মেদিনীপুর, 6 অগস্ট : শিক্ষকতা পেশা হলেও নেশা মানুষকে সাহায্য করা ৷ আর রক্তদানকে যদি জীবনদান আখ্যা দেওয়া হয়, তাহলে বলা যায় ঝাড়গ্রামের রাধাগোবিন্দপুরের বাসিন্দা শিক্ষক সুদীপ খাঁড়া মানুষকে জীবনদানই করে থাকেন (Blood Donor from Paschim Medinipur is doing humanitarian work for patients) ৷ সকাল, সন্ধে থেকে শুরু করে রাত-বিরেত, কানে যদি পৌঁছয় কারও রক্তের দরকার তাহলে তাঁকে আটকে রাখা দায় ৷ খুঁজে খুঁজে ঠিক প্রয়োজনীয় রক্তদাতাকে নিয়ে পৌঁছে যান রোগীর কাছে ৷ আর যদি নিজের রক্তের গ্রুপের সঙ্গে মিলে যায় তাহলে তো কথায় নেই, নিজেই পৌঁছে যান রক্ত দিতে ৷ এখনও পর্যন্ত কম করে 45বার রক্ত দিয়েছেন ৷ নিজে রক্ত দেওয়ার পাশাপাশি রক্তদাতা খুঁজে বেড়ান জেলা থেকে বিভিন্ন রাজ্যে ৷
1998 সালে কলেজে পড়ায় সময় রক্ত দেওয়ার পর থেকেই রক্তদানের নেশা চেপে বসে সুদীপবাবুর মাথায় ৷ বর্তমানে তিনি চুয়াডাঙা উচ্চ বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক ৷ জঙ্গলমহল অধ্যুষিত ঝাড়গ্রামের রাধাগোবিন্দপুরের বাসিন্দা সুদীপবাবুর পড়াশোনা মেদিনীপুরে । 2004 সালে তিনি ইতিহাসের শিক্ষক হিসেবে চুয়াডাঙা উচ্চবিদ্যালয়ে নিযুক্ত হন ।
আরও পড়ুন : বিশ্ব রক্তদাতা দিবস : 2021
সোশাল মিডিয়ায় রক্তের প্রয়োজনের পোস্ট দেখলেই তা জোগাড় করতে দৌড়ে যান । বাড়িতে এক মেয়ে এবং স্ত্রী রয়েছে । তবে তাঁর কাজে পরিবারের সদস্যরা কেউ বাধা দেয় না, বরং সাহায্য করে । তাঁদের সহযোগিতাতেই গভীর রাত হলেও মানুষের সাহায্যার্থে দৌড়ে যান রক্তের সন্ধানে । নিজে যেমন রক্ত দিতে জেলার পাশাপাশি অন্য জেলাতেও দৌড়ে গিয়েছেন তেমনই রক্তের প্রয়োজন হলে গ্রুপ মিলিয়ে রক্তদাতাদের নিয়ে পৌঁছে দিয়ে দিয়েছেন অসহায় রোগীর কাছে ।
শীত-গ্রীষ্ম-বর্ষা, যে কোনও সময় হাসপাতালে রক্ত দিতে হাজির হন এই শিক্ষক । তাই সুদীপবাবু জেলায় পরিচিত 'রক্ত দাদা' হিসেবে । এই পর্যন্ত তিনি কয়েক হাজার রোগীকে রক্তের ব্যবস্থা করে দিয়েছেন । তবে শুধু রক্তের ব্যবস্থা নয়, নিজের স্কুলে যে সমস্ত পড়ুয়ারা বই-খাতা কিনতে পারে না তাদেরও সহায় হন সুদীপবাবু ৷ কখনও নিজ উদ্যোগে তো কখনও সংস্থার সাহায্যে পাশে দাঁড়ান তিনি ৷
মানুষকে সাহায্যের মধ্যেই আনন্দ খুঁজে পান পশ্চিম মেদিনীপুরের চুয়াডাঙা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুদীপ খাঁড়া ৷ পরিবারের সহযোগিতায় মানবদরদী ও সমাজসেবী শিক্ষক সুদীপবাবু এভাবেই এগিয়ে চলুন ৷ রইল শুভেচ্ছা ৷
আরও পড়ুন : কোভিডের ঝুঁকি বেশি এবি এবং বি রক্তের গ্রুপের মানুষদের ! কাদের ঝুঁকি কম ?