মেদিনীপুর, 12 মে : মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি হলেন ভারতী ঘোষ ও তাঁর নিরাপত্তারক্ষী CISF কর্মী রাজীব কুমার । পরে ডাক্তারের নির্দেশ অমান্য করে ব্যক্তিগত বন্ডে সেখান থেকে চলে যান ভারতী ।
কেশপুর থেকে বেরিয়ে ভারতী ঘোষ সোজা চলে আসেন মেদিনীপুর মেডিকেল কলেজে । সেখানেই তাঁর নিরাপত্তারক্ষীর চিকিৎসা হয় । ভারতী ঘোষেরও চোট লেগেছে । তবে কিছুক্ষণ পর ডাক্তারের নির্দেশ অমান্য করে ব্যক্তিগত বন্ডে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে চলে যান ভারতী । কোথায় যাচ্ছেন সে বিষয়েও স্পষ্ট করেননি কিছু । হাসপাতাল থেকে বেরিয়ে ভারতী ঘোষ বলেন, "ভাই আমি চোরও নই, ডাকাতও নই। শিক্ষাজগত থেকে এসেছি, এতবছর চাকরি করলাম । আর আজ পুলিশের ভূমিকা ভালোই দেখলাম ।"
অন্যদিকে, বুথের 100 মিটারের মধ্যে সশস্ত্র দেহরক্ষী নিয়ে যাওয়ায় ভারতী ঘোষের বিরুদ্ধে ইতিমধ্যে একটি FIR দায়ের করা হয়েছে । বুথে মোবাইল নিয়ে ভিডিয়ো করায় তাঁর বিরুদ্ধে আরও একটি FIR দায়েরের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ।