ETV Bharat / state

BJP MLA Sital Kapat: মানবিক বিধায়ক ! পথ দুর্ঘটনায় আহত শিশু-সহ অন্যান্যদের গাড়িতে পৌঁছে দিলেন হাসপাতাল - বিধায়কের মানবিক রূপ

ঘাটালে ধরা পড়ল বিধায়কের মানবিক রূপ ৷ দুর্ঘটনায় আহত শিশু ও অন্যান্যদের নিজের গাড়িতে তুলে হাসপাতালে ভরতি করলেন বিজেপি বিধায়ক শীতল কপাট (BJP MLA Sital Kapat) ৷ দিলেন পাশে থাকার আশ্বাসও ৷

BJP MLA Sital Kapat
বিধায়ক শীতল কপাট
author img

By

Published : Mar 15, 2023, 7:57 PM IST

বিধায়ক আহতদের গাড়িতে পৌঁছে দিলেন হাসপাতাল

ঘাটাল, 15 মার্চ: মানবিকতার পরিচয় দিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট । পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন এক শিশু-সহ দু'জন ৷ তাঁদেরকে দেখতে পেয়ে নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেন তিনি । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার বিশালাক্ষ্মী মন্দির এলাকায় । ঘটনায় রীতিমতো সাধুবাদ কুড়িয়েছেন এই বিজেপি বিধায়ক ৷ এমনকী তিনি গোটা রাত জেগে পাশে থাকার বার্তা দিয়েছেন আহতদের (BJP MLA Sital Kapat ferries children injured in road accident) ।

জানা গিয়েছে, মঙ্গলবার ঠিক সন্ধ্যের আগে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের বিশালক্ষ্মী মন্দির এলাকায় রাস্তা পারাপার হচ্ছিল শিশু -সহ এক পথচারী ৷ সেই সময় একটি টোটো গাড়ি তাদেরকে ধাক্কা মারে । এই ঘটনায় গুরুতর জখম হন পথচারী ও শিশু-সহ টোটো চালক ৷ সঙ্গে টোটোর মধ্যে থাকা এক যাত্রীও আহত হন । টোটো চালকের নাম শক্তিপদ মণ্ডল । ঠিক সেই সময় ঘাটালের দিক থেকে আসছিলেন সেখানকার বিজেপি বিধায়ক শীতল কপাট । এই পথ দুর্ঘটনায় আহতদের দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বিধায়ক নিজের গাড়ি থামিয়ে দেন ৷ নিজেই গাড়ির মধ্যে তাঁদের তুলে নিয়ে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যান ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ।

দুর্ঘটনায় গুরুতর জখম হন শিশু-সহ টোটো চালক ৷ তাঁরা ভরতি রয়েছেন ঘাটাল মহাকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে । বিধায়ক শীতল কপাট বলেন, "রাস্তায় আসার সময় দুর্ঘটনা ঘটেছে দেখতে পাই । অনেক লোকজন জড়ো হয়ে গিয়েছিল কিন্তু আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনও গাড়ি পাওয়া যাচ্ছিল না । তাই নিজেই তাদের হাসপাতালে নিয়ে আসি । সঠিক চিকিৎসা পেয়ে সকলেই সুস্থ হয়ে উঠুক এটাই চাই ।"

বিধায়কের এই রূপ ও ভূমিকা দেখে খুশি ঘাটালবাসী । যদিও উল্লেখ করা প্রয়োজন, আগের দিন গোটা রাত তাদের পাশে ছিলেন বিধায়ক ৷ এরপর এদিন সকালবেলা ফের তাঁদের দেখতে দৌড়ে আসেন হাসপাতালে তিনি । আহতরা প্রত্যেকে ভালো রয়েছেন এবং খুব দ্রুত তাদের ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে বলে সূত্রের খবর ।

আরও পড়ুন: অনুপস্থিত পরিজনরা ! 'মানবিক' পুলিশের কাঁধে শ্মশানে এল প্রসূতির দেহ

বিধায়ক আহতদের গাড়িতে পৌঁছে দিলেন হাসপাতাল

ঘাটাল, 15 মার্চ: মানবিকতার পরিচয় দিলেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট । পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন এক শিশু-সহ দু'জন ৷ তাঁদেরকে দেখতে পেয়ে নিজের গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেলেন তিনি । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার বিশালাক্ষ্মী মন্দির এলাকায় । ঘটনায় রীতিমতো সাধুবাদ কুড়িয়েছেন এই বিজেপি বিধায়ক ৷ এমনকী তিনি গোটা রাত জেগে পাশে থাকার বার্তা দিয়েছেন আহতদের (BJP MLA Sital Kapat ferries children injured in road accident) ।

জানা গিয়েছে, মঙ্গলবার ঠিক সন্ধ্যের আগে ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়কের বিশালক্ষ্মী মন্দির এলাকায় রাস্তা পারাপার হচ্ছিল শিশু -সহ এক পথচারী ৷ সেই সময় একটি টোটো গাড়ি তাদেরকে ধাক্কা মারে । এই ঘটনায় গুরুতর জখম হন পথচারী ও শিশু-সহ টোটো চালক ৷ সঙ্গে টোটোর মধ্যে থাকা এক যাত্রীও আহত হন । টোটো চালকের নাম শক্তিপদ মণ্ডল । ঠিক সেই সময় ঘাটালের দিক থেকে আসছিলেন সেখানকার বিজেপি বিধায়ক শীতল কপাট । এই পথ দুর্ঘটনায় আহতদের দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে বিধায়ক নিজের গাড়ি থামিয়ে দেন ৷ নিজেই গাড়ির মধ্যে তাঁদের তুলে নিয়ে তড়িঘড়ি চিকিৎসার জন্য নিয়ে যান ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ।

দুর্ঘটনায় গুরুতর জখম হন শিশু-সহ টোটো চালক ৷ তাঁরা ভরতি রয়েছেন ঘাটাল মহাকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে । বিধায়ক শীতল কপাট বলেন, "রাস্তায় আসার সময় দুর্ঘটনা ঘটেছে দেখতে পাই । অনেক লোকজন জড়ো হয়ে গিয়েছিল কিন্তু আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনও গাড়ি পাওয়া যাচ্ছিল না । তাই নিজেই তাদের হাসপাতালে নিয়ে আসি । সঠিক চিকিৎসা পেয়ে সকলেই সুস্থ হয়ে উঠুক এটাই চাই ।"

বিধায়কের এই রূপ ও ভূমিকা দেখে খুশি ঘাটালবাসী । যদিও উল্লেখ করা প্রয়োজন, আগের দিন গোটা রাত তাদের পাশে ছিলেন বিধায়ক ৷ এরপর এদিন সকালবেলা ফের তাঁদের দেখতে দৌড়ে আসেন হাসপাতালে তিনি । আহতরা প্রত্যেকে ভালো রয়েছেন এবং খুব দ্রুত তাদের ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে বলে সূত্রের খবর ।

আরও পড়ুন: অনুপস্থিত পরিজনরা ! 'মানবিক' পুলিশের কাঁধে শ্মশানে এল প্রসূতির দেহ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.