ETV Bharat / state

Bharati Ghosh: 'বিজেপির প্রবাস কর্মসূচি হাইজ্যাক করেছে তৃণমূল !' তোপ ভারতীর

কড়া ভাষায় তৃণমূল কংগ্রেসের 'রক্ষাকবচ' (Didir Suraksha Kavach) কর্মসূচির সমালোচনা করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ (Bharati Ghosh) ৷ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) চাঁদরায় (Chandra) কী বললেন তিনি ?

Bharati Ghosh slams TMC for their new campaign named Didir Suraksha Kavach
দলীয় কর্মসূচিতে ভারতী ঘোষ ৷
author img

By

Published : Jan 5, 2023, 9:24 PM IST

ভারতীর তোপ !

চাঁদরা (পশ্চিম মেদিনীপুর), 5 জানুয়ারি: "বিজেপির প্রবাস কর্মসূচি হাইজ্যাক করেছে তৃণমূল কংগ্রেস !" বৃহস্পতিবার এমনটাই দাবি করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ (Bharati Ghosh) ৷ এদিন পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) চাঁদরায় (Chandra) আয়োজিত একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন তিনি ৷ সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের সদ্য ঘোষিত 'রক্ষাকবচ' (Didir Suraksha Kavach) কর্মসূচি নিয়ে কটাক্ষ করেন ভারতী ৷

এদিন ভারতী ঘোষ বলেন, "রক্ষাকবচ কী এবং কেন ? আসলে বাংলার মানুষ এতদিন নিরাপদে ছিলেন না ৷ কেন তাঁরা নিরাপদে ছিলেন না ? কারণ, তাঁদের চাল চুরি হচ্ছিল, বাড়ি চুরি হচ্ছিল, অত্যাচার করা হচ্ছিল ৷ তাই তাঁরা নিরাপদে ছিলেন না ৷ এবার রক্ষাকবচ কর্মসূচি ঘোষণা করে তৃণমূল কংগ্রেসও কার্যত সেকথা মেনে নিল ! তারা এমনটা করতে পেরেছে, সেটা খুব ভালো বিষয় ৷ কিন্তু, রক্ষাকবচের আড়ালে তৃণমূলের নেতা ও কর্মীদের গ্রামে গ্রামে গিয়ে রাত্রিযাপন করতে বলতে হচ্ছে ৷ এটা আসলে বিজেপির ভাবধারা ৷ বিজেপি এই কর্মসূচিকে বলে প্রবাস ৷ তৃণমূল বিজেপির সেই প্রবাস কর্মসূচিকেই হাইজ্যাক করেছে !"

আরও পড়ুন: 'বন্দে ভারতের জন্য ওঁর গর্ব করা উচিত !' মমতার সমালোচনায় সরব সুভাষ

প্রসঙ্গত, সামনেই পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Election 2023) ৷ তার আগে কোমর বেঁধে মাঠে নেমেছে গেরুয়াশিবির ৷ গ্রামে গ্রামে ঘুরে চলছে প্রচার ৷ সেই কারণেই এদিন পশ্চিম মেদিনীপুরের চাঁদরায় দলীয় কর্মসূচিতে এসে যোগ দেন ভারতী ৷ এদিনের সভায় আমজনতার সঙ্গে সরাসরি কথা বলেন তিনি ৷ মানুষের অভাব, অভিযোগ শোনেন ৷ উল্লেখ্য, একটা সময় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের খুব কাছের মানুষ ছিলেন ভারতী ঘোষ ৷ এমনকী, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্য সভায় মা বলে সম্বোধন করেছিলেন ভারতী ৷ তা নিয়ে তাঁকে বিতর্কেও জড়াতে হয়েছিল ৷

পরবর্তীতে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় ভারতী ঘোষের ৷ তিনি যোগ দেন বিজেপিতে ৷ তারপর থেকে চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ করে চলেছেন ভারতী ৷ বিজেপির টিকিটে ভোটেও লড়েছেন তিনি ৷ তবে, সেই লড়াইয়ে হার শিকার করতে হয়েছে তাঁকে ৷ আর এবার পঞ্চায়েত নির্বাচনের আগে ফের একবার মাঠে নেমে বিজেপির প্রচার এবং তৃণমূল কংগ্রেসের সমালোচনা শুরু করেছেন ভারতী ঘোষ ৷

ভারতীর তোপ !

চাঁদরা (পশ্চিম মেদিনীপুর), 5 জানুয়ারি: "বিজেপির প্রবাস কর্মসূচি হাইজ্যাক করেছে তৃণমূল কংগ্রেস !" বৃহস্পতিবার এমনটাই দাবি করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ (Bharati Ghosh) ৷ এদিন পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) চাঁদরায় (Chandra) আয়োজিত একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন তিনি ৷ সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল কংগ্রেসের সদ্য ঘোষিত 'রক্ষাকবচ' (Didir Suraksha Kavach) কর্মসূচি নিয়ে কটাক্ষ করেন ভারতী ৷

এদিন ভারতী ঘোষ বলেন, "রক্ষাকবচ কী এবং কেন ? আসলে বাংলার মানুষ এতদিন নিরাপদে ছিলেন না ৷ কেন তাঁরা নিরাপদে ছিলেন না ? কারণ, তাঁদের চাল চুরি হচ্ছিল, বাড়ি চুরি হচ্ছিল, অত্যাচার করা হচ্ছিল ৷ তাই তাঁরা নিরাপদে ছিলেন না ৷ এবার রক্ষাকবচ কর্মসূচি ঘোষণা করে তৃণমূল কংগ্রেসও কার্যত সেকথা মেনে নিল ! তারা এমনটা করতে পেরেছে, সেটা খুব ভালো বিষয় ৷ কিন্তু, রক্ষাকবচের আড়ালে তৃণমূলের নেতা ও কর্মীদের গ্রামে গ্রামে গিয়ে রাত্রিযাপন করতে বলতে হচ্ছে ৷ এটা আসলে বিজেপির ভাবধারা ৷ বিজেপি এই কর্মসূচিকে বলে প্রবাস ৷ তৃণমূল বিজেপির সেই প্রবাস কর্মসূচিকেই হাইজ্যাক করেছে !"

আরও পড়ুন: 'বন্দে ভারতের জন্য ওঁর গর্ব করা উচিত !' মমতার সমালোচনায় সরব সুভাষ

প্রসঙ্গত, সামনেই পঞ্চায়েত নির্বাচন (WB Panchayat Election 2023) ৷ তার আগে কোমর বেঁধে মাঠে নেমেছে গেরুয়াশিবির ৷ গ্রামে গ্রামে ঘুরে চলছে প্রচার ৷ সেই কারণেই এদিন পশ্চিম মেদিনীপুরের চাঁদরায় দলীয় কর্মসূচিতে এসে যোগ দেন ভারতী ৷ এদিনের সভায় আমজনতার সঙ্গে সরাসরি কথা বলেন তিনি ৷ মানুষের অভাব, অভিযোগ শোনেন ৷ উল্লেখ্য, একটা সময় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের খুব কাছের মানুষ ছিলেন ভারতী ঘোষ ৷ এমনকী, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্য সভায় মা বলে সম্বোধন করেছিলেন ভারতী ৷ তা নিয়ে তাঁকে বিতর্কেও জড়াতে হয়েছিল ৷

পরবর্তীতে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় ভারতী ঘোষের ৷ তিনি যোগ দেন বিজেপিতে ৷ তারপর থেকে চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ করে চলেছেন ভারতী ৷ বিজেপির টিকিটে ভোটেও লড়েছেন তিনি ৷ তবে, সেই লড়াইয়ে হার শিকার করতে হয়েছে তাঁকে ৷ আর এবার পঞ্চায়েত নির্বাচনের আগে ফের একবার মাঠে নেমে বিজেপির প্রচার এবং তৃণমূল কংগ্রেসের সমালোচনা শুরু করেছেন ভারতী ঘোষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.