সবং, 29 জুন: সবংয়ে গলায় দড়ি পেঁচানো অবস্থায় বিজেপি বুথ সভাপতির মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা। যদিও এই ঘটনায় হাইকোর্টের যাওয়ার হুমকি বিজেপি সভানেত্রী ভারতী ঘোষের। তিনি পালটা অভিযোগ করে জানান, পুলিশের নিষ্ক্রিয়তার জন্য এই ঘটনা ঘটেছে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "24 ঘণ্টা সময় দিয়ে গেলাম পুলিশকে ৷ অবিলম্বে গ্রেফতার করতে হবে দোষীদের ৷ এবং শাস্তি দিতে হবে।"
সবংয়ে বিজেপির বুথ সভাপতির মৃত্যুতে এবার হাইকোর্টে মামলা করার হুমকি প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষের। মৃত বুথ সভাপতির পরিবার-পরিজনদের সঙ্গে দেখা করতে গিয়ে তাদের পাশে থাকার পাশাপাশি পুলিশকেও এক হাত নিলেন এই প্রাক্তন আইপিএস অফিসার।
প্রসঙ্গত, এদিন পশ্চিম মেদিনীপুর জেলার সবং বিধানসভার দশ নম্বর বলপাই অঞ্চলে নিজের বাড়ি থেকে দীপক সামন্ত নামে এক বিজেপি বুথ সভাপতির মৃতদেহ উদ্ধার হয়। তার গলায় দড়ি জড়ানো অবস্থায় দেখতে পাওয়া যায় বলে দাবি পরিবারের ৷ এরপরই তারা পুলিশে খবর দেন। আর এই ঘটনায় তাকে মেরে বাড়িতেই গলায় দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে।
মৃতের পরিবারের পাশাপাশি এলাকার বিজেপি নেতাদের বক্তব্য কয়েক দিন ধরেই হুমকি ও আক্রমণ করছিল রাজ্য়ের শাসকদল তৃণমূল। 2021 সালের নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই তাকে এক ঘরে করে দেয় শাসকদল। এলাকার বেশকিছু তৃণমূল নেতা তার জমি জমা কেড়ে নেওয়ার পাশাপাশি তার জায়গা সম্পত্তি দখল করে। পঞ্চায়েত ভোট নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরই সেই হুমকি আরও বেড়ে যায়। সম্প্রতি দিন চার এক আগে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। এই হুমকির প্রেক্ষিতেই পরিবার পুলিশের কাছে গিয়েছিল অভিযোগ জানাতে কিন্তু তাদের পালটা দাবি, পুলিশ কোনও রকম তাদের অভিযোগকে লিপিবদ্ধ করেনি ৷
উলটে তাদের অভিযোগে পুলিশ গুরুত্ব দেয়নি বলে অভিযোগ ৷ এরপরই এদিন সকালবেলায় তার বাড়ি থেকে তার গলায় দড়ি দেওয়া অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। যা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা সবংয়ে। যদিও এ ঘটনায় এলাকায় বিজেপি নেতৃত্ব দাবি করেছিলেন সিবিআই তদন্তর পাশাপাশি ম্যাজিস্ট্রেটের উপস্কেথিতিতে মৃতদেহের ময়নাতদন্ত হোক ৷ ভারতী ঘোষ এরপরই সংশ্লিষ্ট এলাকায় এসে পরিবার-পরিজনদের সঙ্গে দেখা করেন তাদের সঙ্গে ৷ তাদের সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। এরপর সাংবাদিকদের কাছে তিনি পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন।
আরও পড়ুন: শুভেন্দুকে দেখে নয়াগ্রামে ‘চোর’ স্লোগান, তৃণমূলকে পালটা হুঁশিয়ারি বিরোধী দলনেতার
এদিন বিজেপি মহিলা সভানেত্রী তথা প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ বলেন, "2021 সালের নির্বাচনের পরই তাকে ঘিরেই উত্তেজনা তৈরি করে এলাকার শাসকদলের নেতা-কর্মীরা। সম্প্রতি দিন চারেক আগে তাকে হুমকির প্রেক্ষিতে থানায় দারস্থ হয়েছিল মৃতের পরিবার। সংশ্লিষ্ট থানা থেকে কোনও রকম অভিযোগ নেওয়া হয়নি ৷ দেওয়া হয়নি নিরাপত্তাও। এরপর তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মেরে পুনরায় বাড়িতে টাঙিয়ে দেওয়া হয়। যা অত্যন্ত জঘন্যতম এবং নারকীয় হত্যাকাণ্ড। আমরা এই ঘটনায় থানার দ্বারস্থ হয়েছিলাম এবং পুলিশকে 24 ঘণ্টা সময় দিলাম দোষীদের গ্রেফতারের। আমরা এই মামলা নিয়ে হাইকোর্টে যাব এবং এর শেষ দেখে ছাড়ব।" যদিও এই ঘটনায় মৃতদেহকে নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছে তৃণমূল। তাদের বক্তব্যই ছিল পঞ্চায়েত ভোটে পা থেকে মাটি সরে যাওয়ায় তারা মৃতদেহ নিয়ে রাজনীতি করছে।