ঘাটাল, 29 জুন: পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই ঝাঁঝ বাড়ছে ভোটের প্রচারে ৷ শাসক-বিরোধী শিবিরের প্রতিশ্রুতির বন্যায় ভাসছে আমজনতা ৷ উন্নয়নমূলক প্রকল্প নিয়ে চলছে একে অপরকে চ্যালেঞ্জ ৷ যেমন ঘাটালের বিজেপি বিধায়ক চ্যালেঞ্জ ছুঁড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ৷ বাড়ির মা-বোনেদের হাতে পাঁচশো বা হাজার নয়, তুলে দেওয়া হবে 3 হাজার টাকা ৷ বিজেপি বিধায়কের অভিনব প্রচারের প্রতিশ্রুতিকে কটাক্ষ শাসক দলের ৷
ভোট প্রচারে ভোটারদের উন্নতিকল্পে নানা প্রতিশ্রুতি সামনে আনছেন শাসকদল থেকে বিরোধী পক্ষ ৷ পয়সা জমানোর মাটির ভাঁড় নিয়ে অভিনব কায়দায় প্রচার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের । হাতে ভাঙা মাটির ভাঁড় ও ভালো মাটির ভাঁড় নিয়ে পৌঁছে যাচ্ছেন ভোটারদের কাছে। এলাকাবাসীকে ভালো ভাঁড় দেখিয়ে বোঝানো হচ্ছে বিজেপির মাতৃ ভাণ্ডার সম্পর্কে ৷ অন্যদিকে ভাঙা ভাঁড় হয়ে উঠেছে মমতার লক্ষ্মীর ভাণ্ডারের প্রতীক ৷
প্রচারে জানানো হয়েছে, এখন রাজ্যে 500 টাকা অ্যাকাউন্টে আসলেও, বিজেপি ক্ষমতায় আসলেও সেই টাকার পরিমাণ বেড়ে দাঁড়াবে 3 হাজার টাকায়। ঘাটাল ব্লকের বালিডাঙ্গা এলাকায় পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থীদের নিয়ে এইভাবেই প্রচার সারছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। তিনি বলেন, "শাসকদলের নেতৃত্ব এলাকার গ্রাম বাংলার মহিলা এবং বয়স্ক মানুষদের বোঝাচ্ছেন যে এবারে তারা ক্ষমতায় চলে গেলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। সেই মিথ্যে প্রচার বন্ধ করার জন্যই আমরা প্রচার করছি ৷ আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না ৷ উলটে 500 টাকার পরিবর্তে তিন হাজার টাকার মাতৃ ভাণ্ডার প্রকল্প দেওয়া হবে গ্রামের মহিলাদের। এই উদ্দেশ্যেই আমাদের প্রচার।"
আরও পড়ুন: 'দোষী' বিডিওদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে কমিশন, আশ্বস্ত করলেন রাজীবা
যদিও বিজেপি বিধায়কের এহেন প্রচারকে তীব্র কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল। এবিষয়ে ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি বলেন, "মানুষের আস্থা লক্ষ্মীর ভাণ্ডারেই । 15 লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি । এরই সঙ্গে কালো টাকা উদ্ধার করবে বলে তা এখনও মেলেনি । ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিজেপি বিধায়ক বলেছিল কেন্দ্র সরকার টাকা দিয়ে দিয়েছে পরে কেন্দ্রীয় মন্ত্রী পালটি খেয়ে বলেছে এমন কিছু হয়নি ।" এরপরেই এসব বিজেপির মিথ্যা প্রতিশ্রুতি বলে দাবি তৃণমূলের।