ETV Bharat / state

BJP কর্মীদের ভয় দেখানোর অভিযোগ OC-র বিরুদ্ধে

BJP কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানার OC-র বিরুদ্ধে ।

author img

By

Published : Apr 29, 2019, 5:33 PM IST

ভারতী ঘোষ

পশ্চিম মেদিনীপুর, 29 এপ্রিল: BJP কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানার OC-র বিরুদ্ধে । এর প্রতিবাদে আনন্দপুর থানা ঘেরাও করে আজ বিক্ষোভ দেখায় BJP নেতাকর্মীরা ।

BJP প্রার্থী ভারতী ঘোষ বলেন, ভোটের কাজে BJP কর্মীদের যাতে অসুবিধা হয়, সেজন্য এলাকায় জল সরবরাহ বন্ধ করে দিয়েছেন আনন্দপুর থানার OC। BJP কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হয়েছে । আনন্দপুর, কেশপুর ও পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে সরানোর জন্য কমিশনে অভিযোগ দায়ের করবেন বলে জানান ভারতী ঘোষ ।

পশ্চিম মেদিনীপুর, 29 এপ্রিল: BJP কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানার OC-র বিরুদ্ধে । এর প্রতিবাদে আনন্দপুর থানা ঘেরাও করে আজ বিক্ষোভ দেখায় BJP নেতাকর্মীরা ।

BJP প্রার্থী ভারতী ঘোষ বলেন, ভোটের কাজে BJP কর্মীদের যাতে অসুবিধা হয়, সেজন্য এলাকায় জল সরবরাহ বন্ধ করে দিয়েছেন আনন্দপুর থানার OC। BJP কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হয়েছে । আনন্দপুর, কেশপুর ও পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে সরানোর জন্য কমিশনে অভিযোগ দায়ের করবেন বলে জানান ভারতী ঘোষ ।

Intro:জোর করে তৃণমূলে যোগদানের পর ফের ঘরে ফেরা বিজেপি পঞ্চায়েত সদস্য


Body:অভিযোগ ছিল তৃণমূল জোর করে ভয় দেখিয়ে বিজেপি পঞ্চায়েত সদস্যকে যোগদান করেছিল তৃনমূলের সভায় কিন্তু সভা কেটে যাবার পর ঘরে ফিরল বিজেপির পঞ্চায়েত সদস্য । ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলায় শালবনী কাশীজোড়া অঞ্চলের 9 নম্বর অঞ্চলের বেওচা গ্রামের । ঘটনা সূত্রে জানা যায় এই বেওচা গ্রামের পঞ্চায়েত সদস্য বিজেপি পঞ্চায়েত হিসেবেই জয় লাভ করে সেই জয়লাভের পর এখানে বিজেপি কর্মী সমর্থক সংখ্যা এক সময় দ্বিগুণ হয়ে পড়ে ,এই ঘটনায় তৃণমূলের নেতাকর্মীরা ভীত সন্ত্রস্ত তারা ছলে-বলে-কৌশলে বিজেপি পঞ্চায়েত কে নিজের কাছে আনতে উদ্যোগী হয় । বিশেষ করে যখন কেশিয়াড়ি তে প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় কেশিয়াড়ি সহ পশ্চিম মেদিনীপুর দায়িত্ব শুভেন্দু অধিকারী হাতে তুলে দেয় সেই সময় থেকেই গোয়ালতোড় এর উপর বিশেষ নজর দেয় তৃণমূল কংগ্রেস । 17 ডিসেম্বর গোয়ালতোড় একটি জনসভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস যার মূল বক্তা ছিলেন তৃণমূল যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ,অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগেই তৃণমূল নেতৃত্ব এলাকার স্থানীয় মানুষদের সভা ভরানোর জন্য ভয় দেখাতে শুরু করে বলে অভিযোগ । অভিযোগ এদিন তৃণমূল সভা থেকেই দুই নির্দল কাউন্সিলর সহ এক বিজেপি পঞ্চায়েতকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো বলে সভা থেকে জানানো হয়। এই তৃণমূলে যোগদান এর অন্যতম নাম ছিল গ্রামের বিজেপি পঞ্চায়েত সদস্য জিতেন মাহাতো ,তাকে ওইদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা থেকেই তৃণমূলে যোগদানের কথা প্রকাশ্যে জানায়। সেই ঘটনার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বিজেপিতে ফিরলো ঘর ছাড়া জিতেন মাহাতো , এদিন তিনি বিজেপি পার্টি অফিসে এসে ফের বিজেপিতে যোগ দানের কথা প্রকাশ্যে জানায় এবং জানায় যে তৃণমূলের কিছু নেতাকর্মী তাকে জোর করে পুলিশের ভয় দেখিয়ে টাকার অফার দিয়ে বিজেপির তৃনমূলের সভায় তাকে আসতে বলে ছিল যদিও সে সভায় উঠেছিল কিন্তু পতাকা হাতে তুলে নেয় নি তাই ভয়ের চোটে এবং পুলিশের কেসের ভয়ে সে তৃণমূলে সভায় উঠেছিল । এদিন পঞ্চায়েত সদস্যকে নিয়ে বিজেপি জেলা সভাপতি সমিত দাস জানান তৃণমূল এভাবেই প্রতিদিন বিজেপি কর্মীদের ভয় দেখিয়ে ছলে বলে কৌশলে তাদের কর্মী বলে ঘোষণা করছে কিন্তু এখনও পর্যন্ত বিজেপির একটাও কার্যকর্তা তৃণমূলে যোগদান করেনি এবং করবেও না । তবে তৃণমূল যে কায়দায় বিজেপি কর্মীদের কেনার চেষ্টা করছে তাদের একদিন খুব দূ সময় আসবে যখন তারা আর কেনার ক্ষমতায় থাকবে না । তাই এদিন বিজেপি জেলা অফিসে জিতেন মাহাতোর হাতে পতাকা তুলে দিয়ে ফের জিতেন মাহাতো কে দলে টেনে নিলেন বিজেপি জেলা সভাপতি সমিত দাস ,বললেন তৃণমূল গঙ্গাজল দিয়ে নিজেদের সভামঞ্চের সাফ করতে পারে ত কিন্তু বিজেপি নিজেই একটি গঙ্গাজল তাই এখানে ধোয়ার কোনো প্রশ্ন নেই



Conclusion:বিজেপি পঞ্চায়েতের ঘর ফেরা

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.