ETV Bharat / state

মেদিনীপুরে BJP-র রক্তদান শিবিরে স্যানিটাইজ়ার টানেল - মেদিনীপুরের খবর

রক্তের আকাল মেটাতে মেদিনীপুর শহরের লোধাস্মৃতিভবনে রক্তদান শিবিরের আয়োজন করল BJP-র যুব মোর্চা । এই রক্তদান শিবিরে স্যানিটাইজ়ার টানেল বসিয়ে রক্তদাতাদের স্যানিটাইজ়্ড করে তবেই শিবিরে প্রবেশ করান হয় ।

blood donation camp with sanitizer tunnel
রক্তদান শিবিরে স্যানিটাইজ়ার টানেল
author img

By

Published : Jun 12, 2020, 6:55 PM IST

মেদিনীপুর, 12জুন : সংক্রমণ রুখতে মার্চের শেষ সপ্তাহ থেকে প্রশাসনের তরফে নিয়েছে নানান উদ্যোগ । এই কঠিন পরিস্থিতিতে রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংস্থারাও স্বাস্থ্য সুরক্ষা মেনে চেষ্টা চালিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে ৷ তেমনই এক উদাহরণ BJP-র যুব মোর্চার পক্ষ থেকে মেদিনীপুরে রক্তদান শিবির উপলক্ষে স্যানিটাইজ়ার টানেল । সেই টানেলের মধ্য দিয়ে জীবাণুমুক্ত হয়ে তবেই রক্ত দিলেন রক্তদাতারা ।

আজ রক্তের চাহিদা মেটাতে মেদিনীপুর শহরের লোধাস্মৃতিভবনে রক্তদান শিবিরের আয়োজন করল BJP-র যুব মোর্চা । এতে 120জন রক্তদাতা রক্ত দিলেন ৷ মূলত গ্রীষ্মকালীন রক্তের চাহিদা এবং ব্লাডব্যাংকগুলিতে রক্তের জোগান দিতে BJP-র এই উদ্যোগ । যদিও বহুদিন রক্তদান শিবির বন্ধ থাকায় রক্তের চাহিদা বাড়তে থাকে । প্রচুর মানুষ যারা জরুরিকালীন অবস্থায় এই রক্ত লাগে তারা রক্তের জন্য আবেদন করতে থাকে । জেলাগুলিতে এই অবস্থায় রাজনৈতিক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান শিবির করতে উদ্যোগী হয় । কিন্তু সরকার থেকে রক্তদান শিবির বন্ধ রাখতে বাধ্য হয়েছিল সংক্রমণের ভয়ে । এরপর কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হলে রক্তদান শিবিরে ছাড় দেওয়া হয়।

আজ এই শিবিরের উদ্বোধন করেন পুরুলিয়ার BJP সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত । এছাড়াও এই শিবিরে ছিলেন BJP জেলা সভাপতি সমীত দাস, তুষার মুখার্জিসহ অন্যান্য BJP নেতৃত্ব । এই রক্তদান শিবিরে জীবাণুনাশক টানেল বসিয়ে রক্তদাতাদের টানেলে স্যানিটাইজ়্ড করে তবেই শিবিরে প্রবেশ করায় ।

মেদিনীপুর, 12জুন : সংক্রমণ রুখতে মার্চের শেষ সপ্তাহ থেকে প্রশাসনের তরফে নিয়েছে নানান উদ্যোগ । এই কঠিন পরিস্থিতিতে রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংস্থারাও স্বাস্থ্য সুরক্ষা মেনে চেষ্টা চালিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে ৷ তেমনই এক উদাহরণ BJP-র যুব মোর্চার পক্ষ থেকে মেদিনীপুরে রক্তদান শিবির উপলক্ষে স্যানিটাইজ়ার টানেল । সেই টানেলের মধ্য দিয়ে জীবাণুমুক্ত হয়ে তবেই রক্ত দিলেন রক্তদাতারা ।

আজ রক্তের চাহিদা মেটাতে মেদিনীপুর শহরের লোধাস্মৃতিভবনে রক্তদান শিবিরের আয়োজন করল BJP-র যুব মোর্চা । এতে 120জন রক্তদাতা রক্ত দিলেন ৷ মূলত গ্রীষ্মকালীন রক্তের চাহিদা এবং ব্লাডব্যাংকগুলিতে রক্তের জোগান দিতে BJP-র এই উদ্যোগ । যদিও বহুদিন রক্তদান শিবির বন্ধ থাকায় রক্তের চাহিদা বাড়তে থাকে । প্রচুর মানুষ যারা জরুরিকালীন অবস্থায় এই রক্ত লাগে তারা রক্তের জন্য আবেদন করতে থাকে । জেলাগুলিতে এই অবস্থায় রাজনৈতিক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন রক্তদান শিবির করতে উদ্যোগী হয় । কিন্তু সরকার থেকে রক্তদান শিবির বন্ধ রাখতে বাধ্য হয়েছিল সংক্রমণের ভয়ে । এরপর কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হলে রক্তদান শিবিরে ছাড় দেওয়া হয়।

আজ এই শিবিরের উদ্বোধন করেন পুরুলিয়ার BJP সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত । এছাড়াও এই শিবিরে ছিলেন BJP জেলা সভাপতি সমীত দাস, তুষার মুখার্জিসহ অন্যান্য BJP নেতৃত্ব । এই রক্তদান শিবিরে জীবাণুনাশক টানেল বসিয়ে রক্তদাতাদের টানেলে স্যানিটাইজ়্ড করে তবেই শিবিরে প্রবেশ করায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.