে পুলিশের পদস্থ আধিকারিকসহ একটি বিশেষ টিম। এলাকায় পরিদর্শন চলছে। উল্লেখ্য, মাস ছয় আগেই বোমা বিস্ফোরণ ঘটেছিল বেলদা থানারই অন্তর্গত নারায়ণগড়ে। সেইসময় তৃণমূল পার্টি অফিসে বোমা বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল।

বেলদা (পশ্চিম মেদিনীপুর), ১০ মার্চ : বিস্ফোরণে কেঁপে উঠল পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত গাঙুড়িয়া। বিস্ফোরণে আহত হন ধীরেন্দ্রনাথ জানা নামে এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে।

আজ সন্ধ্যায় বিস্ফোরণ হয়। গ্রামবাসীরা প্রথমে ভেবেছিল হয়তো ভূমিকম্প হয়েছে। কিন্তু পরে একটি বাড়ির ছাদ উড়ে যাওয়া দেখে বুঝতে পারে বিস্ফোরণ হয়েছে। যে বাড়িটিতে বিস্ফোরণ হয়, সেটি ভগবান খাঁকারি নামে এক ব্যক্তির। স্থানীয়রা জানান, ভগবান খাঁকারি বিগত দু'বছর ধরে পার্টি করছেন। তিনি তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি। অভিযোগ, তাঁর বাড়িতে বোমা মজুত ছিল। বিস্ফোরণের পর ওই বাড়ির সদস্যরা বোমা মজুতের বিষয়টি অস্বীকার করেন। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে ভগবান খাঁকারির বাড়িতে ধীরেন্দ্রনাথ জানা কী করছিলেন ? কীভাবে বিস্ফোরণে তিনি আহত হলেন ? বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে সংশ্লিষ্ট বাড়িটির ছাদের চাল উড়ে যায়। ফাটল ধরে বাড়ির পাঁচিলের একাংশে। আশপাশের বাড়িগুলিতেও তীব্র কম্পন অনুভূত হয়। বিস্ফোরণের পর অভিযুক্তের বাড়ির চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল বোমার বস্তা। ঘটনার পরে বাড়ি থেকে বারুদের গন্ধ বেরোচ্ছিল।

ঘটনাস্থানে পৌঁছেছে পুলিশের পদস্থ আধিকারিকসহ একটি বিশেষ টিম। এলাকায় পরিদর্শন চলছে। উল্লেখ্য, মাস ছয় আগেই বোমা বিস্ফোরণ ঘটেছিল বেলদা থানারই অন্তর্গত নারায়ণগড়ে। সেইসময় তৃণমূল পার্টি অফিসে বোমা বিস্ফোরণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল।

ফের বোমা বিস্ফোরণ পশ্চিম মেদিনীপুরে বেলদার গাঙুড়িয়াতে ,বোমা বিস্ফোরণে আহত এক ব্যাক্তি l এলাকায় চাঞ্চল্য l ঘটনা সুত্রে জানা যায় এই দিন মেদিনীপুর জেলার অন্তর্গত বেলদা থানার গাঙুড়িয়াতে হঠাৎ সন্ধ্যে বেলায় বিস্ফোরণের আওয়াজ শুনতে পান গ্রামবাসীরা l এই বিস্ফোরণে গুরুতর আহত হন ধীরেন্দ্র নাথ জানা নামে এক ব্যাক্তি l গুরুতর আহত ওই ধীরেন্দ্র নাথ কে এদিন চটজলদি স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান এলাকার মানুষ l বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে সংশ্লিষ্ট বাড়িটির ছাদের চাল সম্পূর্ণ উড়ে যায় ,ফাটল ধরে যায় পাঁচিলের l পাশাপাশি আশেপাশের বাড়িগুলো তীব্র কম্পন অনুভূত হয় l সূত্র অনুযায়ী এই বাড়িটি ভগবান খাঁকারি নামে একজন ব্যক্তির এলাকায় বোমা মজুদ ছিল বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যদিও বিস্ফোরণের পর বাড়ির লোকজন বিস্ফোরণের ঘটনা সম্পর্কে তথ্য জানাতে অস্বীকার করে l স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ভগবান খাঁকারির বাড়িতে ধীরেন্দ্রনাথ জানা কি করছিল এই ঘটনায় সে আহত হলো কিভাবে l যদিও এর উত্তর মেলেনি ওই অভিযুক্ত বাড়ি থেকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল বোমের বস্তার l বেশ কিছু অংশ পুড়ে যাওয়া নষ্ট হয়ে যাওয়া অংশে ও তখনও বারুদের গন্ধ চারদিকে ছড়িয়ে ছিল l প্রথম প্রথম মানুষ ভেবেছিল হয়তো ভূমিকম্প হয়েছে কিন্তু পরবর্তীকালে ওই বাড়ির ছাদ উড়ে যাওয়ায় মানুষ দেখতে পায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে l ভোটের দিন ঘোষণার পর বিস্ফোরণের প্রবল আওয়াজে কেঁপে উঠল বেলদা থানার অন্তর্গত গাঙুড়িয়া গ্রাম l সূত্র অনুযায়ী বিস্ফোরণের মাত্রা এতটাই প্রবল ছিল যে এলাকার পার্শ্ববর্তী বাড়ির দরজা এবং জানালার কাচ ফেটে পড়ে l এই প্রবল বিস্ফোরণে উড়ে যায় ভগবান খাঁকারির বাড়ির একাংশ l পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের বড় পদস্থ আধিকারিকের সহ একদল বিশেষ টিম ,যারা পুরো এলাকায় পরিদর্শন করছে l বলা যায় যে মাস ছয়েক আগে বোমা বিস্ফোরণ ঘটেছিল এই বেলদা থানার অন্তর্গত নারানগড় এ l সেই সময় তৃণমূলের পার্টি অফিসে বোমা বিস্ফোরণে আহত ও নিহত হয়েছিল অনেকেই l রাজ্যের বিভিন্ন জেলায় এই বোমা বিস্ফোরণের ঘটনা সামনে আসছে l পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অংশে এই বোমা বিস্ফোরণের ঘটনা দেখা গেল l তবে এই দিনের ঘটনা সামনে লোকসভা নির্বাচনকে আরো প্রভাবিত করবে বলে মনে করছে রাজনৈতিক মহল পুলিশ তদন্ত শুরু l
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.