মেদিনীপুর, 8 অক্টোবর: বলিউড ছবির শুটিং হতে চলেছে মেদিনীপুর শহর । প্রায় 20 কোটি টাকার বাজেটের 'নির্দল' নামক এই সিনেমার তিনমাস ধরে শুটিং চলবে মেদিনীপুরে । পুজোর পর শুটিং শুরু হবে বিভিন্ন বনেদি বাড়ি, রাজা ও জমিদার পরিবারের বাড়ি এবং গোপগড় সংলগ্ন সূর্যাস্ত ও রেলব্রিজ এলাকায় । রবিবার সাংবাদিক বৈঠকে এই বিষয়ে সবিস্তারে জানালেন সিনেমার প্রোডিউসার ও ডিরেক্টর আমজাদ খান । মেদিনীপুরের চেহারা বদলানোর সঙ্গে সঙ্গে কর্মসংস্থানও হবে বলে এদিন দাবি করেন তিনি ৷
আগামী ডিসেম্বর মাস থেকেই মেদিনীপুর শহরের নদীর ধার সংলগ্ন অনিকেট বাঁধ, সূর্যাস্তের হাট গোপগড় সংলগ্ন ও বিভিন্ন জায়গায় ছবিটির শুটিং হবে । বলিউডের পাশাপাশি বাংলা টলিউডেরও একঝাঁক অভিনেতা অভিনেত্রী রয়েছেন এই ছবিতে । এদিন আমজাদ খান জানান, তাঁর সিনেমার নাম নির্দল । যার কোড আছে 'তুম মুঝে ভোট দো, ম্যায় তুমকো নোট দুঙ্গা । মূলত রাজনীতির উর্ধ্বে নির্দল মানুষদের নিয়েই এই কাহিনি । গোটা চিত্রনাট্যই শুটিং হবে মেদিনীপুর শহরে । এই সিনেমার জন্য জঙ্গলমহল অধ্যুষিত মেদিনীপুর তাঁর প্রথম পছন্দ ৷ শহরটার বিভিন্ন অংশ তুলে ধরা হবে সিনেমায় ।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দা শান্তনু চক্রবর্তী, চন্দন বসুরা বলেন,"মেদিনীপুরে এইভাবে যদি বলিউডের সিনেমা শুটিং হয় এক্ষেত্রে মেদিনীপুরের চেহারা যেমন বদলাবে, তেমনই তৈরি হবে কর্মসংস্থান । এলাকার যুবক-যুবতীরা কাজ পেলে জেলার উন্নতি হবে ৷ সকলের কাছে পরিচিতি পাবে এই এলাকা ৷"
এর আগেও মেদিনীপুরের বিভিন্ন জায়গায় সিনেমার শুটিং হয়েছে ৷ তবে সেগুলি সবই ছিল বাংলা সিনেমা ৷ কিন্তু বলিউড সিনেমার শুটিং মেদিনীপুরে প্রথম ৷ আর তা নিয়েই জেলাবাসীর মধ্যে উন্মাদনার শেষ নেই ৷ ছবির পর্দায় নিজেদের এলাকাকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলে ৷
আরও পড়ুন : উত্তরবঙ্গে জোরকদমে চলছে 'প্রধান'-এর শুটিং, দেব-সোহমকে দেখতে উপচে পড়া ভিড়