ETV Bharat / state

রাজ্যে চলছে কোরোনা বিভ্রাট , বললেন ভারতী ঘোষ

রাজ্যের কোরোনা ভুল নয় এটা হচ্ছে কোরোনা বিভ্রাট । এভাবেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোরোনা নিয়ে মন্তব্য করলেন প্রাক্তন IPS অফিসার ভারতী ঘোষ ।

Corona disruption is going on in west bengal , said ips officer Bharti Ghosh
রাজ্যে চলছে কোরোনা বিভ্রাট , বললেন ভারতী ঘোষ
author img

By

Published : May 9, 2020, 10:41 PM IST

ঘাটাল, 9 মে : রাজ্যের কোরোনা ভুল নয় এটা হচ্ছে কোরোনা বিভ্রাট । এভাবেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোরোনা নিয়ে মন্তব্য করলেন প্রাক্তন IPS অফিসার ভারতী ঘোষ । তিনি বলেন , " যে রাজ্যের কোরোনার সঠিক তথ্য দিতে পারে না ৷ সে গ্লোবাল অ্যাডভাইসারি বোর্ড ফর কোভিড রেসপন্স পলিসি ইন ওয়েস্ট বেঙ্গল বোর্ড কীভাবে গঠন করতে পারে । "

কোরোনায় ব্যাপক হারে সংক্রমিত হয়েছে দেশের মানুষ । সংক্রমিত হয়েছে 50 হাজারেরও বেশি মানুষ । যদিও এখন চলছে তৃতীয় পর্যায়ের লকডাউন । তবুও সংক্রমণ ও সংক্রমিতের সংখ্যা বেড়েই চলছে । এরই মাঝে জীবন-জীবিকা স্বাভাবিক করার চেষ্টা করছে কেন্দ্র ও রাজ্য সরকার । তবে পশ্চিমবঙ্গ অন্য রাজ্যের মতো সঠিক তথ্য দিচ্ছে না ৷ অভিযোগ করলেন প্রাক্তন IPS অফিসার ভারতী ঘোষ । তিনি বলেন, " রাজ্যের মুখ্যসচিব সাংবাদিক বৈঠক করে এক ধরনের কোরোনার তথ্য তুলে ধরেন ৷ অন্যদিকে, কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রকের কাছে আরেক ধরনের রিপোর্ট পাঠান । দুটো তথ্যের মধ্যে কোরোনার সংক্রমিত মৃত্যুর সংখ্যা কম বেশি করে দেখানো হয়েছে । বিশেষ করে গত 30 এপ্রিল রাজ্যের মুখ্যসচিব কেন্দ্র সচিবকে তথ্য পাঠাচ্ছেন 931জন কোরোনা আক্রান্ত ৷ অথচ সাংবাদিক বৈঠক করে ওই মুখ্য সচিব 30 এপ্রিল বলেছেন রাজ্যে কোরোনা আক্রান্ত 816 ৷ আবার 4 মে কেন্দ্রকে রাজ্য যা রিপোর্ট দিচ্ছে তার মধ্যেও গরমিল । এই সংখ্যাটা আর অনেক কমবেশি দেখানো হয়েছে ৷ এটা কেন । একটা রাজ্যের মুখ্য সচিব স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নির্দেশ মত সঠিক তথ্য তুলে ধরবেন এটাই স্বাভাবিক । মে মাসেও একই বিভ্রাট দেখা দিয়েছে ৷ এক ধরনের রিপোর্ট নিয়ে সাংবাদিক বৈঠক করছেন মুখ্যসচিব ৷ অন্যদিকে, এক ধরনের রিপোর্ট পাঠানো হচ্ছে কেন্দ্র সরকারকে । ফলে এটা কোরোনা ভুল নয় এটা কোরোনা বিভ্রাট বলব । পরবর্তীকালে সেই কোরোনা সমস্যা নিয়ে রাজ্যের মুখ্যসচিব প্রেস মিট করে সাংবাদিকদের বলছেন কোরোনা সংক্রান্ত তথ্যর কিছুটা ভুল হয়েছে । এই কোরোনার সময় গোটা বিশ্ব, দেশ ও বাকি রাজ্যগুলো যখন সঠিক তথ্য পরিবেশন করছে ও মহামারীর বিরুদ্ধে লড়ছে ৷ সেখানে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী কীভাবে কোরোনার ভুল তথ্য তুলে ধরেছেন জনসাধারণের মধ্যে । এটা ভুল বলা যায় না এটা কোরোনা বিভ্রাট বলা হয় । "

তিনি আরও বলেন, " একদিকে কোরোনার ভুল তথ্য আর একদিকে বিভিন্ন নোবেলজয়ী বিজ্ঞানীদের নিয়ে তিনি গঠন করছেন গ্লোবাল অ্যাডভাইসারি বোর্ড ফর কোভিড রেসপন্স পলিসি ইন ওয়েস্ট বেঙ্গল বোর্ড । এই বোর্ড থেকে তিনি গোটা বিশ্বকে অ্যাডভাইস দেবেন ও অ্যাডভাইস নেবেন ? এটা কিভাবে সম্ভব । যে রাজ্যের কোরোনার সঠিক তথ্য তুলে ধরতে পারে না ৷ সে গোটা বিশ্বকে অ্যাডভাইস দেবেন কীভাবে । তিনি মানুষকে বিভ্রান্ত করছেন । "

প্রাক্তন IPS অফিসার তথা জনতা পার্টির মহিলা সভানেত্রী ভারতী আয়ুষ্মান প্রকল্প নিয়ে বলেন , "মোদিজীর প্রকল্প আজ বাংলায় হতে দেননি মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেছিলেন বাংলা স্বাস্থ্যের ব্যাপারে অনেক উন্নত । তার এই মানসিকতার জন্যই আয়ুষ্মান প্রকল্প থেকে বঞ্চিত বাংলার মানুষ । এই বাংলার মানুষ কোনদিনই মুখ্যমন্ত্রীকে ক্ষমা করবেন না । এই মহামারীর সময় সঠিক তথ্য রাজ্যের কাছে আশা করছে সাধারণ মানুষ । তবে কবে তাদের সঠিক তথ্য দেওয়ার হুঁশ ফিরবে সেটাই প্রশ্নের । "

ঘাটাল, 9 মে : রাজ্যের কোরোনা ভুল নয় এটা হচ্ছে কোরোনা বিভ্রাট । এভাবেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কোরোনা নিয়ে মন্তব্য করলেন প্রাক্তন IPS অফিসার ভারতী ঘোষ । তিনি বলেন , " যে রাজ্যের কোরোনার সঠিক তথ্য দিতে পারে না ৷ সে গ্লোবাল অ্যাডভাইসারি বোর্ড ফর কোভিড রেসপন্স পলিসি ইন ওয়েস্ট বেঙ্গল বোর্ড কীভাবে গঠন করতে পারে । "

কোরোনায় ব্যাপক হারে সংক্রমিত হয়েছে দেশের মানুষ । সংক্রমিত হয়েছে 50 হাজারেরও বেশি মানুষ । যদিও এখন চলছে তৃতীয় পর্যায়ের লকডাউন । তবুও সংক্রমণ ও সংক্রমিতের সংখ্যা বেড়েই চলছে । এরই মাঝে জীবন-জীবিকা স্বাভাবিক করার চেষ্টা করছে কেন্দ্র ও রাজ্য সরকার । তবে পশ্চিমবঙ্গ অন্য রাজ্যের মতো সঠিক তথ্য দিচ্ছে না ৷ অভিযোগ করলেন প্রাক্তন IPS অফিসার ভারতী ঘোষ । তিনি বলেন, " রাজ্যের মুখ্যসচিব সাংবাদিক বৈঠক করে এক ধরনের কোরোনার তথ্য তুলে ধরেন ৷ অন্যদিকে, কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রকের কাছে আরেক ধরনের রিপোর্ট পাঠান । দুটো তথ্যের মধ্যে কোরোনার সংক্রমিত মৃত্যুর সংখ্যা কম বেশি করে দেখানো হয়েছে । বিশেষ করে গত 30 এপ্রিল রাজ্যের মুখ্যসচিব কেন্দ্র সচিবকে তথ্য পাঠাচ্ছেন 931জন কোরোনা আক্রান্ত ৷ অথচ সাংবাদিক বৈঠক করে ওই মুখ্য সচিব 30 এপ্রিল বলেছেন রাজ্যে কোরোনা আক্রান্ত 816 ৷ আবার 4 মে কেন্দ্রকে রাজ্য যা রিপোর্ট দিচ্ছে তার মধ্যেও গরমিল । এই সংখ্যাটা আর অনেক কমবেশি দেখানো হয়েছে ৷ এটা কেন । একটা রাজ্যের মুখ্য সচিব স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর নির্দেশ মত সঠিক তথ্য তুলে ধরবেন এটাই স্বাভাবিক । মে মাসেও একই বিভ্রাট দেখা দিয়েছে ৷ এক ধরনের রিপোর্ট নিয়ে সাংবাদিক বৈঠক করছেন মুখ্যসচিব ৷ অন্যদিকে, এক ধরনের রিপোর্ট পাঠানো হচ্ছে কেন্দ্র সরকারকে । ফলে এটা কোরোনা ভুল নয় এটা কোরোনা বিভ্রাট বলব । পরবর্তীকালে সেই কোরোনা সমস্যা নিয়ে রাজ্যের মুখ্যসচিব প্রেস মিট করে সাংবাদিকদের বলছেন কোরোনা সংক্রান্ত তথ্যর কিছুটা ভুল হয়েছে । এই কোরোনার সময় গোটা বিশ্ব, দেশ ও বাকি রাজ্যগুলো যখন সঠিক তথ্য পরিবেশন করছে ও মহামারীর বিরুদ্ধে লড়ছে ৷ সেখানে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী কীভাবে কোরোনার ভুল তথ্য তুলে ধরেছেন জনসাধারণের মধ্যে । এটা ভুল বলা যায় না এটা কোরোনা বিভ্রাট বলা হয় । "

তিনি আরও বলেন, " একদিকে কোরোনার ভুল তথ্য আর একদিকে বিভিন্ন নোবেলজয়ী বিজ্ঞানীদের নিয়ে তিনি গঠন করছেন গ্লোবাল অ্যাডভাইসারি বোর্ড ফর কোভিড রেসপন্স পলিসি ইন ওয়েস্ট বেঙ্গল বোর্ড । এই বোর্ড থেকে তিনি গোটা বিশ্বকে অ্যাডভাইস দেবেন ও অ্যাডভাইস নেবেন ? এটা কিভাবে সম্ভব । যে রাজ্যের কোরোনার সঠিক তথ্য তুলে ধরতে পারে না ৷ সে গোটা বিশ্বকে অ্যাডভাইস দেবেন কীভাবে । তিনি মানুষকে বিভ্রান্ত করছেন । "

প্রাক্তন IPS অফিসার তথা জনতা পার্টির মহিলা সভানেত্রী ভারতী আয়ুষ্মান প্রকল্প নিয়ে বলেন , "মোদিজীর প্রকল্প আজ বাংলায় হতে দেননি মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেছিলেন বাংলা স্বাস্থ্যের ব্যাপারে অনেক উন্নত । তার এই মানসিকতার জন্যই আয়ুষ্মান প্রকল্প থেকে বঞ্চিত বাংলার মানুষ । এই বাংলার মানুষ কোনদিনই মুখ্যমন্ত্রীকে ক্ষমা করবেন না । এই মহামারীর সময় সঠিক তথ্য রাজ্যের কাছে আশা করছে সাধারণ মানুষ । তবে কবে তাদের সঠিক তথ্য দেওয়ার হুঁশ ফিরবে সেটাই প্রশ্নের । "

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.