ETV Bharat / state

BJP কর্মীকে মারধর, আটক 4 তৃণমূল কর্মী

BJP কর্মীর দোকানে ঢুকে মারধরের অভিযোগে উত্তপ্ত চন্দ্রকোনার ঝাঁকরা বাজার । আটক চার তৃণমূল কর্মী ।

জখম BJP কর্মী
author img

By

Published : Jul 13, 2019, 5:28 PM IST

Updated : Jul 13, 2019, 7:36 PM IST

চন্দ্রকোনা, 13 জুলাই : চন্দ্রকোনার ঝাঁকরায় BJP কর্মীর দোকানে হামলা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । ঘটনায় জখম দুই BJP কর্মী চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । চার তৃণমূল কর্মীকে আটক করা হয়েছে । এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ।

আজ কুঁয়াপুর ৪ নম্বর অঞ্চলে তৃণমূলের জনসংযোগ যাত্রা ছিল । বালা গ্রাম থেকে মিছিল করে ঝাঁকরা এলাকায় পৌঁছান তৃণমূল কর্মীরা । মিছিল শেষে ঝাঁকরা বাজারে পথসভার আয়োজন করা হয়েছিল । সভায় বক্তব্য রাখছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

ভিডিয়োয় দেখুন

BJP-র অভিযোগ, পথসভা থেকে বেরিয়ে রূপম মল্লিক নামে এক BJP কর্মীর দোকানে তৃণমূলে কংগ্রেস কর্মীরা হামলা চালায় । তাঁকে মারধর করা হয় । এদিকে তৃণমূলের তরফে পালটা উস্কানির অভিযোগ আনা হয়েছে BJP-র বিরুদ্ধে ।

গন্ডগোলের আশঙ্কায় আগে থেকেই ঝাঁকরা বাজারে পুলিশ মোতায়েন ছিল । তা সত্ত্বেও গন্ডগোল আটকানো যায়নি । ঘটনাস্থান থেকে চার তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ ।

চন্দ্রকোনা, 13 জুলাই : চন্দ্রকোনার ঝাঁকরায় BJP কর্মীর দোকানে হামলা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । ঘটনায় জখম দুই BJP কর্মী চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । চার তৃণমূল কর্মীকে আটক করা হয়েছে । এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ ।

আজ কুঁয়াপুর ৪ নম্বর অঞ্চলে তৃণমূলের জনসংযোগ যাত্রা ছিল । বালা গ্রাম থেকে মিছিল করে ঝাঁকরা এলাকায় পৌঁছান তৃণমূল কর্মীরা । মিছিল শেষে ঝাঁকরা বাজারে পথসভার আয়োজন করা হয়েছিল । সভায় বক্তব্য রাখছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

ভিডিয়োয় দেখুন

BJP-র অভিযোগ, পথসভা থেকে বেরিয়ে রূপম মল্লিক নামে এক BJP কর্মীর দোকানে তৃণমূলে কংগ্রেস কর্মীরা হামলা চালায় । তাঁকে মারধর করা হয় । এদিকে তৃণমূলের তরফে পালটা উস্কানির অভিযোগ আনা হয়েছে BJP-র বিরুদ্ধে ।

গন্ডগোলের আশঙ্কায় আগে থেকেই ঝাঁকরা বাজারে পুলিশ মোতায়েন ছিল । তা সত্ত্বেও গন্ডগোল আটকানো যায়নি । ঘটনাস্থান থেকে চার তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ ।

Intro:হাসপাতাল ধুন্ধুমার


Body:একদিকে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি অপরদিকে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রতিবাদে অবরোধ এই দুই পক্ষকে কেন্দ্র করে ধুন্ধুমার চেহেরা লিন্ন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এন আর এস এ জুনিয়র ডাক্তার এর মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য জুনিয়ার ডাক্তাররা গত কাল থেকেই রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে কর্মবিরতি পালন করার ডাক দিয়েছে আজ সকাল থেকে ছিল সে কর্মবিরতির কিন্তু তাদের কর্মবিরতি তার ফলে অপরদিকে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের অবস্থা সংকটজনক চিকিৎসা না পেয়ে মেদিনীপুর মেডিকেল কলেজের বহু সিরিয়াল মৃত্যু ঘটেছে আর জরুরী বিভাগ সংক্রান্ত ভর্তি করতে এসে ফিরে গেছেন রোগীর আত্মীয় স্বজন এই ঘটনায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ডাক্তারদের প্রতিবাদে হাসপাতালের গেটে অবরোধ শুরু করেছে স্থানীয় মানুষজন তাদের দাবি অবিলম্বে স্বাস্থ্য পরিষেবা চালু করতে হবে আইনের কাজ করবে কিন্তু নিরীহ রোগীদের প্রাণ কোনমতে যাওয়া চলবে না অবিলম্বে স্বাস্থ্য পরিষেবার কাজ শুরু করতে হবে ডাক্তারদের


Conclusion:এখন দেখা যাক এই পরিস্থিতিতে কোন পক্ষ সঠিক পদক্ষেপ নেয়
Last Updated : Jul 13, 2019, 7:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.