ETV Bharat / state

রাক্ষস-রাজ চলছে : ভারতী - পশ্চিম মেদিনীপুর

"সমগ্র রাজ্যে সন্ত্রাস চলছে ৷ পুলিশের সঙ্গে মিলে তৃণমূলের গুন্ডা ও মাফিয়া ঘরে ঘরে ঢুকে অত্যাচার করছে ৷ যেখানেই ভারতীয় জনতা দলের মানুষ বাইরে বেরোচ্ছে সেখানেই পুলিশের ও তৃণমূলের সন্ত্রাস বাড়ছে ৷ সেই সন্ত্রাসের প্রতিবাদ করতে ভারতীয় জনতা দল বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করছে ৷" আজ দাঁতন 1 নম্বর দক্ষিণ মণ্ডলে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন BJP নেত্রী ভারতী ঘোষ ৷

ভারতী
author img

By

Published : Jul 26, 2019, 10:51 PM IST

Updated : Jul 26, 2019, 11:18 PM IST

দাঁতন, 26 জুলাই : "যখন সমগ্র জায়গায় রক্ত ঝরে তখন আমরা বলি রাক্ষস-রাজ চলছে ৷ রাক্ষস রক্ত খাচ্ছে ৷ তখন মানুষ ক্ষোভে ফেটে পড়ে ৷ মানুষ রামের সুশাসনের জন্য আর্তনাদ করে ৷ তখন আমাদের নাভি থেকে বেরিয়ে আসে জয়শ্রীরাম ৷" আজ দাঁতন 1 নম্বর দক্ষিণ মণ্ডলে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন BJP নেত্রী ভারতী ঘোষ ৷ এখন বিভিন্ন জায়গায় BJP-র সদস্যতা অভিযান চলছে ৷ আজ সেই সদস্য সংগ্রহ অভিযানের কাজে দাঁতন 1 নম্বর দক্ষিণ মণ্ডলে যান ভারতী ৷ তাঁর সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা BJP সভাপতি সমিতকুমার দাস ৷

ভিডিয়োয় শুনুন ভারতী ঘোষের বক্তব্য

পরে সাংবাদিক বৈঠকে ভারতী বলেন, "রাজ্যজুড়ে সন্ত্রাস চলছে ৷ পুলিশের সঙ্গে মিলে তৃণমূলের গুন্ডা ও মাফিয়া ঘরে ঘরে ঢুকে অত্যাচার চালাচ্ছে ৷ যেখানেই ভারতীয় জনতা দলের সদস্য বাইরে বেরোচ্ছে সেখানেই পুলিশ ও তৃণমূলের সন্ত্রাস বাড়ছে ৷ সেই সন্ত্রাসের প্রতিবাদ করতে ভারতীয় জনতা দল বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করছে ৷"

এই সংক্রান্ত আরও খবর : "জয় শ্রীরামের" নামে চলছে গণপিটুনি! প্রধানমন্ত্রীকে চিঠি অঞ্জন-অপর্ণা-মণিরত্নমসহ 49 শিল্পীর

সমাজের বিশিষ্টদের কটাক্ষ করে ভারতী বলেন, "কে বিদ্বজ্জন? কারা বিদ্বজ্জন? যখন ডায়মন্ডহারবার, সন্দেশখালিতে আমাদের কর্মীকে মারছিল, দেবদাস মণ্ডলকে এখনও ফেরত দেয়নি ৷ তখন বিদ্বজ্জনেরা কোথায় ছিলেন? কামদুনি থেকে পার্কস্ট্রিটে যখন মহিলাদের গণধর্ষণ করা হয়েছিল তখন কোথায় ছিল বিদ্বজ্জন?"

দাঁতন, 26 জুলাই : "যখন সমগ্র জায়গায় রক্ত ঝরে তখন আমরা বলি রাক্ষস-রাজ চলছে ৷ রাক্ষস রক্ত খাচ্ছে ৷ তখন মানুষ ক্ষোভে ফেটে পড়ে ৷ মানুষ রামের সুশাসনের জন্য আর্তনাদ করে ৷ তখন আমাদের নাভি থেকে বেরিয়ে আসে জয়শ্রীরাম ৷" আজ দাঁতন 1 নম্বর দক্ষিণ মণ্ডলে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বললেন BJP নেত্রী ভারতী ঘোষ ৷ এখন বিভিন্ন জায়গায় BJP-র সদস্যতা অভিযান চলছে ৷ আজ সেই সদস্য সংগ্রহ অভিযানের কাজে দাঁতন 1 নম্বর দক্ষিণ মণ্ডলে যান ভারতী ৷ তাঁর সঙ্গে ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা BJP সভাপতি সমিতকুমার দাস ৷

ভিডিয়োয় শুনুন ভারতী ঘোষের বক্তব্য

পরে সাংবাদিক বৈঠকে ভারতী বলেন, "রাজ্যজুড়ে সন্ত্রাস চলছে ৷ পুলিশের সঙ্গে মিলে তৃণমূলের গুন্ডা ও মাফিয়া ঘরে ঘরে ঢুকে অত্যাচার চালাচ্ছে ৷ যেখানেই ভারতীয় জনতা দলের সদস্য বাইরে বেরোচ্ছে সেখানেই পুলিশ ও তৃণমূলের সন্ত্রাস বাড়ছে ৷ সেই সন্ত্রাসের প্রতিবাদ করতে ভারতীয় জনতা দল বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল করছে ৷"

এই সংক্রান্ত আরও খবর : "জয় শ্রীরামের" নামে চলছে গণপিটুনি! প্রধানমন্ত্রীকে চিঠি অঞ্জন-অপর্ণা-মণিরত্নমসহ 49 শিল্পীর

সমাজের বিশিষ্টদের কটাক্ষ করে ভারতী বলেন, "কে বিদ্বজ্জন? কারা বিদ্বজ্জন? যখন ডায়মন্ডহারবার, সন্দেশখালিতে আমাদের কর্মীকে মারছিল, দেবদাস মণ্ডলকে এখনও ফেরত দেয়নি ৷ তখন বিদ্বজ্জনেরা কোথায় ছিলেন? কামদুনি থেকে পার্কস্ট্রিটে যখন মহিলাদের গণধর্ষণ করা হয়েছিল তখন কোথায় ছিল বিদ্বজ্জন?"

Intro:রাক্ষসরাজ্ চলছে , রাক্ষস রক্ত খাচ্ছে Body:"রাজ্যে রাক্ষসের রাজত্ব চলছে,রাক্ষসরাজ রক্ত খাচ্ছে ,আর এই রাক্ষসরাজ যখন চলে তখন মানুষ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ে, আর তখন রাম রাজত্ব চাই মানুষ তাই বলে ওঠে জয় শ্রী রাম ! বক্তা ভারতী ঘোষ l


এখন চলছে বিজেপির সদস্যতা অভিযান পর্ব , আর সেই সদস্য সংগ্রহের কাজে এবার দাঁতন এর 1 নম্বর দক্ষিণ মন্ডলে জনসভা করল বিজেপি l এই জনসভায় বক্তব্য রাখতে আসেন বিজেপি নেত্রী তথা একসময়ের আই পি এস অফিসার ভারতী ঘোষ ও বিজেপি জেলা সভাপতি সমিত কুমার দাস l বক্তব্য রাখতে গিয়ে প্রথম থেকেই চাঁছাছোলা ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করেন ভারতী ঘোষ l তিনি বলেন এই রাজ্যে খুন সন্ত্রাসের রাজত্ব চলছে l যখন এভাবে রক্ত ঝরে ,তখন আমরা বলি রাক্ষস রোজ রক্ত খাচ্ছে, রাক্ষসের রাজত্ব চলছে l এই সময় মানুষ ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়ে এবং আর্তনাদ করে বলে ওঠে রামের সুশাসন চাই, রামের আত্মত্যাগ চাই, চাই আমাদের রাম রাজত্ব ,তাই তখন আমাদের ভেতর থেকে বেরিয়ে আসে জয় শ্রীরাম l পাশাপাশি বিদ্বজনকে কটাক্ষ করে বলেন-"কে বিদ্বজন? কারা বিদ্বজন?যখন ডায়মন্ড হারবার,সন্দেশখালিতে আমাদের কর্মীকে মারছিল,কর্মী দেবদাস মন্ডল কে এখনও ফেরত দেয়নি বিদ্বজনেরা কোথায় ছিলেন?কামদুনি থেকে পার্কস্ট্রিটে যখন মহিলাদের গনধর্ষন করা হয়েছিল কোথায় ছিল বিদ্বজন?আমাদের কর্মীদের মারধর করা হচ্ছে তখন বিদ্বজ্জন কোথায়?বিদ্বজন হতে গেলে প্রথমে সমাজ ব্যবস্থার অধিকাংশ লোক বলবে বিদ্বজন।"কাটমানি প্রসঙ্গে তিনি বলেন-"কোথায় থেকে বালি তুলছে,কয়লাখনি থেকে কয়লা তুলছে? কোথায় থেকে কাটমানি নিচ্ছে তৃণমূল আমাদের সব খাতায় লেখা আছে,যখন ক্ষমতায় আসব তখন এদের হালখাতা খোলা হবে l "দাঁতনের ঘোলাই মোড়ে প্রকাশ্যে জনসভায় এসে এমনই মন্তব্য করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ l Conclusion:রাক্ষসরাজ্ চলছে , রাক্ষস রক্ত খাচ্ছে
Last Updated : Jul 26, 2019, 11:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.