ETV Bharat / state

BJP Celebrate at Jungle Mahal: বিজেপির ভাল ফলে মিষ্টিমুখ জঙ্গল মহলের পার্টি অফিসে - BJP Celebration In Jungle Mahal Party Office

5 রাজ্যে বিজেপির ভাল ফলে মিষ্টিমুখ জঙ্গল মহলের জেলা পার্টি অফিসে। আবির মেখে মিষ্টিমুখ করে উল্লাস বিজেপি নেতা-কর্মীদের (BJP Celebration In Jungle Mahal)।

Bjp On Celebrate Jungle Mahal
বিজেপির ভালো ফলে মিষ্টিমুখ জঙ্গল মহলের জেলা পার্টি অফিসে
author img

By

Published : Mar 10, 2022, 5:12 PM IST

মেদিনীপুর 10 ই মার্চ : বিজেপির জয়ে খুশির হাওয়া জঙ্গলমহলে। চার রাজ্যের বিজেপির ভাল ফল করায় আবির মেখে মিষ্টিমুখ করে উল্লাস বিজেপি নেতা-কর্মীদের।

পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যে জয়জয়কার বিজেপির। বিশেষ করে উত্তরপ্রদেশে ফের ক্ষমতায় থাকতে চলেছে ভারতীয় জনতা পার্টি ৷ আর তাতেই দেশজুড়ে উল্লাস বিজেপি কর্মীদের। সেই উল্লাসের বেশ কিছু ছবি ফুটে উঠল জঙ্গল মহল জেলা পার্টি অফিসে। বিজেপি নেতা কর্মীরা নিজেদের মধ্যে মিষ্টিমুখ করেন এবং গেরুয়া আবির মেখে তাঁরা অভিনন্দন জানান একে অপরকে (BJP Celebration In Jungle Mahal Party Office)।

2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর বেশ কিছুটা গুটিয়ে গিয়েছিল ভারতীয় জনতা পার্টি। জেলা এবং রাজ্যের নেতা-কর্মীদের একটা বড় অংশ দলে দলে বিজেপি ছেড়ে শাসক দলে যোগ দিতে থাকে। সম্প্রতি জয়প্রকাশ মজুমদার ও জয় বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নেতা তৃণমূলে যোগদান করেন।

পৌরসভার নির্বাচনে একচ্ছত্র অধিকার দখল করে তৃণমূল। আর তাতেই বাংলায় বিজেপির অবস্থা আরও গুটিয়ে যায়।এরই মধ্যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ছিল। আজ সেই নির্বাচনের ফলাফলে জয়জয়কার বিজেপির। এই নির্বাচনের ফলাফলের দিকে এর মধ্যে উত্তরপ্রদেশের নির্বাচন এবারে ছিল পাখির চোখ। উত্তরপ্রদেশ-সহ চার রাজ্যে বিজেপির জয়ে উল্লাস জঙ্গলমহলে। সেখানকার পার্টি অফিসে চলে আবির খেলা ও মিষ্টিমুখের পর্ব।

আরও পড়ুন:সাইকেল পাংচার, উত্তরপ্রদেশে যোগীই সিকন্দার

এখন দেখার ভিন রাজ্যের এই জয় সামনের পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে বিজেপিকে কতটা অক্সিজেন দিতে পারে ৷

মেদিনীপুর 10 ই মার্চ : বিজেপির জয়ে খুশির হাওয়া জঙ্গলমহলে। চার রাজ্যের বিজেপির ভাল ফল করায় আবির মেখে মিষ্টিমুখ করে উল্লাস বিজেপি নেতা-কর্মীদের।

পাঁচ রাজ্যের মধ্যে চার রাজ্যে জয়জয়কার বিজেপির। বিশেষ করে উত্তরপ্রদেশে ফের ক্ষমতায় থাকতে চলেছে ভারতীয় জনতা পার্টি ৷ আর তাতেই দেশজুড়ে উল্লাস বিজেপি কর্মীদের। সেই উল্লাসের বেশ কিছু ছবি ফুটে উঠল জঙ্গল মহল জেলা পার্টি অফিসে। বিজেপি নেতা কর্মীরা নিজেদের মধ্যে মিষ্টিমুখ করেন এবং গেরুয়া আবির মেখে তাঁরা অভিনন্দন জানান একে অপরকে (BJP Celebration In Jungle Mahal Party Office)।

2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির ভরাডুবির পর বেশ কিছুটা গুটিয়ে গিয়েছিল ভারতীয় জনতা পার্টি। জেলা এবং রাজ্যের নেতা-কর্মীদের একটা বড় অংশ দলে দলে বিজেপি ছেড়ে শাসক দলে যোগ দিতে থাকে। সম্প্রতি জয়প্রকাশ মজুমদার ও জয় বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নেতা তৃণমূলে যোগদান করেন।

পৌরসভার নির্বাচনে একচ্ছত্র অধিকার দখল করে তৃণমূল। আর তাতেই বাংলায় বিজেপির অবস্থা আরও গুটিয়ে যায়।এরই মধ্যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ছিল। আজ সেই নির্বাচনের ফলাফলে জয়জয়কার বিজেপির। এই নির্বাচনের ফলাফলের দিকে এর মধ্যে উত্তরপ্রদেশের নির্বাচন এবারে ছিল পাখির চোখ। উত্তরপ্রদেশ-সহ চার রাজ্যে বিজেপির জয়ে উল্লাস জঙ্গলমহলে। সেখানকার পার্টি অফিসে চলে আবির খেলা ও মিষ্টিমুখের পর্ব।

আরও পড়ুন:সাইকেল পাংচার, উত্তরপ্রদেশে যোগীই সিকন্দার

এখন দেখার ভিন রাজ্যের এই জয় সামনের পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে বিজেপিকে কতটা অক্সিজেন দিতে পারে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.