ETV Bharat / state

Tmc Leader Murder: বাড়ি থেকে তৃণমূল কর্মীরা গলাকাটা দেহ উদ্ধার, পরিবারের বিক্ষোভের মুখে পুলিশ

author img

By

Published : Apr 8, 2023, 10:05 PM IST

এক তৃণমূল কর্মীর গলাকাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের পুড়শুড়ি গ্রামে। মৃতের নাম বটকৃষ্ণ পাল।

Etv Bharat
চন্দ্রকোণায় তৃণমূল কর্মীর দেহ উদ্ধার

চন্দ্রকোণা, 8 এপ্রিল: বাড়ির মধ্যে থেকেই উদ্ধার হল এক তৃণমূল কর্মীর গলাকাটা দেহ ৷ মৃতের নাম বটকৃষ্ণ পাল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের পুড়শুড়ি গ্রামে। শনিবার সকাল 10টা নাগাদ ওই তৃণমূল কর্মীর গলা কাটা দেহ পড়ে থাকতে দেখেন তাঁর পরিবারের লোকজন। পুলিশ এলাকায় গেলে দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন মৃত পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। মৃতের পরিবারের অভিযোগ, বটকৃষ্ণকে খুনই করা হয়েছে।

জানা গিয়েছে, পেশায় কৃষক ছিলেন পুড়শুড়ি গ্রামের বাসিন্দা বটকৃষ্ণ পাল (55)। শনিবার সকাল 10টা নাগাদ বাড়ির মধ্যে বটকৃষ্ণর রক্তাক্ত গলা কাটা দেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বটকৃষ্ণ একটি নতুন পাকা বাড়ি করেছেন, তাঁর পুরানো মাটির বাড়ির থেকে কিছুটা দূরে। সেই পাকা বাড়িতে রাতে একাই থাকতেন তিনি। সকালবেলা এই অবস্থা দেখে খবর দেওয়া হয় পুলিশে । ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ ছাড়াও পৌঁছান ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী। পুলিশ পৌঁছালে তাঁদের কাছে মৃতের পরিবার, স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল কর্মীরা পুলিশ কুকুর এনে তদন্ত করার ও দোষীদের গ্রেফতার করার দাবি তোলেন। দাবি না মানা পর্যন্ত দেহ নিয়ে যাওয়া যাবে না বলে, সাফ জানিয়ে দেয় মৃত বটকৃষ্ণের পরিবার। এরপর বেলা যত বাড়ে তৃণমূল কর্মীর মৃত্য়ুকে ঘিরে উত্তেজনা ততই বৃদ্ধি পায়। দফায় দফায় মৃতের পরিবার, গ্রামবাসী এবং তৃণমূল কর্মীদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন পুলিশ আধিকারিকরা। বিকেল নাগাদ ঘটনাস্থলে আসে পুলিশ কুকুর। এলাকায় তল্লাশি অভিযানও শুরু হয়। এরপর বিকেল 5টা নাগাদ দেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়।

আরও পড়ুন: হাঁসখালিতে তৃণমূল যুবর সহ-সভাপতিকে এলোপাথাড়ি গুলি করে হত্যা

ঘাটাল মহকুমার পুলিশ আধিকারিক অগ্নীশ্বর চৌধুরী এই প্রসঙ্গে বলেন,"বটকৃষ্ণের দেহ যেভাবে পাওয়া গিয়েছে তা দেখে খুন বলেই মনে হয়েছে। আপাতত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বাকি পদক্ষেপ করা হবে।" দেহ উদ্ধার করতে দেরি হওয়া প্রসঙ্গে তিনি জানিয়েছেন, পুলিশ কুকুরের জন্য রিকুইজিশন দেওয়া হয়েছিল। পুলিশ কুকুর দিয়ে তদন্তের পরেই দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে যান তৃণমূল বিধায়ক অরূপ ধাড়া । তিনি বলেন,"দেহ দেখে নৃশংস খুন বলেই মনে হয়েছে। যেই করে থাকুক, দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।" তবে এটি রাজনৈতিক খুন কিনা তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি তৃণমূল বিধায়ক অরূপ ধাড়া।

চন্দ্রকোণা, 8 এপ্রিল: বাড়ির মধ্যে থেকেই উদ্ধার হল এক তৃণমূল কর্মীর গলাকাটা দেহ ৷ মৃতের নাম বটকৃষ্ণ পাল। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের পুড়শুড়ি গ্রামে। শনিবার সকাল 10টা নাগাদ ওই তৃণমূল কর্মীর গলা কাটা দেহ পড়ে থাকতে দেখেন তাঁর পরিবারের লোকজন। পুলিশ এলাকায় গেলে দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন মৃত পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। মৃতের পরিবারের অভিযোগ, বটকৃষ্ণকে খুনই করা হয়েছে।

জানা গিয়েছে, পেশায় কৃষক ছিলেন পুড়শুড়ি গ্রামের বাসিন্দা বটকৃষ্ণ পাল (55)। শনিবার সকাল 10টা নাগাদ বাড়ির মধ্যে বটকৃষ্ণর রক্তাক্ত গলা কাটা দেহ পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বটকৃষ্ণ একটি নতুন পাকা বাড়ি করেছেন, তাঁর পুরানো মাটির বাড়ির থেকে কিছুটা দূরে। সেই পাকা বাড়িতে রাতে একাই থাকতেন তিনি। সকালবেলা এই অবস্থা দেখে খবর দেওয়া হয় পুলিশে । ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার পুলিশ ছাড়াও পৌঁছান ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অগ্নিশ্বর চৌধুরী। পুলিশ পৌঁছালে তাঁদের কাছে মৃতের পরিবার, স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল কর্মীরা পুলিশ কুকুর এনে তদন্ত করার ও দোষীদের গ্রেফতার করার দাবি তোলেন। দাবি না মানা পর্যন্ত দেহ নিয়ে যাওয়া যাবে না বলে, সাফ জানিয়ে দেয় মৃত বটকৃষ্ণের পরিবার। এরপর বেলা যত বাড়ে তৃণমূল কর্মীর মৃত্য়ুকে ঘিরে উত্তেজনা ততই বৃদ্ধি পায়। দফায় দফায় মৃতের পরিবার, গ্রামবাসী এবং তৃণমূল কর্মীদের বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন পুলিশ আধিকারিকরা। বিকেল নাগাদ ঘটনাস্থলে আসে পুলিশ কুকুর। এলাকায় তল্লাশি অভিযানও শুরু হয়। এরপর বিকেল 5টা নাগাদ দেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়।

আরও পড়ুন: হাঁসখালিতে তৃণমূল যুবর সহ-সভাপতিকে এলোপাথাড়ি গুলি করে হত্যা

ঘাটাল মহকুমার পুলিশ আধিকারিক অগ্নীশ্বর চৌধুরী এই প্রসঙ্গে বলেন,"বটকৃষ্ণের দেহ যেভাবে পাওয়া গিয়েছে তা দেখে খুন বলেই মনে হয়েছে। আপাতত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বাকি পদক্ষেপ করা হবে।" দেহ উদ্ধার করতে দেরি হওয়া প্রসঙ্গে তিনি জানিয়েছেন, পুলিশ কুকুরের জন্য রিকুইজিশন দেওয়া হয়েছিল। পুলিশ কুকুর দিয়ে তদন্তের পরেই দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে যান তৃণমূল বিধায়ক অরূপ ধাড়া । তিনি বলেন,"দেহ দেখে নৃশংস খুন বলেই মনে হয়েছে। যেই করে থাকুক, দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।" তবে এটি রাজনৈতিক খুন কিনা তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি তৃণমূল বিধায়ক অরূপ ধাড়া।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.