পশ্চিম মেদিনীপুর, 29 এপ্রিল: BJP কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর থানার OC-র বিরুদ্ধে । এর প্রতিবাদে আনন্দপুর থানা ঘেরাও করে আজ বিক্ষোভ দেখায় BJP নেতাকর্মীরা ।
BJP প্রার্থী ভারতী ঘোষ বলেন, ভোটের কাজে BJP কর্মীদের যাতে অসুবিধা হয়, সেজন্য এলাকায় জল সরবরাহ বন্ধ করে দিয়েছেন আনন্দপুর থানার OC। BJP কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো হয়েছে । আনন্দপুর, কেশপুর ও পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারকে সরানোর জন্য কমিশনে অভিযোগ দায়ের করবেন বলে জানান ভারতী ঘোষ ।